ETV Bharat / state

তীব্র হচ্ছে আন্দোলন ! ধর্মতলায় আমরণ অনশনে যোগ আরও দুই জুনিয়র ডাক্তারের - KOLKATA DOCTOR RAPE AND MURDER

শুক্রবার অনশনে যোগ দিলেন আরও দু'জন জুনিয়র চিকিৎসক। সব মিলিয়ে এবার অনশনে থাকছেন 9 জন জুনিয়র চিকিৎসক।

junior doctors joins hunger strike
ধর্মতলায় আমরণ অনশনে যোগ আরও দুই জুনিয়র ডাক্তারের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 9:22 AM IST

কলকাতা, 12 অক্টোবর: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে ! অনিকেত মাহাতো অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলেও অনশনকারী চিকিৎসকদের সংখ্যাটা কমছে না ৷ অনশন আন্দোলনে যোগ দিলেন আরও দু'জন জুনিয়র চিকিৎসক। শুক্রবার অনশনে যোগ দিলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। সব মিলিয়ে এবার অনশনে থাকছেন 9 জন জুনিয়র চিকিৎসক। পরিচয় পণ্ডা শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র চিকিৎসক। অন্যদিকে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক আলোলিকা ঘোড়ুইও যোগ দিয়েছেন অনশনে ৷ পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়র চিকিৎসকও আমরণ অনশন করছেন।

শুক্রবার রাতে ধর্মতলায় ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর তরফে জানানো হয়, আরও দুই জন জুনিয়র চিকিৎসক আমরণ অনশন শুরু করছেন। তাঁদের একজন হলেন শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরিচয় পণ্ডা । অপরজনের নাম আলোলিকা ঘোড়ুই, তিনি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি। এই দিন জুনিয়র চিকিৎসকরা একটা বিষয় স্পষ্ট করে দেন যে, যত দিন পর্যন্ত রাজ্য সরকার তাঁদের দাবি মেটাচ্ছেন, তত দিন এ ভাবেই জীবনকে বাজি রেখে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

শনিবার রাত সাড়ে 8টা থেকে 10 দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের 6 জন জুনিয়র চিকিৎসক। স্নিগ্ধা ছাড়াও সেই তালিকায় রয়েছেন সায়ন্তনী ঘোষ হাজরা, তনয়া পাঁজা, অর্ণব মুখোপাধ্যায়, অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য। রবিবার আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো অনশনে যোগ দিয়েছিলেন। তবে বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনিকেতকে আরজি কর হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়। অনিকেতের হাসপাতালে ভর্তি হওয়ার পর আপাতত অনশনকারীর চিকিৎসকদের তালিকায় আরজি করের কেউ নেই ৷

গত মাস দু’য়েক ধরেই আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য-সহ গোটা দেশ। আঙুল উঠেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নানা ত্রুটি ও দুর্নীতির দিকেও। দফায় দফায় সরকার পক্ষের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হলেও তাকে এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি ৷ সব মিলিয়ে এই অচলাবস্থা কবে কাটবে, সেই উত্তর পেতে চাইছেন রাজ্যের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ ৷

আরও পড়ুন
অনশনে পরিস্থিতি গুরুতর, হস্তক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ফের মুখ খুললেন কল্যাণ, এবার কী বললেন তিনি?

কলকাতা, 12 অক্টোবর: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে ! অনিকেত মাহাতো অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলেও অনশনকারী চিকিৎসকদের সংখ্যাটা কমছে না ৷ অনশন আন্দোলনে যোগ দিলেন আরও দু'জন জুনিয়র চিকিৎসক। শুক্রবার অনশনে যোগ দিলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। সব মিলিয়ে এবার অনশনে থাকছেন 9 জন জুনিয়র চিকিৎসক। পরিচয় পণ্ডা শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র চিকিৎসক। অন্যদিকে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক আলোলিকা ঘোড়ুইও যোগ দিয়েছেন অনশনে ৷ পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়র চিকিৎসকও আমরণ অনশন করছেন।

শুক্রবার রাতে ধর্মতলায় ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর তরফে জানানো হয়, আরও দুই জন জুনিয়র চিকিৎসক আমরণ অনশন শুরু করছেন। তাঁদের একজন হলেন শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরিচয় পণ্ডা । অপরজনের নাম আলোলিকা ঘোড়ুই, তিনি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি। এই দিন জুনিয়র চিকিৎসকরা একটা বিষয় স্পষ্ট করে দেন যে, যত দিন পর্যন্ত রাজ্য সরকার তাঁদের দাবি মেটাচ্ছেন, তত দিন এ ভাবেই জীবনকে বাজি রেখে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

শনিবার রাত সাড়ে 8টা থেকে 10 দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের 6 জন জুনিয়র চিকিৎসক। স্নিগ্ধা ছাড়াও সেই তালিকায় রয়েছেন সায়ন্তনী ঘোষ হাজরা, তনয়া পাঁজা, অর্ণব মুখোপাধ্যায়, অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য। রবিবার আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো অনশনে যোগ দিয়েছিলেন। তবে বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনিকেতকে আরজি কর হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়। অনিকেতের হাসপাতালে ভর্তি হওয়ার পর আপাতত অনশনকারীর চিকিৎসকদের তালিকায় আরজি করের কেউ নেই ৷

গত মাস দু’য়েক ধরেই আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য-সহ গোটা দেশ। আঙুল উঠেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নানা ত্রুটি ও দুর্নীতির দিকেও। দফায় দফায় সরকার পক্ষের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হলেও তাকে এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি ৷ সব মিলিয়ে এই অচলাবস্থা কবে কাটবে, সেই উত্তর পেতে চাইছেন রাজ্যের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ ৷

আরও পড়ুন
অনশনে পরিস্থিতি গুরুতর, হস্তক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ফের মুখ খুললেন কল্যাণ, এবার কী বললেন তিনি?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.