ETV Bharat / state

250 বছর পূর্ণ করছে ঐতিহাসিক জিপিও, দিনটিকে স্মরণে রাখতে বিশেষ উদ্যোগ - gpo 250 years celebration

Kolkata GPO: কলকাতা জিপিও-র 250 বছর পূর্তিতে বিশেষ লোগো-কভার ৷ আয়োজন করা হয়ে বিশেষ প্রতিযোগিতার ৷ প্রতিযোগিতা শেষে আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের জন্য ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 8:01 PM IST

Updated : Feb 27, 2024, 9:42 PM IST

ঐতিহাসিক জিপিওর আড়াইশো বছর পূর্তি

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ইতিহাস কথা বলে। ক্রমবর্ধমান হলেও ইতিহাস আসলে বর্তমানের কথাই বলে এসেছে । শহরের বুকে ধবধবে সাদা জিপিও দেখলে ফেলে আসা ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। আর দেখতে দেখতে আইকনিক জিপিও এবার পূরণ করবে আড়াইশো বছর । দিনটিকে স্মরণে রাখতেই তাই বিশেষ উদ্যোগ।

মার্চ মাসেই 250 বছর পূর্ণ হচ্ছে জিপিও-র । ক্যানভাস রঙিন করতে তাই কলকাতা জিপিও-র উপর লোগো ও কভার প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। সপ্তাহব্যাপী নানা ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ৷ এছড়াও আগামী 14মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত জিপিও ক্যাম্পাসে ফিলাটেলিক এবং পোস্টাল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

মঙ্গলবার যে লোগো প্রকাশ করা হয়েছে সেখানে ঐতিহাসিক চিত্র তুলে ধরা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে কলকাতা জিপিও ভবনের ঐতিহাসিক গম্বুজ এবং কলকাতার আরেকটি আইকন অর্থাৎ হাওড়া ব্রিজ চিত্রিত করা হয়েছে । গঙ্গার বয়ে চলার সঙ্গে সঙ্গে 250 বছর ধরে জিপিও-র পথচলা ও হাওড়া সেতুর মধ্যে ঐতিহাসিক গুরুত্ব আছে। যে কারণেই লোগোতে হাওড়া ব্রিজকে রাখা হয়েছে । জানিয়েছেন জিপিও-র এক আধিকারিক ৷

এ প্রসঙ্গেই ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নিরজ কুমার বলেন, "শহর কলকাতার বিভিন্ন স্থানে ট্রাম ঘুরবে । দক্ষিণেশ্বর এবং ফেয়ারলি প্লেস-সহ গঙ্গা নদীর ওপারে চলবে প্রদর্শনি। জিপিও-র উপর বিশেষ কভার, ছবি, পোস্টকার্ড প্রকাশ, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি এবং ভাস্কর্য ডিজাইনিং প্রতিযোগিতা, হেরিটেজ ওয়াক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। কারণ, আড়াইশ বছর ধরে মানুষের পরিষেবা দিয়ে আসছে এই জিপিও।"

পোস্ট অফিসের ইতিহাস:

1774 সালের 31শে মার্চ কলকাতা পোস্ট অফিসের প্রতিষ্ঠা হয় ৷ তৎকালীন বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিলেন ৷ তবে এই বিল্ডিং নির্মাণের সময় 1774 থেকে 1868 সালের মধ্যে বর্তমান জিপিও বিল্ডিং নির্মাণের আগে পর্যন্ত পুরনো জিপিও একাধিকবার স্থানান্তিরিত করা হয়েছে ৷ যা 1868 সালে 2 অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল । কলকাতা জিপিও হল কলকাতা শহরের পাশাপাশি ডাক বিভাগের প্রাচীনতম এবং সবচেয়ে আইকনিক ভবনগুলির মধ্যে একটি।

আরও পড়ুন:

