কলকাতা, 24 মার্চ: সপ্তাহখানেক আগে রবিবার মধ্যরাতে নির্মীয়মাণ বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল গার্ডেনরিচের 134 নম্বর ওয়ার্ডে। সেই ঘটনায় তিন পৌর ইঞ্জিনিয়ারকে শো-কজ করেছিল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ। সময় পেরিয়ে যাওয়ার পর অবশ্য তাঁরা নিজেদের জবাব জমা করেন পৌরনিগমের ডিজি (বিল্ডিং)-এর কাছে। কর্পোরেশন সূত্রে খবর, তিন ইঞ্জিনিয়ারের উত্তরে সন্তুষ্ট না-হওয়ায় এবার তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কলকাতা কর্পোরেশনের সূত্রে জানা গিয়েছে, শো-কজের জবা দিয়ে তিন ইঞ্জিনিয়ার যা লিখেছে তা একপ্রকার তাদের নজরদারিতে গাফিলতি স্বীকার করে নেওয়া। সংকীর্ণ জায়গায় এমন কাজ করছে সেদিকেও নজর যায়নি বলে স্বীকার করেছেন। সেই শো-কজের জবাব বিল্ডিং বিভাগের তরফে পৌর কমিশনার ধবল জৈন ও মেয়র ফিরহাদ হাকিম কাছে পাঠানো হয়েছে। কেউই সেই উত্তরে খুশি নন। এরপরেই বিল্ডিং বিভাগের তরফে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়।
তবে এই ঘটনায় ইঞ্জিনিয়ারদের একাংশের দাবি, অভিযুক্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হাতে ছিল তিনটি ওয়ার্ড। সবক'টাই বড় এলাকা। রাজনৈতিক সমীকরণ, অবস্থা মাথায় রেখেই তাদের সেখানে কাজ করতে হয়। হিসেব মত একজন ইঞ্জিনিয়রের একটি ওয়ার্ড দেখার কথা। তার উপর কর্তৃপক্ষ যদি আরও বাড়তি দুটি ওয়ার্ড চাপায়, তাহলে বাড়তি কাজ একটা মানুষ কীভাবে করে উঠতে পারে, সেই প্রশ্নও উঠছে ৷ পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হাতে ছিল নয়টি ওয়ার্ডের দায়িত্ব। এতগুলো ওয়ার্ড কোথায় কোন কাজ হচ্ছে বেআইনি গলি তস্য গলির ভেতর কীভাবে দেখা সম্ভব ? শো-কজের উত্তর যা দেওয়া সেটা ঠিক কথাই বলেছেন।
এদিকে গার্ডেনরিচ ঘটনার পর ইঞ্জিনিয়ারদের যে খামটি সামনে এসেছে তারপরই তৎপর ভূমিকা নিচ্ছে কলকাতা কর্পোরেশন। সম্প্রতি পাঁচ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে কলকাতা কর্পোরেশনে। সেই পাঁচ জনকেই বিল্ডিং বিভাগে পোস্টিং দেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন: