ETV Bharat / state

জন্মাষ্টমীতে কমছে মেট্রো, কোথায় কখন দিনের প্রথম ও শেষ পরিষেবা ? - Metro Service on Janmashtami

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 3:57 PM IST

Metro Service on Janmashtami: জন্মাষ্টমীর দিন কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা ৷ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে আজ একথা জানানো হয়েছে ৷ ওই দিন দিনের প্রথম ও শেষ মেট্রো কখন পাওয়া যাবে তা জেনে নিন ৷

ETV BHARAT
জন্মাষ্টমীতে কমছে মেট্রো (নিজস্ব চিত্র)

কলকাতা, 23 অগস্ট: আগামী সোমবার অর্থাৎ 26 অগস্ট জন্মাষ্টমী । ওই দিন ব্লু লাইনে কমবে মেট্রোর সংখ্যা । আজ একথা জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ।

আগামী সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বেশিরভাগ স্কুল, কলেজ এবং কিছু অফিস ছুটি । তাই স্বাভাবিকভাবেই মেট্রোর যেটি মেইন লাইন অর্থাৎ নর্থ-সাউথ করিডোর, সেই রুটে অনেক কম সংখ্যক যাত্রী যাতায়াত করবেন । তাই কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে ওই লাইনে পরিষেবার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সাধারণত নর্থ-সাউথ করিডোরে সারাদিনে 288টি মেট্রো পরিষেবা থাকে ৷ তবে জন্মাষ্টমীর দিন সারাদিনে চলবে 234টি পরিষেবা । এই মোট সংখ্যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন ট্রেন চলবে ৷

জন্মাষ্টমীতে ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:

দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6:50 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6:50 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6:55 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 7:00 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

ব্লু লাইনে দিনের শেষ মেট্রো:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:28 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:30 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

রাত 10:40 মিনিটে যে বিশেষ মেট্রো ব্লু লাইনে চালানো হয় কবি সুভাষ থেকে দমদমের মধ্যে, সেটি ওইদিনও নিয়ম মেনেই চলবে ।

গ্রিন লাইন 1

আগামী 26 অগস্ট গ্রিন লাইন 1-এ সারাদিনে 90টি মেট্রো চলাচল করবে ৷ এর মধ্যে 45টি পূর্বমুখী ও 45টি পশ্চিমমুখী । যদিও অন্যান্য দিনে এই লাইনে সারাদিনে 106 মেট্রো পরিষেবা থাকে ।

গ্রিন লাইন 1-এ দিনের প্রথম পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6.55 মিনিটে । সময়ে কোনও পরিবর্তন আনা হয়নি ।

সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 7.05 মিনিটে । সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি ।

গ্রিন লাইন 1-এ দিনের শেষ মেট্রো পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.35 মিনিটে ৷ সময়সূচিতে কোনও পরিবর্তন নেই ৷

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো মিলবে রাত 21.40 মিনিটে । সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি ।

গ্রিন লাইন 2

আগামী 26 অগস্ট গ্রিন লাইন 2-তে সারাদিনে 130টির পরিবর্তে 122টি মেট্রো চলবে । এই মোট সংখ্যার মধ্যে 61টি পূর্বমুখী এবং 61টি পশ্চিমমুখী ৷

গ্রিন লাইন 2-তে দিনের প্রথম পরিষেবা:

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের জন্য দিনের প্রথম মেট্রো পরিষেবা সকাল 7টায় । সময়ে কোনও পরিবর্তন হয়নি ।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের প্রথম মেট্রো পরিষেবা সকাল 7টায় । সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি ।

গ্রিন লাইন 2-তে দিনের শেষ পরিষেবা:

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 21.45 মিনিটে । সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি ।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 21.45 মিনিটে । সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি ।

পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই পরিষেবা দেওয়া হবে 26 অগস্ট ।

কলকাতা, 23 অগস্ট: আগামী সোমবার অর্থাৎ 26 অগস্ট জন্মাষ্টমী । ওই দিন ব্লু লাইনে কমবে মেট্রোর সংখ্যা । আজ একথা জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ।

আগামী সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বেশিরভাগ স্কুল, কলেজ এবং কিছু অফিস ছুটি । তাই স্বাভাবিকভাবেই মেট্রোর যেটি মেইন লাইন অর্থাৎ নর্থ-সাউথ করিডোর, সেই রুটে অনেক কম সংখ্যক যাত্রী যাতায়াত করবেন । তাই কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে ওই লাইনে পরিষেবার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সাধারণত নর্থ-সাউথ করিডোরে সারাদিনে 288টি মেট্রো পরিষেবা থাকে ৷ তবে জন্মাষ্টমীর দিন সারাদিনে চলবে 234টি পরিষেবা । এই মোট সংখ্যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন ট্রেন চলবে ৷

জন্মাষ্টমীতে ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:

দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6:50 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6:50 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6:55 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 7:00 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

ব্লু লাইনে দিনের শেষ মেট্রো:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:28 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:30 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

রাত 10:40 মিনিটে যে বিশেষ মেট্রো ব্লু লাইনে চালানো হয় কবি সুভাষ থেকে দমদমের মধ্যে, সেটি ওইদিনও নিয়ম মেনেই চলবে ।

গ্রিন লাইন 1

আগামী 26 অগস্ট গ্রিন লাইন 1-এ সারাদিনে 90টি মেট্রো চলাচল করবে ৷ এর মধ্যে 45টি পূর্বমুখী ও 45টি পশ্চিমমুখী । যদিও অন্যান্য দিনে এই লাইনে সারাদিনে 106 মেট্রো পরিষেবা থাকে ।

গ্রিন লাইন 1-এ দিনের প্রথম পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6.55 মিনিটে । সময়ে কোনও পরিবর্তন আনা হয়নি ।

সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 7.05 মিনিটে । সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি ।

গ্রিন লাইন 1-এ দিনের শেষ মেট্রো পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.35 মিনিটে ৷ সময়সূচিতে কোনও পরিবর্তন নেই ৷

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো মিলবে রাত 21.40 মিনিটে । সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি ।

গ্রিন লাইন 2

আগামী 26 অগস্ট গ্রিন লাইন 2-তে সারাদিনে 130টির পরিবর্তে 122টি মেট্রো চলবে । এই মোট সংখ্যার মধ্যে 61টি পূর্বমুখী এবং 61টি পশ্চিমমুখী ৷

গ্রিন লাইন 2-তে দিনের প্রথম পরিষেবা:

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের জন্য দিনের প্রথম মেট্রো পরিষেবা সকাল 7টায় । সময়ে কোনও পরিবর্তন হয়নি ।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের প্রথম মেট্রো পরিষেবা সকাল 7টায় । সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি ।

গ্রিন লাইন 2-তে দিনের শেষ পরিষেবা:

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 21.45 মিনিটে । সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি ।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 21.45 মিনিটে । সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি ।

পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই পরিষেবা দেওয়া হবে 26 অগস্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.