কলকাতা, 18 অক্টোবর: রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন কর্তব্যরত অবস্থায় গ্রেফতারির প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পুরনিগমের চিকিৎসক তপোব্রত রায়। তাঁর মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে নথিভুক্ত হয়েছে। বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর ।
পুজোর কার্নিভালে চিকিৎসকদের টিমের সঙ্গে ডিউটি করছিলেন তপোব্রত ৷ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমর্থনে ব্যাজ পরে কার্নিভালে উপস্থিত ছিলেন। ময়দান থানা তাঁকে গ্রেফতার করে। এর প্রতিবাদে কলকাতা পুরনিগমের চিকিৎসকরা ইতিমধ্যেই শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন । অন্যদিকে, তপোব্রত রায়কে গ্রেফতারের পর সেই খবর ছড়িয়ে যেতেই ময়দান থানার সামনে আন্দোলনকারীরা ভিড় করতে শুরু করেন। কয়েক ঘণ্টা পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
'কর্তব্যরত অবস্থায় কোনও অন্যায় ছাড়াই' তপোব্রত রায়কে গ্রেফতার করার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছিলেন কলকাতা পুরনিগমের চিকিৎসকরা । তপোব্রত রায়কে গ্রেফতারের প্রতিবাদে কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ কেন নেওয়া হয়নি ? তা নিয়ে প্রশ্ন তুলে সময়সীমা দিয়েছিলেন পুরনিগমের চিকিৎসকরা। এদিন সেই সময়সীমা পেরিয়ে যেতেই ঘটনার প্রতিবাদে প্রতীকী অনশনে যোগ দেওয়ার কথা ঘোষণা করছেন কলকাতা পুরনিগমের চিকিৎসকরা।
অন্যদিকে, আরজি করের 31 জন ডাক্তারকে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না । এর বিহিত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চিকিৎসকরা । হাসপাতাল বহিষ্কার করায় হস্টেলে ঢুকতে দিচ্ছে না পুলিশ । এদিন মামলা করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্টের পূজাবকাশকালীন বিশেষ বেঞ্চ । এই মামলাটিও আগামী মঙ্গলবার শুনানি হবে বলে জানা গিয়েছে ।