কলকাতা, 22 মে: সপ্তম দফায় কলকাতা ও বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট ৷ তার আগে ফের প্রশাসনিক স্তরে রদবদল ৷ এবার সরানো হল কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক ড. রশ্মি কামাল ও বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যিয়া লঙ্গনাথানকে । এই মর্মে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।
ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উলেখ্য করা রয়েছে, কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক ডঃ রশ্মি কামাল ও বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যিয়া লঙ্গনাথান, এই দুই আধিকারিককে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে । তাঁদের পরবর্তী বদলি এমন জায়গায় করতে হবে যাতে তারা লোকসভা নির্বাচনের কোন কাজের সঙ্গে যুক্ত থাকতে না পারেন ।
এর পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, এই দুজন আধিকারিকের জায়গায় যাঁদের নিযুক্ত করা হবে সেরকম তিনজনের নামের প্যানেল আজ বেলা 3টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। জানা গিয়েছে, এই নামগুলি মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে এলে সেগুলিকে দিল্লিতে চূড়ান্ত সিলমোহরের জন্য পাঠিয়ে দেওয়া হবে।
ভোটের আগে বদলির ঘটনা নতুন কিছু নয় ৷ বিগত পাঁচটি দফায় নির্বাচনের আগেও রাজ্যে বেশি কিছু প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকারকে সরানো হয়েছে । তার আগে সরিয়ে দেওয়া হয়েছিল আনন্দপুর ও ডায়মন্ডহারবারের অফিসার ইনচার্জদের ৷ তাঁদের পুলিশ হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজারে বদলি করা হয় ৷ তাঁরা কেউই লোকসভা নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কমিশন ৷
আরও পড়ুন: