রাত 10টা 10 মিনিট ৷ মিছিল এসে পৌঁছলো ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন মঞ্চে। সোদপুর থেকে শুরু হয়েছিল এই মিছিল। আরজি কর হাসপাতালের নির্যাতিত মহিলা চিকিৎসকের মা-বাবার সংহতিতে শুরু হয়েছিল ন্যায়বিচার যাত্রা । শেষ হল জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার অনশন মঞ্চে। সাধারণ মানুষ, সিনিয়র চিকিৎসকরা এই মিছিলে এদিন পা মেলান।
LIVE UPDATES: অনশন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আসার ডাক মুখ্যসচিবের - JUNIOR DOCTORS HUNGER STRIKE
![LIVE UPDATES: অনশন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আসার ডাক মুখ্যসচিবের junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/1200-675-22714488-thumbnail-16x9-gif1.gif?imwidth=3840)
![ETV Bharat Bangla Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Oct 19, 2024, 2:53 PM IST
|Updated : Oct 19, 2024, 10:58 PM IST
ধর্মতলার জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে ফোনে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারির পর দিনই অনশনমঞ্চে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার তাঁর সঙ্গে যান স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ৷ তাঁদের সঙ্গে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখ্যোপাধ্যায় ৷ মুখ্যসচিবের মাধ্যমে ফোনে বার্তা মুখ্যমন্ত্রীর ৷ অনশন আন্দোলন থেকে সরে আসার আর্জি মুখ্যমন্ত্রীর ৷ তিনি বলেন, ‘‘অনশন তুলতে অনুরোধ করছি। আপনারা আলোচনায় বসুন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। প্রায় সব ক’টিই দাবি পূরণ হয়েছে। 3 থেকে 4 মাস সময় দিন। হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।’’
LIVE FEED
রাত 10টা 10 মিনিটে ধর্মতলায় অনশন মঞ্চে এসে পৌঁছল ন্যায়বিচার যাত্রা
![doctors rally](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii77897.jpg)
ফের জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের
অনশন তুলে জুনিয়র ডাক্তারদের বৈঠকে আসার জন্য ইমেল করলে মুখ্যসচিব মনোজ পন্ত ৷ সোমবার নবান্নের সভাঘরে বিকেল পাঁচটার সময় তাঁদের 10 দফা দাবি নিয়ে বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি। সময় বেঁধে দিয়েছেন। সাড়ে 4টের মধ্যে সকল জুনিয়র চিকিৎসকদের নবান্নের মধ্যে পৌঁছতে হবে বলেই ইমেলে জানিয়েছেন মুখ্যসচিব।
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_987987.jpg)
শ্যামবাজারে পৌঁছল ন্যায়বিচার যাত্রা
সন্ধ্যা 7টা 50 ৷ জুনিয়র চিকিৎসকের পদযাত্রা এসে পৌঁছলো শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। গন্তব্য ধর্মতলার অনশন মঞ্চ। এরপর কলেজ স্কোয়ার থেকে ঘুরে তারা এগিয়ে যাবেন ধর্মতলার উদ্দেশ্যে। ইতিমধ্যেই তাদের মিছিলে যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষ।
![Doctors Rally](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_shyam.jpg)
সিঁথির মোড়ে এসে পৌঁছল ন্যায়বিচার যাত্রা
ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাড়ে 6টা ৷ সিঁথির মোড়ে এসে পৌঁছলো জুনিয়র চিকিৎসকদের ডাকা ন্যায়বিচার যাত্রা। সোদপুর থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত এই মিছিলে চিকিৎসকদের পাশাপশি যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষ।
![junior doctors rally](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_sithi.jpg)
ডানলপ ক্রসিংয়ে ন্যায়বিচার যাত্রার মিছিল
ন্যায়বিচার যাত্রার মিছিল এসে পৌঁছল ডানলপ ক্রসিংয়ে ৷ স্তব্ধ বিটি রোড ৷ হাজার হাজার মানুষ এই মিছিলে পা-মিলিয়েছে ৷ বিচরের দাবিতে দিচ্ছেন স্লোগান ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_5.jpg)
সোদপুর বিটি রোডে পৌঁছল 'ন্যায়বিচার যাত্রার' মিছিল
সোদপুরের এইচবি টাউন থেকে শুরু হওয়া 'ন্যায়বিচার যাত্রার' এসে পৌঁছল সোদপুর বিটি রোডে ৷ মিছিলে যোগ দিয়েছেন পথচলতি সাধারণ মানুষ ৷ এই ন্যায়বিচার যাত্রা শেষ হবে ধর্মতলায় অনশন মঞ্চে রাত 9:30টায় ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii887911111797897989874651320.jpg)
দাবি মেনে নিলে আমরা এখনই কাজে ফিরব: জুনিয়র ডাক্তাররা
আমাদের 10 দফা দাবি মেনে নিলে আমরা এখনই কাজে ফিরব ৷ খুব বেদনাদায়কভাবে আমরা জানাচ্ছি, মুখ্যমন্ত্রী জানেন না আমাদের দাবিগুলি ৷ আমরা প্রথম দিন থেকে এই দাবিগুলোকেই সামনে রেখেছি ৷ তাহলে কেন তিনি জানেন না ? ওনাকে কি তাহলে জানানো হচ্ছে না ৷ কেন মাননীয়া জানাচ্ছেন, দাবি উনি জানেন না ? আমাদের এতকষ্ট, কিছুই কি উনি জানেন না ?
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii88791111179789798.jpg)
মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে বার্তালাপ অনভিপ্রেত
মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে বার্তালাপ অনভিপ্রেত বলে মনে করেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের বক্তব্য, আমরা কাজে ফিরতে চাই ৷ আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক ৷ দাবি পূরণ না-হলে অনশন চলবে ৷ হঠাৎ করে অনশনে বসিনি ৷ অনশনে বসতে বাধ্য হয়েছি ৷ জটিলতার দ্রুত সমাধাম চাই ৷ আমাদের 10 দফা দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর ৷ আমরা মনক্ষুণ্ণ হয়েছি ৷
জুনিয়র চিকিৎসকদের দাবি, মুখ্যমন্ত্রী ফোনে কথা বলতে বলতে ধৈর্য হারাচ্ছেন ৷ এখনও অনেককথাই ওনার অজানা ৷ আমরা সকলে এখনও দাবিতে অনড় ৷ মাননীয়ার কথায় মনে হয়েছে আমাদের দাবি ওনার কাছে স্পষ্ট হয়নি ৷ পরবর্তী মিটিংয়ের দিকে তাকিয়ে রয়েছি ৷ আশা রাখছি ৷ আমরা নিশ্চয়ই সেদিন সব বলব ৷ ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_junior-do.jpg)
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনশনকারী চিকিৎসক পুলস্ত্য আচার্য
নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 7 দিনের মাথায় ছাড়া পেলেন অনশনকারী চিকিৎসক পুলস্ত্য আচার্য। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, এই মুহূর্তে বাড়ি যাবেন । তবে দিন কয়েকের মধ্যে আবারও আন্দোলন মঞ্চে ফিরে আসবেন ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii8879.jpg)
সোদপুর এইচবি টাউন থেকে শুরু ন্যায়বিচার যাত্রা
সোদপুরের এইচবি টাউন থেকে শুরু হওয়া 'ন্যায়বিচার যাত্রার' সূচনা করলেন আরজি করে নির্যাতিতা চিকিৎসক তরুণীর বাবা-মা। নিহত চিকিৎসক পড়ুয়ার সুবিচারের দাবিতে শনিবার নির্যাতিতার বাড়ি সোদপুরের এইচবি টাউন থেকে কলকাতার ধর্মতলা পর্যন্ত 'ন্যায়বিচার যাত্রা'-র ডাক দিয়েছিল আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।সেই কর্মসূচিতে নাগরিক সমাজকে সামিল হওয়ার আহ্বানও জানিয়েছিলেন তাঁরা। সেই মতো এদিন 'ন্যায়বিচার যাত্রায়' সামিল হন নাগরিক সমাজ। শুধু তাই নয়,জুনিয়র ডাক্তারদের আহ্বানে সাড়া দিয়ে সেই কর্মসূচিতে সামিল হয়েছিলেন নির্যাতিতা ছাত্রীর বাবা-মাও। কর্মসূচির ফাঁকে তাঁরা বলেন,"আমার মেয়ের জন্য এঁরা কষ্ট করছে এবং আমাদের দাবি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এটা দেখে ভালো লাগছে। এটা একটা শুভ ইঙ্গিত।" চলতি পথে অপেক্ষারত আরও অনেকে। মিছিল যত এগোচ্ছে, ভিড় ও মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ক্রমশ বাড়ছে ৷ সোদপুর এইচবি টাউন থেকে শুরু হওয়া এই ন্যায়বিচার যাত্রা শেষ হবে ধর্মতলায় অনশন মঞ্চে রাত 9:30টায় ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_doc_djbkdflh.jpg)
আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস মুখ্যসচিবের
এর আগে একাধাকিবার মুখ্যসচিবের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ কিন্তু সমাধানের রাস্তা খোলেনি ৷ এদিন ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে দুপুরে পৌঁছে যান তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিবও ৷ সেখান থেকে ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের কথা বলিয়ে দেন মুখ্যসচিব ৷ তাঁর পর তিনি জানান, মুখ্যমন্ত্রীর কথা মতো সোমবার বিকেলে নবান্নে বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে ৷ আশকরি সমাধানের পথ বেরিয়ে আসবে ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii77.jpg)
আন্দোলনকারীদের স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবি নাকচ করলেন মুখ্যমন্ত্রী
15 দিন অনশন চলছে ৷ 10 দফা দাবি আদায়ে অনড় জুনিয়র চিকিৎসকরা ৷ ধর্নাস্থল থেকে স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবি, জুনিয়র চিকিৎসকদের ৷ স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি নাকচ করলেন মুখ্যমন্ত্রী ৷ নির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত হবে ৷ পাল্টা দাবি মানলেই তবেই অনশন শেষ হবে ৷ পাশাপাশি হাসপাতালে সিভিকের বদলে স্থায়ী পুলিশের দাবি অনশনকারীদের ৷ এছাড়াও সরকারি হাসপাতালগুলিতে বেড ভ্যাকেন্সির ডিজিটাল ডিসপ্লের দাবি ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii887911.jpg)
সোমবার বিকেলে 5টায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সময় দিলেন মুখ্যমন্ত্রী
ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় তাঁর সঙ্গে আলোচনায় বসার আর্জি জানান অনশনকারী চিকিৎসকরা ৷ এর পরেই সোমবার বিকেল 5টায় নবান্নে বৈঠকের সময় দেন মুখ্যমন্ত্রী। তবে আন্দোলনকারীদের তরফে 10 জনের বেশি প্রতিনিধি যেন নবান্নে না যান, তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব, ফোনে বার্তা মুখ্যমন্ত্রীর
ধর্মতলায় জুনিয়র চিকিৎসদের 15 দিনের অনশন মঞ্চে শনিবার দুপুর 2টো নাগাদ পৌঁছে যান রাজ্যের রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ৷ তখনই অনশনরত জুনিয়রদের চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷
ধর্মতলার জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে ফোনে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারির পর দিনই অনশনমঞ্চে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার তাঁর সঙ্গে যান স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ৷ তাঁদের সঙ্গে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখ্যোপাধ্যায় ৷ মুখ্যসচিবের মাধ্যমে ফোনে বার্তা মুখ্যমন্ত্রীর ৷ অনশন আন্দোলন থেকে সরে আসার আর্জি মুখ্যমন্ত্রীর ৷ তিনি বলেন, ‘‘অনশন তুলতে অনুরোধ করছি। আপনারা আলোচনায় বসুন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। প্রায় সব ক’টিই দাবি পূরণ হয়েছে। 3 থেকে 4 মাস সময় দিন। হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।’’
LIVE FEED
রাত 10টা 10 মিনিটে ধর্মতলায় অনশন মঞ্চে এসে পৌঁছল ন্যায়বিচার যাত্রা
রাত 10টা 10 মিনিট ৷ মিছিল এসে পৌঁছলো ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন মঞ্চে। সোদপুর থেকে শুরু হয়েছিল এই মিছিল। আরজি কর হাসপাতালের নির্যাতিত মহিলা চিকিৎসকের মা-বাবার সংহতিতে শুরু হয়েছিল ন্যায়বিচার যাত্রা । শেষ হল জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার অনশন মঞ্চে। সাধারণ মানুষ, সিনিয়র চিকিৎসকরা এই মিছিলে এদিন পা মেলান।
![doctors rally](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii77897.jpg)
ফের জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের
অনশন তুলে জুনিয়র ডাক্তারদের বৈঠকে আসার জন্য ইমেল করলে মুখ্যসচিব মনোজ পন্ত ৷ সোমবার নবান্নের সভাঘরে বিকেল পাঁচটার সময় তাঁদের 10 দফা দাবি নিয়ে বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি। সময় বেঁধে দিয়েছেন। সাড়ে 4টের মধ্যে সকল জুনিয়র চিকিৎসকদের নবান্নের মধ্যে পৌঁছতে হবে বলেই ইমেলে জানিয়েছেন মুখ্যসচিব।
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_987987.jpg)
শ্যামবাজারে পৌঁছল ন্যায়বিচার যাত্রা
সন্ধ্যা 7টা 50 ৷ জুনিয়র চিকিৎসকের পদযাত্রা এসে পৌঁছলো শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। গন্তব্য ধর্মতলার অনশন মঞ্চ। এরপর কলেজ স্কোয়ার থেকে ঘুরে তারা এগিয়ে যাবেন ধর্মতলার উদ্দেশ্যে। ইতিমধ্যেই তাদের মিছিলে যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষ।
![Doctors Rally](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_shyam.jpg)
সিঁথির মোড়ে এসে পৌঁছল ন্যায়বিচার যাত্রা
ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাড়ে 6টা ৷ সিঁথির মোড়ে এসে পৌঁছলো জুনিয়র চিকিৎসকদের ডাকা ন্যায়বিচার যাত্রা। সোদপুর থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত এই মিছিলে চিকিৎসকদের পাশাপশি যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষ।
![junior doctors rally](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_sithi.jpg)
ডানলপ ক্রসিংয়ে ন্যায়বিচার যাত্রার মিছিল
ন্যায়বিচার যাত্রার মিছিল এসে পৌঁছল ডানলপ ক্রসিংয়ে ৷ স্তব্ধ বিটি রোড ৷ হাজার হাজার মানুষ এই মিছিলে পা-মিলিয়েছে ৷ বিচরের দাবিতে দিচ্ছেন স্লোগান ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_5.jpg)
সোদপুর বিটি রোডে পৌঁছল 'ন্যায়বিচার যাত্রার' মিছিল
সোদপুরের এইচবি টাউন থেকে শুরু হওয়া 'ন্যায়বিচার যাত্রার' এসে পৌঁছল সোদপুর বিটি রোডে ৷ মিছিলে যোগ দিয়েছেন পথচলতি সাধারণ মানুষ ৷ এই ন্যায়বিচার যাত্রা শেষ হবে ধর্মতলায় অনশন মঞ্চে রাত 9:30টায় ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii887911111797897989874651320.jpg)
দাবি মেনে নিলে আমরা এখনই কাজে ফিরব: জুনিয়র ডাক্তাররা
আমাদের 10 দফা দাবি মেনে নিলে আমরা এখনই কাজে ফিরব ৷ খুব বেদনাদায়কভাবে আমরা জানাচ্ছি, মুখ্যমন্ত্রী জানেন না আমাদের দাবিগুলি ৷ আমরা প্রথম দিন থেকে এই দাবিগুলোকেই সামনে রেখেছি ৷ তাহলে কেন তিনি জানেন না ? ওনাকে কি তাহলে জানানো হচ্ছে না ৷ কেন মাননীয়া জানাচ্ছেন, দাবি উনি জানেন না ? আমাদের এতকষ্ট, কিছুই কি উনি জানেন না ?
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii88791111179789798.jpg)
মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে বার্তালাপ অনভিপ্রেত
মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে বার্তালাপ অনভিপ্রেত বলে মনে করেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের বক্তব্য, আমরা কাজে ফিরতে চাই ৷ আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক ৷ দাবি পূরণ না-হলে অনশন চলবে ৷ হঠাৎ করে অনশনে বসিনি ৷ অনশনে বসতে বাধ্য হয়েছি ৷ জটিলতার দ্রুত সমাধাম চাই ৷ আমাদের 10 দফা দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর ৷ আমরা মনক্ষুণ্ণ হয়েছি ৷
জুনিয়র চিকিৎসকদের দাবি, মুখ্যমন্ত্রী ফোনে কথা বলতে বলতে ধৈর্য হারাচ্ছেন ৷ এখনও অনেককথাই ওনার অজানা ৷ আমরা সকলে এখনও দাবিতে অনড় ৷ মাননীয়ার কথায় মনে হয়েছে আমাদের দাবি ওনার কাছে স্পষ্ট হয়নি ৷ পরবর্তী মিটিংয়ের দিকে তাকিয়ে রয়েছি ৷ আশা রাখছি ৷ আমরা নিশ্চয়ই সেদিন সব বলব ৷ ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_junior-do.jpg)
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনশনকারী চিকিৎসক পুলস্ত্য আচার্য
নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 7 দিনের মাথায় ছাড়া পেলেন অনশনকারী চিকিৎসক পুলস্ত্য আচার্য। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, এই মুহূর্তে বাড়ি যাবেন । তবে দিন কয়েকের মধ্যে আবারও আন্দোলন মঞ্চে ফিরে আসবেন ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii8879.jpg)