  1. পোস্ট অফিসগুলির বেসরকারিকরণ করছে না কেন্দ্র, বিরোধীদের দাবি উড়িয়ে জানালেন অশ্বীনি বৈষ্ণব
  2. অধ্যক্ষের টেবিল পোস্ট অফিস নয়, বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে পালটা বিমান
  3. এলাকার একমাত্র পোস্ট অফিসে নেই ডাক টিকিট, সমস্যায় জয়নগর মজিলপুরের বাসিন্দারা

ঐতিহাসিক জিপিওর আড়াইশো বছর পূর্তি

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ইতিহাস কথা বলে। ক্রমবর্ধমান হলেও ইতিহাস আসলে বর্তমানের কথাই বলে এসেছে । শহরের বুকে ধবধবে সাদা জিপিও দেখলে ফেলে আসা ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। আর দেখতে দেখতে আইকনিক জিপিও এবার পূরণ করবে আড়াইশো বছর । দিনটিকে স্মরণে রাখতেই তাই বিশেষ উদ্যোগ।

মার্চ মাসেই 250 বছর পূর্ণ হচ্ছে জিপিও-র । ক্যানভাস রঙিন করতে তাই কলকাতা জিপিও-র উপর লোগো ও কভার প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। সপ্তাহব্যাপী নানা ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ৷ এছড়াও আগামী 14মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত জিপিও ক্যাম্পাসে ফিলাটেলিক এবং পোস্টাল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

মঙ্গলবার যে লোগো প্রকাশ করা হয়েছে সেখানে ঐতিহাসিক চিত্র তুলে ধরা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে কলকাতা জিপিও ভবনের ঐতিহাসিক গম্বুজ এবং কলকাতার আরেকটি আইকন অর্থাৎ হাওড়া ব্রিজ চিত্রিত করা হয়েছে । গঙ্গার বয়ে চলার সঙ্গে সঙ্গে 250 বছর ধরে জিপিও-র পথচলা ও হাওড়া সেতুর মধ্যে ঐতিহাসিক গুরুত্ব আছে। যে কারণেই লোগোতে হাওড়া ব্রিজকে রাখা হয়েছে । জানিয়েছেন জিপিও-র এক আধিকারিক ৷

এ প্রসঙ্গেই ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নিরজ কুমার বলেন, "শহর কলকাতার বিভিন্ন স্থানে ট্রাম ঘুরবে । দক্ষিণেশ্বর এবং ফেয়ারলি প্লেস-সহ গঙ্গা নদীর ওপারে চলবে প্রদর্শনি। জিপিও-র উপর বিশেষ কভার, ছবি, পোস্টকার্ড প্রকাশ, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি এবং ভাস্কর্য ডিজাইনিং প্রতিযোগিতা, হেরিটেজ ওয়াক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। কারণ, আড়াইশ বছর ধরে মানুষের পরিষেবা দিয়ে আসছে এই জিপিও।"

পোস্ট অফিসের ইতিহাস:

1774 সালের 31শে মার্চ কলকাতা পোস্ট অফিসের প্রতিষ্ঠা হয় ৷ তৎকালীন বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিলেন ৷ তবে এই বিল্ডিং নির্মাণের সময় 1774 থেকে 1868 সালের মধ্যে বর্তমান জিপিও বিল্ডিং নির্মাণের আগে পর্যন্ত পুরনো জিপিও একাধিকবার স্থানান্তিরিত করা হয়েছে ৷ যা 1868 সালে 2 অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল । কলকাতা জিপিও হল কলকাতা শহরের পাশাপাশি ডাক বিভাগের প্রাচীনতম এবং সবচেয়ে আইকনিক ভবনগুলির মধ্যে একটি।

আরও পড়ুন:

  1. পোস্ট অফিসগুলির বেসরকারিকরণ করছে না কেন্দ্র, বিরোধীদের দাবি উড়িয়ে জানালেন অশ্বীনি বৈষ্ণব
  2. অধ্যক্ষের টেবিল পোস্ট অফিস নয়, বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে পালটা বিমান
  3. এলাকার একমাত্র পোস্ট অফিসে নেই ডাক টিকিট, সমস্যায় জয়নগর মজিলপুরের বাসিন্দারা
Last Updated : Feb 27, 2024, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.