ETV Bharat / state

গার্ডেনরিচকাণ্ডে পৌর কমিশনারের নির্দেশে তদন্ত কমিটি গঠন কেএমসি'র - Garden Reach Building Collapse - GARDEN REACH BUILDING COLLAPSE

Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বেআইনি বহুতল ধসে পড়ার ঘটনায় এবার কলকাতা পৌরনিগমের তরফে তদন্ত প্রক্রিয়া শুরু করা হল ৷ পৌর কমিশনারের নির্দেশ একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 1:40 PM IST

কলকাতা, 23 মার্চ: গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে লালবাজার ৷ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে ৷ সেই সবের পর অবশেষে পৌর কমিশনার ধবল জৈনের নির্দেশে কলকাতা পৌরনিগম গার্ডেনরিচ-কাণ্ডে তদন্তে নামছেন ৷ এর জন্য একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, গার্ডেনরিচ-কাণ্ডে ব্যাপক চাপের মুখে পড়তে হচ্ছে পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এবং তাঁর পারিষদ ও প্রশাসনকে ৷ প্রতি পদে পৌরনিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে ৷ এমনকি যে বেআইনি নির্মাণ ভেঙে 11 জনের প্রাণ গিয়েছে ৷ তার জন্য মেয়র প্রকাশ্যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে হুঁশিয়ারি ও ধৃত প্রোমোটারকে দায়ী করলেও, ঘটনার দায় একেবারে ঝেড়ে ফেলতে পারছে না পৌরনিগম কর্তৃপক্ষ ৷

তাই বেআইনি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পৌর কমিশনার ধবল জৈন এই তদন্ত কমিটি তৈরি করেছেন ৷ তিনি এই সংক্রান্ত একটি নির্দেশিকায়, কারা তদন্ত কমিটিতে থাকবেন, সেটাও ঠিক করে দিয়েছেন ৷ অভিযোগ উঠেছিল, পুরো ঘটনায় অভিযুক্তদের থেকেই তথ্য জানা হচ্ছে ৷ তাই নিরপেক্ষতা বজায় রাখতে, অন্য বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে কলকাতা পৌরনিগমের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷

জানা যাচ্ছে, এই কমিটির মাথায় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হচ্ছে কলকাতা পৌরনিগমের বিশেষ কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে ৷ সেই সঙ্গে কমিটিতে রয়েছেন পৌরনিগমের বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা ৷ পাশাপাশি কলকাতা পুলিশ, বিএলআরও এবং কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল মুগ্ধা চক্রবর্তীকে কমিটিতে রাখা হয়েছে ৷

তদন্ত কমিটি মূলত কাজ হবে, সংশ্লিষ্ট নির্মাণের কোনও অনুমতি ছিল কি না, তা জানা ৷ না থাকলে, কীভাবে অনুমতি ছাড়াই নির্মাণ হল ? বিদ্যুৎবণ্টন সংস্থা কিভাবে বিদ্যুৎ সরবরাহ করল ? ওই জমির প্রকৃতি বা চরিত্র কেমন ? বাড়িটি নির্মাণে কী ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল ? বাড়ির মালিক কে বা কারা-সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখতে কমিটি ৷ আগামী সাত দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. শাহজাহানের মতো পরিণতি হবে ফিরহাদের, গার্ডেনরিচ-কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর
  2. গার্ডেনরিচ বিপর্যয়ে দায় এড়ালেন কাউন্সিলর, শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শামস ইকবালের
  3. দায় এড়ালেও ফিরহাদ-ইকবালদের দাবির সঙ্গে মিলছে না পৌরনিগমের তথ্য

কলকাতা, 23 মার্চ: গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে লালবাজার ৷ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে ৷ সেই সবের পর অবশেষে পৌর কমিশনার ধবল জৈনের নির্দেশে কলকাতা পৌরনিগম গার্ডেনরিচ-কাণ্ডে তদন্তে নামছেন ৷ এর জন্য একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, গার্ডেনরিচ-কাণ্ডে ব্যাপক চাপের মুখে পড়তে হচ্ছে পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এবং তাঁর পারিষদ ও প্রশাসনকে ৷ প্রতি পদে পৌরনিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে ৷ এমনকি যে বেআইনি নির্মাণ ভেঙে 11 জনের প্রাণ গিয়েছে ৷ তার জন্য মেয়র প্রকাশ্যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে হুঁশিয়ারি ও ধৃত প্রোমোটারকে দায়ী করলেও, ঘটনার দায় একেবারে ঝেড়ে ফেলতে পারছে না পৌরনিগম কর্তৃপক্ষ ৷

তাই বেআইনি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পৌর কমিশনার ধবল জৈন এই তদন্ত কমিটি তৈরি করেছেন ৷ তিনি এই সংক্রান্ত একটি নির্দেশিকায়, কারা তদন্ত কমিটিতে থাকবেন, সেটাও ঠিক করে দিয়েছেন ৷ অভিযোগ উঠেছিল, পুরো ঘটনায় অভিযুক্তদের থেকেই তথ্য জানা হচ্ছে ৷ তাই নিরপেক্ষতা বজায় রাখতে, অন্য বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে কলকাতা পৌরনিগমের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷

জানা যাচ্ছে, এই কমিটির মাথায় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হচ্ছে কলকাতা পৌরনিগমের বিশেষ কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে ৷ সেই সঙ্গে কমিটিতে রয়েছেন পৌরনিগমের বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা ৷ পাশাপাশি কলকাতা পুলিশ, বিএলআরও এবং কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল মুগ্ধা চক্রবর্তীকে কমিটিতে রাখা হয়েছে ৷

তদন্ত কমিটি মূলত কাজ হবে, সংশ্লিষ্ট নির্মাণের কোনও অনুমতি ছিল কি না, তা জানা ৷ না থাকলে, কীভাবে অনুমতি ছাড়াই নির্মাণ হল ? বিদ্যুৎবণ্টন সংস্থা কিভাবে বিদ্যুৎ সরবরাহ করল ? ওই জমির প্রকৃতি বা চরিত্র কেমন ? বাড়িটি নির্মাণে কী ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল ? বাড়ির মালিক কে বা কারা-সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখতে কমিটি ৷ আগামী সাত দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. শাহজাহানের মতো পরিণতি হবে ফিরহাদের, গার্ডেনরিচ-কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর
  2. গার্ডেনরিচ বিপর্যয়ে দায় এড়ালেন কাউন্সিলর, শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শামস ইকবালের
  3. দায় এড়ালেও ফিরহাদ-ইকবালদের দাবির সঙ্গে মিলছে না পৌরনিগমের তথ্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.