কলকাতা, 13 অগস্ট: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার বিক্ষোভের আগুন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে ৷ তাঁকে কিছুতেই নয়া অধ্যক্ষ হিসেবে মানছেন না সেখানকার ডাক্তারি পড়ুয়ারা ৷ সন্দীপ ঘোষকে 'পচা আলুর বস্তা' বলে কটাক্ষ করেছেন তাঁরা ৷ পাশাপাশি আরজি করের নির্যাতিতার পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷
আরজি কর হাসপাতালের চিকিৎসক-ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে সোমবার সকালে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ ৷ তবে বিকেলেই জানানো হয় যে, তিনিই এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেবেন ৷ এতেই ক্ষোভ চরমে ওঠে এই হাসপাতালের ডাক্তারি-পড়ুয়াদের ৷ তাঁদের কটাক্ষ, "ন্যাশনাল মেডিক্যাল কলেজ ডাম্পিং গ্রাউন্ড নয়, পচা আলুকে বস্তা থেকে ফেলে দিন । বস্তা বদলের দরকার কী ?"
বিক্ষোভকারীরা চান পূর্বের অধ্যক্ষ অজয় রায়ই তাঁর পদে বহাল থাকুন । তাঁরা কোনওভাবেই সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মেনে নিতে নারাজ ৷ একইসঙ্গে, আরজি করের ঘটনায় 6 দফা দাবিতে সরব হয়েছেন তাঁরা ৷ ইতিমধ্যে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক স্বৰ্ণকমল সাহা ও রাজ্যের মন্ত্রী জাভেদ খানের কাছে এই দাবি তুলে ধরেছেন বিক্ষোভকারীরা । যেখানে তাঁরা নির্যাতিতার পরিবারকে কমপক্ষে এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার দাবিও জানিয়েছেন ।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আজ কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে সকাল দশটা নাগাদ দায়িত্ব নেওয়ার কথা ছিল । যদিও এই খবর লেখা পর্যন্ত তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে দেখা যায়নি । তবে, সকাল সাড়ে 9টার পরে কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক স্বৰ্ণকমল সাহা ও রাজ্যের মন্ত্রী জাভেদ খান ঘটনাস্থলে আসেন । তাঁদের দেখে গো ব্যাক স্লোগান দেন পড়ুয়ারা । তাঁদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও বিধায়ক । তাঁরা পড়ুয়াদের বোঝানোরও চেষ্টা করেন । কিন্তু, নিজেদের দাবিতে অনড় থাকা পড়ুয়াদের সঙ্গে দীর্ঘ 40-45 মিনিট কথা বলার পর বেরিয়ে যান মন্ত্রী ও বিধায়ক ।
এদিকে, তাঁরা চলে যাওয়ার পর কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পুলিশি নিরাপত্তা বেড়েছে । বিক্ষোভরত পড়ুয়ারা এখন সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলতে নারাজ । এমনকি, কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দিতেও নারাজ । হাসপাতাল প্রাঙ্গণে চলছে স্লোগান ৷ নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তাঁরা সংবাদমাধ্যমকে জানাবেন বলে জানিয়েছেন ।
কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের বিক্ষোভরত পড়ুয়াদের 6 দফা দাবি:
1) আর জি করের ঘটনায় দোষীদের চিহ্নিত করে নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করতে হবে । বিচারবিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে ।
2) নির্যাতিতার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ।
3) দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করতে হবে ।
4) আরজি করের প্রিন্সিপাল এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পদাধিকারীদের অপসারণ করা যাবে না ।
5) এই ঘটনা নিয়ে যাঁরা সামাজিক মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করছেন, তাঁদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
6) ঘটনার প্রতিবাদে যে সমস্ত ডাক্তাররা আরজি করে প্রতিবাদ আন্দোলনের সামিল হয়েছেন, তাঁদের মধ্যে অনেককেই মারধর করেছে কলকাতা পুলিশ । তাঁদের হেনস্থা করা হয়েছে । অবিলম্বে কলকাতা পুলিশকে এ বিষয়ে লিখিত ক্ষমা চাইতে হবে ।