ETV Bharat / state

রাস্তার কলে আর দিতে হবে না লাইন, বস্তির ঘরে ঘরে পৌঁছে যাবে জল সংযোগ - Kolkata Municipal Corporation - KOLKATA MUNICIPAL CORPORATION

KMC WATER SUPPLY: জল নিতে রাস্তা কলে দিতে আর হবে না দীর্ঘ লাইন, বস্তির ঘরে ঘরে পৌঁছে যাবে জল সংযোগ ৷ এমনই সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগম ৷ পানীয় জল অপচয় কমাতেই এই উদ্যোগ পুরনিগমের ৷

KMC WATER SUPPLY
কলকাতা পুরিনগম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 2:05 PM IST

কলকাতা, 13 অগস্ট: বস্তিবাসী মহিলাদের আর রাস্তা কলে জল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। রান্না ঘরেই পৌঁছবে জলের সংযোগ। এমনই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগম ৷ এই সিদ্ধান্তে উপকৃত হবেন মহানগরের প্রতিটি বস্তিবাসী মানুষ। বিশেষত পুরনিগম এলাকার মহিলারা।

কলকাতায় বিভিন্ন এলাকায় যে সমস্ত আলিগলিতে রাস্তার কল আছে ৷ যাকে পুরনিগমের পরিভাষায় বলা হয় স্ট্যান্ড পোস্ট। শহরজুড়ে এই স্ট্যান্ড পোস্টের সংখ্যা 18 থেকে 20 হাজার ৷ কলকাতার বস্তি এলাকায় নজর গেলেই দেখা যায় বস্তিবাসী মহিলারা রাস্তার কলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সারাদিনের জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করতে ৷ আবার অনেক ক্ষেত্রেই রাস্তায় কল থাকায় জল নিলেও সেই কল রক্ষণাবেক্ষণ করেন না স্থানীয় মানুষজন। ফলে বহু ক্ষেত্রে খোলা থাকায় পানীয় জল অপচয় হয় ৷ অনেক ক্ষেত্রে স্ট্যান্ড পোস্টের নট খারাপ থাকায় জল বয়ে যায় ৷ একদিকে যখন এই ছবি অন্য দিকে শহরের বিভিন্ন প্রান্তে অভিযোগ ওঠে পরিস্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার। তাই এই সমস্যার সমাধানে এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ ৷

কলকাতা পুরনিগম সূত্রে খবর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বস্তি এলাকায় আর স্ট্যান্ড পোস্ট রাখা হবে না ৷ পরিবর্তে বস্তিবাসী মানুষের ঘরে ঘরে পানীয় জলের সংযোগ দেওয়া হবে ৷ এই প্রসঙ্গে উত্তর কলকাতার কানারাজা বাগান বস্তির রুনু মণ্ডল বলেন, "এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে খুবই উপকৃত হব। রাস্তায় দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। যতটা প্রয়োজন ততটা জল পাব। ভালো সিদ্ধান্ত।" দক্ষিণ কলকাতার খিদিরপুর ভুকৈলাস বস্তি এলাকার জাহানারা খাতুন জানান, সিদ্ধান্তকে স্বাগত ৷ খুব ভালো হয়, ঘরে জলের লাইন এলে। জল বয়ে যায় সেটাও হবে না।

কলকাতা পুরনিগমের তথ্য অনুসারে এই মুহূর্তে কলকাতায় বস্তির সংখ্যা কমবেশি 3,100টি। যার মোট লোক সংখ্যা কমবেশি 15 লাখ। তবে এক একটি বস্তি এলাকায় কতগুলো বাড়ি না ঘর সেই নির্দিষ্ট হিসেব বা তথ্য নেই। এখন জাতীয় সূচক অনুসারে সারা দিনে একজনের প্রয়োজনীয় জল লাগে 135 লিটার। ইতিমধ্যেই কলকাতা বেশ কয়েকটি ওয়ার্ডে বস্তি এলাকায় ওভারহেড ট্যাঙ্ক করে 24 ঘণ্টা জল সরবরাহ ব্যবস্থা করা হয়েছে ৷
এই প্রসঙ্গে এক কর্পোরেশনের আধিকারিক বলেন, আমরা পানীয় জল অপচয় কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে ৷

