কলকাতা, 28 ফেব্রুয়ারি: বাইপাসের সঙ্গে নিউটাউনকে জুড়ে এয়ারপোর্ট যাওয়ার পথকে আরও সুগম করার ভাবনাচিন্তা দীর্ঘদিন ধরে ছিল রাজ্য সরকারের ৷ এর জন্য ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত একটি উড়ালপুল বানানোর পরিকল্পনা রয়েছে ৷ 2024-25 অর্থ বর্ষের বাজেটে এর জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৷ 150 কোটি টাকা এবছরের জন্য ধার্য করেছে রাজ্য ৷ বরাদ্দ ঘোষণার পর এবার বাস্তবে এই উড়ালপুলকে সম্পন্ন করার উদ্যোগ শুরু হল ৷
নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের তরফ থেকে এই উড়ালপুল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ কেএমডিএকে ৷ এই কাজকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যেই অর্থ দফতরের অনুমোদন চাওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, অর্থ দফতর অনুমোদন দিলে দ্রুত টেন্ডার ডাকা হবে ৷ এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, তাতে বাইপাসের মেট্রোপলিটান থেকে এই উড়ালপুল মহিষবাথান হয়ে সরাসরি চলে যাবে নিউটাউন পর্যন্ত ৷
প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল তৈরি করার প্রস্তুতি রাজ্য সরকারের দীর্ঘদিন ধরেই ছিল ৷ কিন্তু, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য বিষয়টি ঝুলে ছিল ৷ তবে, সেই ছাড়পত্র পেতেই পরবর্তী পদক্ষেপ শুরু হয়েছে ৷ উড়ালপুল তৈরি নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, উড়ালপুল তৈরি করতে প্রায় 728 কোটি টাকা খরচ হবে ৷ তিন বছরের মতো সময় লাগবে বলে জানান তিনি ৷ তাঁর কথায়, বাজেটে আসন্ন অর্থ বর্ষের জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ কেএমডিএ এই কাজের দায়িত্ব পেয়েছে ৷ অর্থ দফতর থেকে অনুমোদন পেলেই টেন্ডার ডাকা হবে ৷
দ্রুত কলকাতা থেকে এয়ারপোর্ট পৌঁছানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই উড়ালপুল ৷ যেটি মেট্রোপলিটান থেকে শুরু হবে ৷ এরপর চিংড়িঘাটা-সেক্টর ফাইভ হয়ে সরাসরি নিউ টাউনে গিয়ে নামবে ৷ মনে করা হচ্ছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নয়ন ও তৎসংলগ্ন এলাকায় যোগাযোগেএই উড়ালপুল নতুন মাত্রা যোগ করবে ৷
আরও পড়ুন: