ETV Bharat / state

জলের নীচ দিয়ে মেট্রোর দৌড়েও ধুঁকছে দেশের সবচেয়ে প্রাচীন পাতালরেলের নেটওয়ার্ক - Kolkata Metro Rail - KOLKATA METRO RAIL

Kolkata Metro: চল্লিশ বছর ধরে চলছে ব্লু লাইন বা নর্থ সাউথ মেট্রো নেটওয়ার্ক শহরের অন্যান্য মেট্রো নেটওর্য়াকগুলির মতো ঝাঁ চকচকে এবং অত্যাধুনিক মানের না হলেও পরিষেবার দিক থেকে দেশের মধ্যে সবচেয়ে প্রাচীন । অত্যাধুনিক রেক চালু করা থেকে শুরু করে ট্র্যাক সংস্কার এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়গুলিকে আপগ্রেড করা হলেও কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে মেট্রোর এই অংশে।

Kolkata Metro
ধুঁকছে দেশের সবচেয়ে প্রাচীন মেট্রো নেটওয়ার্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 11:11 PM IST

কলকাতা, 16 এপ্রিল: একই দিনে পর পর দু’বার মেট্রো বিভ্রাট । একবার সকালে এবং আর একবার বিকেলে ৷ দু’টি ক্ষেত্রেই ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাটের ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েন নিত্যাযাত্রী থেকে অফিস যাত্রী ও পড়ুয়ারা ৷ যদিও দু’টি ক্ষেত্রেই খুব এক ঘণ্টার মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যায় ৷

ঘটনা- 1 মঙ্গলবার সকাল সাড়ে 11টা নাগাদ অফিস যাওয়ার সময়ে শোভাবাজার মেট্রো স্টেশনের একটি রেক বিকল হয়ে পড়ে ৷ সেটি ঠিক করে চালু করতে গিয়ে বেশ কাঠ-খড় পোড়াতে হয় মেট্রো রেল কর্মীদের । ফলে ডাউনলাইনে একের পর এক মেট্রো দাঁড়িয়ে পড়ে ৷ বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় পরিষেবা ৷
ঘটনা- 2 এই ঘটনার রেশ কাটাতে না কাটতেই এদিন বিকেলেই ফের মেট্রো বিভ্রাট দেখা দেয় ৷ মহানায়ক উত্তম কুমার এবং কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে নির্মীয়মাণ মেট্রো পিলারে ভায়াডাক্টে হঠাৎ করেই আগুন লেগে যায় ৷ যাত্রী সতর্কমূলক পদক্ষেপ হিসেবে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা মেট্রো রেল পরিষেবা বন্ধ রাখা হয় এর ফলে যাত্রীদের আবারো নাজেহাল হতে হয় বাড়ি ফেরার সময়।

যদিও মেট্রো পরিষেবা বিঘ্নের সমস্যা নতুন নয় ৷ কখনও আত্মহত্যার চেষ্টা আবার কখনও বড়সর যান্ত্রিক গোলযোগ কলকাতা মেট্রো নেটওয়ার্কের নর্থ- সাউথ রুটে নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ যার জেরে ব্যহত হচ্ছে যাত্রী পরিষেবা । কারণ শহর কলকাতার লাইফ লাইন মেট্রো রেল ৷ যদিও মাঝে মধ্যেই পরিষেবার বিঘ্ন ঘটে তবে নিত্য যাত্রীদের দুর্ভোগে পড়তে হতে পারে তা বলাই বাহুল্য।

কলকাতা মেট্রো রেলের তরফে দেওয়া একটি পরিসংখ্যানে বলা হয়েছে মার্চ মাসে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করেছেন প্রায় দেড় লক্ষ মানুষ । উত্তর থেকে দক্ষিণ দ্রুত পৌঁছাতে মানুষের কাছে প্রধান ভরসা হল এই মেট্রো রেল । আর এই রেল পরিশষেবা তেই বারাবার সমস্যার সৃষ্টি হচ্ছে ৷ এই পরিস্থিতিতে নর্থ সাউথ মেট্রো করিডোরের উপরে মানুষের আস্থা যে ধীরে ধীরে উঠতে থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না ।