কলকাতা, 13 অগস্ট: বস্তিবাসী মহিলাদের আর রাস্তা কলে জল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। রান্না ঘরেই পৌঁছবে জলের সংযোগ। এমনই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগম ৷ এই সিদ্ধান্তে উপকৃত হবেন মহানগরের প্রতিটি বস্তিবাসী মানুষ। বিশেষত পুরনিগম এলাকার মহিলারা।

কলকাতায় বিভিন্ন এলাকায় যে সমস্ত আলিগলিতে রাস্তার কল আছে ৷ যাকে পুরনিগমের পরিভাষায় বলা হয় স্ট্যান্ড পোস্ট। শহরজুড়ে এই স্ট্যান্ড পোস্টের সংখ্যা 18 থেকে 20 হাজার ৷ কলকাতার বস্তি এলাকায় নজর গেলেই দেখা যায় বস্তিবাসী মহিলারা রাস্তার কলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সারাদিনের জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করতে ৷ আবার অনেক ক্ষেত্রেই রাস্তায় কল থাকায় জল নিলেও সেই কল রক্ষণাবেক্ষণ করেন না স্থানীয় মানুষজন। ফলে বহু ক্ষেত্রে খোলা থাকায় পানীয় জল অপচয় হয় ৷ অনেক ক্ষেত্রে স্ট্যান্ড পোস্টের নট খারাপ থাকায় জল বয়ে যায় ৷ একদিকে যখন এই ছবি অন্য দিকে শহরের বিভিন্ন প্রান্তে অভিযোগ ওঠে পরিস্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার। তাই এই সমস্যার সমাধানে এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ ৷

কলকাতা পুরনিগম সূত্রে খবর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বস্তি এলাকায় আর স্ট্যান্ড পোস্ট রাখা হবে না ৷ পরিবর্তে বস্তিবাসী মানুষের ঘরে ঘরে পানীয় জলের সংযোগ দেওয়া হবে ৷ এই প্রসঙ্গে উত্তর কলকাতার কানারাজা বাগান বস্তির রুনু মণ্ডল বলেন, "এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে খুবই উপকৃত হব। রাস্তায় দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। যতটা প্রয়োজন ততটা জল পাব। ভালো সিদ্ধান্ত।" দক্ষিণ কলকাতার খিদিরপুর ভুকৈলাস বস্তি এলাকার জাহানারা খাতুন জানান, সিদ্ধান্তকে স্বাগত ৷ খুব ভালো হয়, ঘরে জলের লাইন এলে। জল বয়ে যায় সেটাও হবে না।

কলকাতা পুরনিগমের তথ্য অনুসারে এই মুহূর্তে কলকাতায় বস্তির সংখ্যা কমবেশি 3,100টি। যার মোট লোক সংখ্যা কমবেশি 15 লাখ। তবে এক একটি বস্তি এলাকায় কতগুলো বাড়ি না ঘর সেই নির্দিষ্ট হিসেব বা তথ্য নেই। এখন জাতীয় সূচক অনুসারে সারা দিনে একজনের প্রয়োজনীয় জল লাগে 135 লিটার। ইতিমধ্যেই কলকাতা বেশ কয়েকটি ওয়ার্ডে বস্তি এলাকায় ওভারহেড ট্যাঙ্ক করে 24 ঘণ্টা জল সরবরাহ ব্যবস্থা করা হয়েছে ৷
এই প্রসঙ্গে এক কর্পোরেশনের আধিকারিক বলেন, আমরা পানীয় জল অপচয় কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.