ETV Bharat / state

বিজেপির ডাকা বনধ রুখতে উদ্যোগ, ছুটি বাতিল কলকাতা কর্পোরেশনে - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 10:00 PM IST

Firhad Hakim: কলকাতা সচল রাখতে আবেদন মেয়রের ৷ "নবান্নের পিছন থেকে উঠে মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করবে বিজেপি, অভিযানকে কটাক্ষ করে মন্তব্য ফিরহাদ হাকিমের ৷ কলকাতার মেয়র জানিয়ে দিলেন, "বুধে সচল থাকবে কলকাতা, সচল থাকবে পুরো বাংলা ৷"

Firhad Hakim
মেয়র ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

কলকাতা, 27 অগস্ট: নবান্ন অভিযানে প্রতিবাদীদের উপর পুলিশি লাঠি, কাঁদানে গ্যাস, জল কামানের প্রতিবাদে বিজেপি বুধবার 12 ঘণ্টার বনধ ডেকেছে। কলকাতায় বনধ ব্যর্থ করতে ও জনজীবন স্বাভাবিক রাখতে নাগরিকদের আহ্বান জানালেন মেয়র। পাশাপশি নবান্ন অভিযানকে চরম কটাক্ষ করে শুভেন্দু অধিকারী থেকে রাজ্যপালকে তোপ দেগেছেন ফিরহাদ।

মঙ্গলবার বিজেপির ডাকা বনধ মানা হবে না বলেও সাফ জানান কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম। তিনি এদিন বলেন, "এখন আর রাজ্যে বনধের সংস্কৃতি নেই। শ্রম দিবস নষ্ট হয় না। বাংলায় সেই সংস্কৃতি আর ফিরতে দেব না। বাংলা সচল থাকবে। বিজেপি বার বার প্রত্যাখ্যাত হচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে মানুষ প্রত্যাখ্যান করেছে 2024-এর লোকসভা ভোটেও মানুষ প্রত্যাখ্যান করেছে এখন নবান্নের পিছন দিক দিয়ে প্রবেশ করার দিবা-স্বপ্ন দেখছে বিজেপি।"

তিনি আরও বলেন, "নবান্নের পিছনের সিঁড়ি আছে কি না জানি না। সেই সিঁড়ি দিয়ে ওঠবার যাদের অভিপ্রায় তাদের স্বপ্ন কোনওদিন পূর্ণ হবে না। সচল থাকবে কলকাতা, সচল থাকবে পুরো বাংলা। এছাড়াও শুভেন্দুর রাজ্যপালের কাছে রাষ্ট্রপতি শাসনের দাবি প্রসঙ্গে ফিরহাদ বলেন, "রাজ্যপাল মোয়া দিয়ে গদিতে বসিয়ে দেবে মানুষের সমর্থন দরকার নেই! কে রাজ্যপাল? উনি মনোনীত আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত। আমরা নির্বাচিত ৷ অমিত শাহ দ্বারা মনোনীত নই।"

কলকাতা কর্পোরেশনের 47 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সিং প্রয়াত হয়েছেন সম্প্রতি। কোনও বর্তমান কাউন্সিলর হলে পুরনিয়ম অনুসারে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়। আগামিকাল সেই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল কলকাতা পুনরিগম। তবে বিজেপি বনধ ডাকার পরপরই আরও একটি নোটিশ জারি হয়ে সেই ছুটি বাতিল হয়। পরিবর্তে তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার সেই ছুটি দেওয়া হবে ৷

কলকাতা, 27 অগস্ট: নবান্ন অভিযানে প্রতিবাদীদের উপর পুলিশি লাঠি, কাঁদানে গ্যাস, জল কামানের প্রতিবাদে বিজেপি বুধবার 12 ঘণ্টার বনধ ডেকেছে। কলকাতায় বনধ ব্যর্থ করতে ও জনজীবন স্বাভাবিক রাখতে নাগরিকদের আহ্বান জানালেন মেয়র। পাশাপশি নবান্ন অভিযানকে চরম কটাক্ষ করে শুভেন্দু অধিকারী থেকে রাজ্যপালকে তোপ দেগেছেন ফিরহাদ।

মঙ্গলবার বিজেপির ডাকা বনধ মানা হবে না বলেও সাফ জানান কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম। তিনি এদিন বলেন, "এখন আর রাজ্যে বনধের সংস্কৃতি নেই। শ্রম দিবস নষ্ট হয় না। বাংলায় সেই সংস্কৃতি আর ফিরতে দেব না। বাংলা সচল থাকবে। বিজেপি বার বার প্রত্যাখ্যাত হচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে মানুষ প্রত্যাখ্যান করেছে 2024-এর লোকসভা ভোটেও মানুষ প্রত্যাখ্যান করেছে এখন নবান্নের পিছন দিক দিয়ে প্রবেশ করার দিবা-স্বপ্ন দেখছে বিজেপি।"

তিনি আরও বলেন, "নবান্নের পিছনের সিঁড়ি আছে কি না জানি না। সেই সিঁড়ি দিয়ে ওঠবার যাদের অভিপ্রায় তাদের স্বপ্ন কোনওদিন পূর্ণ হবে না। সচল থাকবে কলকাতা, সচল থাকবে পুরো বাংলা। এছাড়াও শুভেন্দুর রাজ্যপালের কাছে রাষ্ট্রপতি শাসনের দাবি প্রসঙ্গে ফিরহাদ বলেন, "রাজ্যপাল মোয়া দিয়ে গদিতে বসিয়ে দেবে মানুষের সমর্থন দরকার নেই! কে রাজ্যপাল? উনি মনোনীত আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত। আমরা নির্বাচিত ৷ অমিত শাহ দ্বারা মনোনীত নই।"

কলকাতা কর্পোরেশনের 47 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সিং প্রয়াত হয়েছেন সম্প্রতি। কোনও বর্তমান কাউন্সিলর হলে পুরনিয়ম অনুসারে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়। আগামিকাল সেই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল কলকাতা পুনরিগম। তবে বিজেপি বনধ ডাকার পরপরই আরও একটি নোটিশ জারি হয়ে সেই ছুটি বাতিল হয়। পরিবর্তে তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার সেই ছুটি দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.