সোদপুর এইচবি টাউন থেকে শুরু ন্যায়বিচার যাত্রা
সোদপুরের এইচবি টাউন থেকে শুরু হওয়া 'ন্যায়বিচার যাত্রার' সূচনা করলেন আরজি করে নির্যাতিতা চিকিৎসক তরুণীর বাবা-মা। নিহত চিকিৎসক পড়ুয়ার সুবিচারের দাবিতে শনিবার নির্যাতিতার বাড়ি সোদপুরের এইচবি টাউন থেকে কলকাতার ধর্মতলা পর্যন্ত 'ন্যায়বিচার যাত্রা'-র ডাক দিয়েছিল আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।সেই কর্মসূচিতে নাগরিক সমাজকে সামিল হওয়ার আহ্বানও জানিয়েছিলেন তাঁরা। সেই মতো এদিন 'ন্যায়বিচার যাত্রায়' সামিল হন নাগরিক সমাজ। শুধু তাই নয়,জুনিয়র ডাক্তারদের আহ্বানে সাড়া দিয়ে সেই কর্মসূচিতে সামিল হয়েছিলেন নির্যাতিতা ছাত্রীর বাবা-মাও। কর্মসূচির ফাঁকে তাঁরা বলেন,"আমার মেয়ের জন্য এঁরা কষ্ট করছে এবং আমাদের দাবি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এটা দেখে ভালো লাগছে। এটা একটা শুভ ইঙ্গিত।" চলতি পথে অপেক্ষারত আরও অনেকে। মিছিল যত এগোচ্ছে, ভিড় ও মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ক্রমশ বাড়ছে ৷ সোদপুর এইচবি টাউন থেকে শুরু হওয়া এই ন্যায়বিচার যাত্রা শেষ হবে ধর্মতলায় অনশন মঞ্চে রাত 9:30টায় ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_doc_djbkdflh.jpg)
আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস মুখ্যসচিবের
এর আগে একাধাকিবার মুখ্যসচিবের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ কিন্তু সমাধানের রাস্তা খোলেনি ৷ এদিন ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে দুপুরে পৌঁছে যান তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিবও ৷ সেখান থেকে ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের কথা বলিয়ে দেন মুখ্যসচিব ৷ তাঁর পর তিনি জানান, মুখ্যমন্ত্রীর কথা মতো সোমবার বিকেলে নবান্নে বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে ৷ আশকরি সমাধানের পথ বেরিয়ে আসবে ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii77.jpg)
আন্দোলনকারীদের স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবি নাকচ করলেন মুখ্যমন্ত্রী
15 দিন অনশন চলছে ৷ 10 দফা দাবি আদায়ে অনড় জুনিয়র চিকিৎসকরা ৷ ধর্নাস্থল থেকে স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবি, জুনিয়র চিকিৎসকদের ৷ স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি নাকচ করলেন মুখ্যমন্ত্রী ৷ নির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত হবে ৷ পাল্টা দাবি মানলেই তবেই অনশন শেষ হবে ৷ পাশাপাশি হাসপাতালে সিভিকের বদলে স্থায়ী পুলিশের দাবি অনশনকারীদের ৷ এছাড়াও সরকারি হাসপাতালগুলিতে বেড ভ্যাকেন্সির ডিজিটাল ডিসপ্লের দাবি ৷
![junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22714488_wb_ii887911.jpg)
সোমবার বিকেলে 5টায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সময় দিলেন মুখ্যমন্ত্রী
ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় তাঁর সঙ্গে আলোচনায় বসার আর্জি জানান অনশনকারী চিকিৎসকরা ৷ এর পরেই সোমবার বিকেল 5টায় নবান্নে বৈঠকের সময় দেন মুখ্যমন্ত্রী। তবে আন্দোলনকারীদের তরফে 10 জনের বেশি প্রতিনিধি যেন নবান্নে না যান, তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব, ফোনে বার্তা মুখ্যমন্ত্রীর
ধর্মতলায় জুনিয়র চিকিৎসদের 15 দিনের অনশন মঞ্চে শনিবার দুপুর 2টো নাগাদ পৌঁছে যান রাজ্যের রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ৷ তখনই অনশনরত জুনিয়রদের চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