আরও পড়ুন:

  1. নির্মীয়মাণ পিলারে আগুন, একই দিনে 2 বার বিঘ্নিত কলকাতার মেট্রো পরিষেবা
  2. যান্ত্রিক ত্রুটির কারণে ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা
  3. খুশির ঈদ! বৃহস্পতিতে ব্লু লাইনে কমবে মেট্রোর সংখ্যা

কলকাতা, 16 এপ্রিল: একই দিনে পর পর দু’বার মেট্রো বিভ্রাট । একবার সকালে এবং আর একবার বিকেলে ৷ দু’টি ক্ষেত্রেই ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাটের ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েন নিত্যাযাত্রী থেকে অফিস যাত্রী ও পড়ুয়ারা ৷ যদিও দু’টি ক্ষেত্রেই খুব এক ঘণ্টার মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যায় ৷

ঘটনা- 1 মঙ্গলবার সকাল সাড়ে 11টা নাগাদ অফিস যাওয়ার সময়ে শোভাবাজার মেট্রো স্টেশনের একটি রেক বিকল হয়ে পড়ে ৷ সেটি ঠিক করে চালু করতে গিয়ে বেশ কাঠ-খড় পোড়াতে হয় মেট্রো রেল কর্মীদের । ফলে ডাউনলাইনে একের পর এক মেট্রো দাঁড়িয়ে পড়ে ৷ বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় পরিষেবা ৷
ঘটনা- 2 এই ঘটনার রেশ কাটাতে না কাটতেই এদিন বিকেলেই ফের মেট্রো বিভ্রাট দেখা দেয় ৷ মহানায়ক উত্তম কুমার এবং কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে নির্মীয়মাণ মেট্রো পিলারে ভায়াডাক্টে হঠাৎ করেই আগুন লেগে যায় ৷ যাত্রী সতর্কমূলক পদক্ষেপ হিসেবে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা মেট্রো রেল পরিষেবা বন্ধ রাখা হয় এর ফলে যাত্রীদের আবারো নাজেহাল হতে হয় বাড়ি ফেরার সময়।

যদিও মেট্রো পরিষেবা বিঘ্নের সমস্যা নতুন নয় ৷ কখনও আত্মহত্যার চেষ্টা আবার কখনও বড়সর যান্ত্রিক গোলযোগ কলকাতা মেট্রো নেটওয়ার্কের নর্থ- সাউথ রুটে নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ যার জেরে ব্যহত হচ্ছে যাত্রী পরিষেবা । কারণ শহর কলকাতার লাইফ লাইন মেট্রো রেল ৷ যদিও মাঝে মধ্যেই পরিষেবার বিঘ্ন ঘটে তবে নিত্য যাত্রীদের দুর্ভোগে পড়তে হতে পারে তা বলাই বাহুল্য।

কলকাতা মেট্রো রেলের তরফে দেওয়া একটি পরিসংখ্যানে বলা হয়েছে মার্চ মাসে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করেছেন প্রায় দেড় লক্ষ মানুষ । উত্তর থেকে দক্ষিণ দ্রুত পৌঁছাতে মানুষের কাছে প্রধান ভরসা হল এই মেট্রো রেল । আর এই রেল পরিশষেবা তেই বারাবার সমস্যার সৃষ্টি হচ্ছে ৷ এই পরিস্থিতিতে নর্থ সাউথ মেট্রো করিডোরের উপরে মানুষের আস্থা যে ধীরে ধীরে উঠতে থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না ।

আরও পড়ুন:

  1. নির্মীয়মাণ পিলারে আগুন, একই দিনে 2 বার বিঘ্নিত কলকাতার মেট্রো পরিষেবা
  2. যান্ত্রিক ত্রুটির কারণে ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা
  3. খুশির ঈদ! বৃহস্পতিতে ব্লু লাইনে কমবে মেট্রোর সংখ্যা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.