ETV Bharat / state

সংযুক্ত এলাকায় বাড়ি করবেন ? মানতে হবে নয়া নিয়ম - Kolkata Municipal corporation - KOLKATA MUNICIPAL CORPORATION

Kolkata Municipal corporation: সংযুক্ত এলাকার বিস্তারিত মানচিত্র না থাকায় বাড়ি তৈরির নয়া নিয়ম চালু হতে চলেছে ৷ পুর নিগমের সংযুক্ত এলাকা 101 নম্বর থেকে 144 নম্বর ওয়ার্ডের বাসীন্দাদের বাড়ি তৈরির জন্য কলকাতা পুরনিগমের ভ্যালু অ্যান্ড সার্ভেয়ার বিভাগের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ৷

Kolkata Municipal corporation
কলকাতা পৌরনিগম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 10:54 PM IST

কলকাতা, 7 অগস্ট: বাড়ি তৈরির অনুমতিতে নতুন নিয়ম চালু করতে চলেছে কলকাতা পুরনিগম। তবে সেটা শহর জুড়ে নয়, শুধুমাত্র কলকাতা পুরনিগমের সংযুক্ত 44টি ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নতুন নিয়ম । 101 নম্বর থেকে 144 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বা যে কোনও নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরনিগমের ভ্যালু এন্ড সার্ভেয়ার বিভাগের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সংযুক্ত এলাকার ওয়ার্ডের কোনও বাসিন্দা নির্মাণের অনুমতি চাইলে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা গিয়ে সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট দেন ৷ তেমনই এবার থেকে ভ্যালু অ্যান্ড সার্ভেয়ার বিভাগের কর্মীরা গিয়ে জমির খুঁটিনাটি পরিদর্শন করবেন। জমির মাপ থেকে শুরু করে মৌজা নম্বর, পরচা নম্বর খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবেন। তারপর মিলবে নির্মাণের অনুমতি। কর আদায়ের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরনিগমের কাছে। যে সমস্ত বিষয় নির্ভর করে কর মূল্যায়ন করতে হয় অধিকাংশ ক্ষেত্রে তার নির্দিষ্ট মাপ, মানচিত্র না থাকায় জটিলতা তৈরি হয়। নাগরিকরা আদালতের দ্বারস্থ হয়। ফলে রাজস্ব আয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।

কলকাতা পুরনিগম এলাকার সঙ্গে সংযুক্ত হয় বেহালা, যাদবপুর এবং জোকার একাংশ যুক্ত হয়। জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের হাতে এই সমস্ত এলাকার জমির নির্দিষ্ট মানচিত্র নেই ৷ এই এলাকাগুলিতে বিএলআরও মিউটেশন করাতে গেলেও জটিলতা সৃষ্টি হয় ৷ কারণ বাড়ি তৈরির জন্য কলকাতা পুরনিগমের অনুমতি পেতে গেলে বাধ্যতামূলক বিএলআরও মিউটেশনের কাগজ। তারপরই কলকাতা পুরনিগমের বাকি কাজ হয় ৷

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, সংযুক্ত এলাকার যে সমস্ত ওয়ার্ড সেখানে নির্মাণের আবেদন এলে বিল্ডিং বিভাগ নকশার অনুমোদন দেওয়ার আগে সার্ভেয়ার বিভাগ আগে মাপজোপ করবে ৷ তাদের রিপোর্ট নিয়ে বিল্ডিং বিভাগ নিজেদের কাজগুলো করবে। বিল্ডিং বিভাগের কর্মীদের সঙ্গে থাকবেন সার্ভেয়ার বিভাগের কর্মীরা। এই সিদ্ধান্তে যেমন নাগরিকদের ভোগান্তি কমবে তেমনই কমবে কর্পোরেশনের কর্মীদের ভোগান্তি।

কলকাতা, 7 অগস্ট: বাড়ি তৈরির অনুমতিতে নতুন নিয়ম চালু করতে চলেছে কলকাতা পুরনিগম। তবে সেটা শহর জুড়ে নয়, শুধুমাত্র কলকাতা পুরনিগমের সংযুক্ত 44টি ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নতুন নিয়ম । 101 নম্বর থেকে 144 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বা যে কোনও নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরনিগমের ভ্যালু এন্ড সার্ভেয়ার বিভাগের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সংযুক্ত এলাকার ওয়ার্ডের কোনও বাসিন্দা নির্মাণের অনুমতি চাইলে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা গিয়ে সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট দেন ৷ তেমনই এবার থেকে ভ্যালু অ্যান্ড সার্ভেয়ার বিভাগের কর্মীরা গিয়ে জমির খুঁটিনাটি পরিদর্শন করবেন। জমির মাপ থেকে শুরু করে মৌজা নম্বর, পরচা নম্বর খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবেন। তারপর মিলবে নির্মাণের অনুমতি। কর আদায়ের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরনিগমের কাছে। যে সমস্ত বিষয় নির্ভর করে কর মূল্যায়ন করতে হয় অধিকাংশ ক্ষেত্রে তার নির্দিষ্ট মাপ, মানচিত্র না থাকায় জটিলতা তৈরি হয়। নাগরিকরা আদালতের দ্বারস্থ হয়। ফলে রাজস্ব আয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।

কলকাতা পুরনিগম এলাকার সঙ্গে সংযুক্ত হয় বেহালা, যাদবপুর এবং জোকার একাংশ যুক্ত হয়। জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের হাতে এই সমস্ত এলাকার জমির নির্দিষ্ট মানচিত্র নেই ৷ এই এলাকাগুলিতে বিএলআরও মিউটেশন করাতে গেলেও জটিলতা সৃষ্টি হয় ৷ কারণ বাড়ি তৈরির জন্য কলকাতা পুরনিগমের অনুমতি পেতে গেলে বাধ্যতামূলক বিএলআরও মিউটেশনের কাগজ। তারপরই কলকাতা পুরনিগমের বাকি কাজ হয় ৷

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, সংযুক্ত এলাকার যে সমস্ত ওয়ার্ড সেখানে নির্মাণের আবেদন এলে বিল্ডিং বিভাগ নকশার অনুমোদন দেওয়ার আগে সার্ভেয়ার বিভাগ আগে মাপজোপ করবে ৷ তাদের রিপোর্ট নিয়ে বিল্ডিং বিভাগ নিজেদের কাজগুলো করবে। বিল্ডিং বিভাগের কর্মীদের সঙ্গে থাকবেন সার্ভেয়ার বিভাগের কর্মীরা। এই সিদ্ধান্তে যেমন নাগরিকদের ভোগান্তি কমবে তেমনই কমবে কর্পোরেশনের কর্মীদের ভোগান্তি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.