কলকাতা, 17 জুলাই: তরুণীরকে নিজের ফ্ল্যাটে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনায় তদন্তে নেমে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার শ্যামপুকুর থানা এলাকায় অরবিন্দ সরণিতে। ব্যবসায়ীর সঙ্গে নাইট ক্লাবে পরিচয় হয় তরুণীর ৷ এরপরই তাঁকে ব্যবসায়ী ধর্ষণ করেছেন বলে দাবি তরুণীর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি নাইট ক্লাবে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় উত্তর কলকাতার এক ব্যবসায়ীর। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অভিযোগ এরপরই ঘটনার দিন তরুণীকে শ্যামপুকুর থানা এলাকার অরবিন্দ সরণিতে তাঁর ফ্ল্যাটে নিয়ে আসেন ব্যবসায়ী। ওই তরুণীর অভিযোগ সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, পুলিশে অভিযোগ জানালে তাঁর প্রাণহানি হতে পারে বলেও ভয় দেখায় ওই ব্যবসায়ী। পরে ওই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তদন্তে নেমে শ্যামপুকুর থানার পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যবসায়ীর নাম দীপক মুখোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে কথা বলছে পুলিশ । পাশাপাশি বেশ কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা ।
ব্যবসায়ীকে বৃহস্পতিবার শিয়ালদা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে বলেও জানা গিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শেক্সপিয়ার সরণি থানার সংশ্লিষ্ট ওই নাইট ক্লাবেও যায়। সেখানকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি শ্যামপুর থানা এলাকার অরবিন্দ সরণির যে ফ্ল্যাটে ধর্ষণের অভিযোগ উঠেছে সেখানকার সিসি ক্যামেরাও ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।