ETV Bharat / state

ফেরিওয়ালার 14 বছরের ছেলেকে অপহরণ ! 60 লাখ টাকা মুক্তিপণের দাবি - Kidnapping Case in Malda

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 3:34 PM IST

Updated : Jul 1, 2024, 5:37 PM IST

Kidnapping Case in Malda: গত শুক্রবার মালদার কালিয়াচকের বড়নগর ডাঙা গ্রামে এক কিশোর নিখোঁজ হয় ৷ শনিবার তার বাবার কাছে ফোন আসে ৷ ছেলের জন্য 60 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ ৷ পুলিশ তদন্ত করছে ৷

Kidnapping Case in Malda
ফেরিওয়ালার 14 বছরের ছেলেকে অপহরণ (নিজস্ব চিত্র)

মালদা, 1 জুলাই: জামা-কাপড়ের ফেরিওয়ালার ছেলেকে অপহরণ করে 60 লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠল মালদার কালিয়াচকে ৷ এই নিয়ে পুলিশের কাছে পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷ এখনও বছর 14-র ওই অপহৃত কিশোরকে উদ্ধার করতে পারেনি পুলিশ ৷ কাউকে গ্রেফতারও করা যায়নি এখনও ৷

ফেরিওয়ালার 14 বছরের ছেলেকে অপহরণ ! 60 লাখ টাকা মুক্তিপণের দাবি (ইটিভি ভারত)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপহৃতের নাম ইনজামুল হক ৷ তার বাড়ি মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর ডাঙা গ্রামে ৷ সে স্থানীয় জালালপুর হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ৷ শুক্রবার বিকেলে বাড়ির ছাগল চড়াতে পাশেই একটি পুকুরপাড়ে গিয়েছিল ইনজামুল ৷ আর সে বাড়ি ফিরে আসেনি ৷ সেই রাতে বাবা-মা সমস্ত আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন ৷ ছেলের বন্ধুদেরও ফোন করেছেন ৷ কোথাও ইনজামুলের সন্ধান পাননি ৷

শনিবার দুষ্কৃতীদের ফোন আসে এনজামুলের বাবা এনামুল হকের মোবাইলে ৷ তারা ইনজামুলের মুক্তিপণ বাবদ 60 লাখ টাকা দাবি করে ৷ সেদিনই পুরো ঘটনা জানিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এনামুল হক ৷ অভিযোগপত্রে তিনি দুই সন্দেহভাজনের নামও উল্লেখ করেন ৷ তাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ৷

এনামুল হক বলেন, “শুক্রবার সন্ধেয় ছাগল বাড়িতে চলে এলেও ছেলে ফেরেনি ৷ পরদিন থানায় অভিযোগ জানাই ৷ আজ পর্যন্ত পুলিশ ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে পারেনি ৷ অপহরণকারীরা 60 লাখ টাকা মুক্তিপণ দাবি করে আমাকে ফোন করেছিল ৷ আমি সেই ফোন নম্বর থানার আইসিকে দিয়েছি ৷ অবশ্য তারা নিজেরা আমার সঙ্গে কথা বলেনি ৷ ওরা আমার ছেলেকে ফোন ধরিয়ে দেয় ৷ ছেলে জানায়, 60 লাখ টাকা না দিলে দুষ্কৃতীরা ওকে খুন করার হুমকি দিয়েছে ৷’’

Kidnapping Case in Malda
ফেরিওয়ালার 14 বছরের ছেলেকে অপহরণ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘ওকে কোনও জঙ্গলে বেঁধে রাখা হয়েছে ৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারব না ৷ পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাই আর বোনের সঙ্গে আমার বিবাদ চলছে ৷ আমি তাদের নামে থানায় অভিযোগ করেছি ৷ ভাইকে পুলিশ নিয়ে গিয়েছে ৷ আমি চাই, আমার ছেলে ফিরে আসুক ৷ আমি রেডিমেড জামাকাপড় ফেরি করি ৷ দিনে 300-400 টাকা রোজগার হয় ৷ মুক্তিপণের এত টাকা কোথায় পাব ? এটা আমার একমাত্র ছেলে ৷ ছেলে ছাড়া আমি বাঁচতে পারব না ৷”

Kidnapping Case in Malda
ফেরিওয়ালার 14 বছরের ছেলেকে অপহরণ (নিজস্ব চিত্র)

ইনজামুলের মা রেহানা বিবি কথা বলার অবস্থায় নেই ৷ স্থানীয় মাবুদ হক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই গ্রামে বাস করছি ৷ এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ শুক্রবার বিকেলে ছেলেটি যে ছাগল চড়াতে যাচ্ছে, তা সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে ৷ কিন্তু তাকে ফিরতে দেখা যায়নি ৷ ওর বাবা-মা নেহাতই গরিব মানুষ ৷ তিনদিন ধরে ছেলের জন্য ছটফট করছেন ৷ প্রশাসন যেন ছেলেটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয় ৷ এটা যে অপহরণের ঘটনা, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে ছেলের মাধ্যমে ফোনও করেছে ৷ থানায় অভিযোগ করা হয়েছে ৷ কিন্তু পুলিশ কতটা কী করছে জানি না ৷”

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে ৷ নিখোঁজ ছাত্রের এক কাকা এমাজুদ্দিন শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷ ওই কিশোরকে উদ্ধারের সবরকম চেষ্টা চলছে ৷

মালদা, 1 জুলাই: জামা-কাপড়ের ফেরিওয়ালার ছেলেকে অপহরণ করে 60 লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠল মালদার কালিয়াচকে ৷ এই নিয়ে পুলিশের কাছে পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷ এখনও বছর 14-র ওই অপহৃত কিশোরকে উদ্ধার করতে পারেনি পুলিশ ৷ কাউকে গ্রেফতারও করা যায়নি এখনও ৷

ফেরিওয়ালার 14 বছরের ছেলেকে অপহরণ ! 60 লাখ টাকা মুক্তিপণের দাবি (ইটিভি ভারত)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপহৃতের নাম ইনজামুল হক ৷ তার বাড়ি মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর ডাঙা গ্রামে ৷ সে স্থানীয় জালালপুর হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ৷ শুক্রবার বিকেলে বাড়ির ছাগল চড়াতে পাশেই একটি পুকুরপাড়ে গিয়েছিল ইনজামুল ৷ আর সে বাড়ি ফিরে আসেনি ৷ সেই রাতে বাবা-মা সমস্ত আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন ৷ ছেলের বন্ধুদেরও ফোন করেছেন ৷ কোথাও ইনজামুলের সন্ধান পাননি ৷

শনিবার দুষ্কৃতীদের ফোন আসে এনজামুলের বাবা এনামুল হকের মোবাইলে ৷ তারা ইনজামুলের মুক্তিপণ বাবদ 60 লাখ টাকা দাবি করে ৷ সেদিনই পুরো ঘটনা জানিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এনামুল হক ৷ অভিযোগপত্রে তিনি দুই সন্দেহভাজনের নামও উল্লেখ করেন ৷ তাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ৷

এনামুল হক বলেন, “শুক্রবার সন্ধেয় ছাগল বাড়িতে চলে এলেও ছেলে ফেরেনি ৷ পরদিন থানায় অভিযোগ জানাই ৷ আজ পর্যন্ত পুলিশ ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে পারেনি ৷ অপহরণকারীরা 60 লাখ টাকা মুক্তিপণ দাবি করে আমাকে ফোন করেছিল ৷ আমি সেই ফোন নম্বর থানার আইসিকে দিয়েছি ৷ অবশ্য তারা নিজেরা আমার সঙ্গে কথা বলেনি ৷ ওরা আমার ছেলেকে ফোন ধরিয়ে দেয় ৷ ছেলে জানায়, 60 লাখ টাকা না দিলে দুষ্কৃতীরা ওকে খুন করার হুমকি দিয়েছে ৷’’

Kidnapping Case in Malda
ফেরিওয়ালার 14 বছরের ছেলেকে অপহরণ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘ওকে কোনও জঙ্গলে বেঁধে রাখা হয়েছে ৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারব না ৷ পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাই আর বোনের সঙ্গে আমার বিবাদ চলছে ৷ আমি তাদের নামে থানায় অভিযোগ করেছি ৷ ভাইকে পুলিশ নিয়ে গিয়েছে ৷ আমি চাই, আমার ছেলে ফিরে আসুক ৷ আমি রেডিমেড জামাকাপড় ফেরি করি ৷ দিনে 300-400 টাকা রোজগার হয় ৷ মুক্তিপণের এত টাকা কোথায় পাব ? এটা আমার একমাত্র ছেলে ৷ ছেলে ছাড়া আমি বাঁচতে পারব না ৷”

Kidnapping Case in Malda
ফেরিওয়ালার 14 বছরের ছেলেকে অপহরণ (নিজস্ব চিত্র)

ইনজামুলের মা রেহানা বিবি কথা বলার অবস্থায় নেই ৷ স্থানীয় মাবুদ হক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই গ্রামে বাস করছি ৷ এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ শুক্রবার বিকেলে ছেলেটি যে ছাগল চড়াতে যাচ্ছে, তা সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে ৷ কিন্তু তাকে ফিরতে দেখা যায়নি ৷ ওর বাবা-মা নেহাতই গরিব মানুষ ৷ তিনদিন ধরে ছেলের জন্য ছটফট করছেন ৷ প্রশাসন যেন ছেলেটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয় ৷ এটা যে অপহরণের ঘটনা, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে ছেলের মাধ্যমে ফোনও করেছে ৷ থানায় অভিযোগ করা হয়েছে ৷ কিন্তু পুলিশ কতটা কী করছে জানি না ৷”

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে ৷ নিখোঁজ ছাত্রের এক কাকা এমাজুদ্দিন শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷ ওই কিশোরকে উদ্ধারের সবরকম চেষ্টা চলছে ৷

Last Updated : Jul 1, 2024, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.