ETV Bharat / state

পথে নামল পুরনিগমের বিরাট বাহিনী, আধ ঘণ্টায় সাফ একুশের সভাস্থল - 21 July TMC Rally

Kolkata Municipal Corporation: যেমন কথা তেমনই কাজ ৷ একুশের সভা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা হয়তো বাড়ি ফিরতে পারেননি তার আগেই সাফ মহানগরের রাজপথ ৷ 350 জনের বেশি সাফাই কর্মী থেকে অত্যাধুনিক গাড়িকে কাজে লাগানো হল কলকাতা পুরনিগমের তরফে ৷

Kolkata Municipal Corporation
একুশের সভা শেষে 30 মিনিটেই সাফ কলকাতার রাস্তা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 8:26 PM IST

Updated : Jul 21, 2024, 8:37 PM IST

কলকাতা, 21 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই হল কাজ ৷ একুশের সভা শেষে মাত্র 30 মিনিটের মধ্যেই পথঘাট থেকে জঞ্জাল সাফ করে ফেলল কলকাতা পুরনিগম। এই কাজে পথে নামানো হল কর্পোরেশনের গাড়ি থেকে শুরু করে সাফাই কর্মীদের ৷ সভা চলাকালীনই কলকাতা পুরনিগমের জঞ্জাল সাফাই বিভাগ ইলেকট্রিক হ্যান্ড কার্ট থেকে শুরু করে ঝাঁটা হাতে কর্মী বাহিনী নিয়ে প্রস্তুত ছিল । সঙ্গে ছিল একাধিক পোর্টেবল কম্প্যাকটার । ছিল আধুনিক সুইপিং মেশিনও। সবমিলিয়ে কয়েক মিনিটেই জঞ্জালমুক্ত হল মহানগর ৷

আধ ঘণ্টায় সাফ একুশের সভাস্থল (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, সভা শেষে দ্রুত রাস্তার হাল ফেরাতে হবে । পরিচ্ছন্ন করতে হবে । সেই মতো শুধু ধর্মতলা নয়, ময়দান, পার্ক স্ট্রিট, এজেসি বোস রোড-সহ কলকাতার বিভিন্ন রাস্তা পরিষ্কার করা হয় । গোটা প্রক্রিয়ায় কয়েক হাজার কর্মীকে নামানো হয়েছিল রাস্তায়। ধর্মতলাতেই শুধু কাজ করেছেন 350 থেকে 400 জন কর্মী । ছিল পরিষ্কার করার আধুনিক যন্ত্রও ।"

Kolkata Municipal Corporation
একুশের সভাস্থলে সাফাইয়ের কাজে পুরকর্মীরা (নিজস্ব ছবি)

একুশে জুলাই তৃণমূলের বড় সমাবেশ ৷ এখানে লাখো লাখো মানুষের ভিড় হয় ৷ বিপুল পরিমাণে আবর্জনা জমা হয় । তাই আগেই সভাকে ঘিরে প্রস্তুত ছিল কলকাতা পুরনিগম ৷ সেই মত প্রায় 350 থেকে 400 জন সাফাই কর্মীকে পথে নামানো হল কর্পোরেশনের জঞ্জাল সাফাই বিভাগের তরফে । এরপর মাত্র 30 মিনিটেই 'টিম কর্পোরেশন' সাফাই কাজ শেষ করে ফেলল গোটা ভিক্টোরিয়া হাউসের আশেপাশের এলাকায় ।

পরিষ্কার করা হল এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড, বেন্টিং স্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা । এ দিন সমাবেশ স্থলে বিভিন্ন এলাকায় প্রথম থেকেই বড় বড় নীল সবুজ বিন রাখা ছিল । তবে তা সত্ত্বেও সভায় আসা লোকেদের ফেলা জলের প্লাস্টিক থেকে কাগজের প্লেট আরও নানা ধরনের আবর্জনায় ছেয়ে যায় গোটা ধর্মতলা ।

Kolkata Municipal Corporation
মহানগরের রাস্তায় জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা (নিজস্ব ছবি)

কলকাতা পুরনিগম সূত্রে খবর, এই সমাবেশ আসা মানুষজনকে সব ধরনের পুর পরিষেবা সুষ্ঠুভাবে দিতে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি দল কাজ করেছে ৷ যার মধ্যে ছিলেন, মেয়র পারিষদ জঞ্জাল সাফাই বিভাগ দেবব্রত মজুমদার, পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারও । অল্প সময়ের মধ্যেই রাস্তা সাফ হয়ে যাওয়ার দ্রুত যান চলাচল শুরু করিয়ে দেয় কলকাতা পুলিশ । সভা শেষে এসএন ব্যানার্জি রোড, জহরলাল নেহেরু রোড স্বাভাবিক ছন্দে ফেরে । চলতে শুরু করে বাস ও গাড়ি ৷

কলকাতা, 21 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই হল কাজ ৷ একুশের সভা শেষে মাত্র 30 মিনিটের মধ্যেই পথঘাট থেকে জঞ্জাল সাফ করে ফেলল কলকাতা পুরনিগম। এই কাজে পথে নামানো হল কর্পোরেশনের গাড়ি থেকে শুরু করে সাফাই কর্মীদের ৷ সভা চলাকালীনই কলকাতা পুরনিগমের জঞ্জাল সাফাই বিভাগ ইলেকট্রিক হ্যান্ড কার্ট থেকে শুরু করে ঝাঁটা হাতে কর্মী বাহিনী নিয়ে প্রস্তুত ছিল । সঙ্গে ছিল একাধিক পোর্টেবল কম্প্যাকটার । ছিল আধুনিক সুইপিং মেশিনও। সবমিলিয়ে কয়েক মিনিটেই জঞ্জালমুক্ত হল মহানগর ৷

আধ ঘণ্টায় সাফ একুশের সভাস্থল (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, সভা শেষে দ্রুত রাস্তার হাল ফেরাতে হবে । পরিচ্ছন্ন করতে হবে । সেই মতো শুধু ধর্মতলা নয়, ময়দান, পার্ক স্ট্রিট, এজেসি বোস রোড-সহ কলকাতার বিভিন্ন রাস্তা পরিষ্কার করা হয় । গোটা প্রক্রিয়ায় কয়েক হাজার কর্মীকে নামানো হয়েছিল রাস্তায়। ধর্মতলাতেই শুধু কাজ করেছেন 350 থেকে 400 জন কর্মী । ছিল পরিষ্কার করার আধুনিক যন্ত্রও ।"

Kolkata Municipal Corporation
একুশের সভাস্থলে সাফাইয়ের কাজে পুরকর্মীরা (নিজস্ব ছবি)

একুশে জুলাই তৃণমূলের বড় সমাবেশ ৷ এখানে লাখো লাখো মানুষের ভিড় হয় ৷ বিপুল পরিমাণে আবর্জনা জমা হয় । তাই আগেই সভাকে ঘিরে প্রস্তুত ছিল কলকাতা পুরনিগম ৷ সেই মত প্রায় 350 থেকে 400 জন সাফাই কর্মীকে পথে নামানো হল কর্পোরেশনের জঞ্জাল সাফাই বিভাগের তরফে । এরপর মাত্র 30 মিনিটেই 'টিম কর্পোরেশন' সাফাই কাজ শেষ করে ফেলল গোটা ভিক্টোরিয়া হাউসের আশেপাশের এলাকায় ।

পরিষ্কার করা হল এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড, বেন্টিং স্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা । এ দিন সমাবেশ স্থলে বিভিন্ন এলাকায় প্রথম থেকেই বড় বড় নীল সবুজ বিন রাখা ছিল । তবে তা সত্ত্বেও সভায় আসা লোকেদের ফেলা জলের প্লাস্টিক থেকে কাগজের প্লেট আরও নানা ধরনের আবর্জনায় ছেয়ে যায় গোটা ধর্মতলা ।

Kolkata Municipal Corporation
মহানগরের রাস্তায় জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা (নিজস্ব ছবি)

কলকাতা পুরনিগম সূত্রে খবর, এই সমাবেশ আসা মানুষজনকে সব ধরনের পুর পরিষেবা সুষ্ঠুভাবে দিতে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি দল কাজ করেছে ৷ যার মধ্যে ছিলেন, মেয়র পারিষদ জঞ্জাল সাফাই বিভাগ দেবব্রত মজুমদার, পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারও । অল্প সময়ের মধ্যেই রাস্তা সাফ হয়ে যাওয়ার দ্রুত যান চলাচল শুরু করিয়ে দেয় কলকাতা পুলিশ । সভা শেষে এসএন ব্যানার্জি রোড, জহরলাল নেহেরু রোড স্বাভাবিক ছন্দে ফেরে । চলতে শুরু করে বাস ও গাড়ি ৷

Last Updated : Jul 21, 2024, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.