ETV Bharat / state

মনোনয়ন নিয়ে মালদায় ধুন্ধুমার, তবে শুভেচ্ছা বিনিময় খগেন-কৃষ্ণেন্দুর - Lok Sabha Election 2024

মনোনয়ন পেশের প্রথম দিনেই ধুন্ধুমার বাঁধল মালদায় ৷ মনোনয়ন পেশ করতে যাওয়ার আদে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে খগেন মুর্মু ও কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 6:05 PM IST

মালদা, 12 এপ্রিল: লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই ধুন্ধুমার পরিস্থিতি প্রশাসনিকভবন চত্বরে । বিজেপি-এসইউসিআই সমর্থকরা 144 ধারা অমান্য করে প্রথম ব্যারিকেড ভেঙে প্রশাসনিকভবন চত্বরে ঢুকে পড়েন । যদিও পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কর্মী-সমর্থকদের অন্যদিক দিয়ে বের করে দেয় । এ দিকে, মনোনয়ন দিতে যাওয়ার পথে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও খগেন মুর্মুকে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় ।

আসন্ন লোকসভা নির্বাচনে 7 মে মালদা জেলার দুটি আসনে তৃতীয় দফায় নির্বাচন হতে চলেছে । আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন পর্ব । প্রথম দিনেই মনোনয়ন জমা দিতে যান মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু । কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে পুরাতন মালদার চৌরঙ্গী মোড় থেকে মিছিল করে জেলা প্রশাসনিকভবন চত্বরে পৌঁছন খগেন মুর্মু । পথে ইংরেজবাজার পৌরসভার সামনে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে দেখে এগিয়ে যান তিনি । একে অপরকে তাঁকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় ।

বিজেপির প্রশাসনিকভবন চত্বরে পৌঁছনোর আগেই সেখানে মনোনয়ন দিতে হাজির হয়েছিলেন এসইউসিআই প্রার্থী । দুই দলের কর্মী সমর্থকদের এগিয়ে যাওয়ার হুড়োহুড়িতে ধস্তাধস্তি বেঁধে যায় । এক সময় দুই দলের কর্মী-সমর্থকরা ব্যারিকেড টপকে 144 ধারা অমান্য করে প্রশাসনিকভবন চত্বরে ঢুকে পড়ে । যদিও পরে পুলিশকর্মীরা দুই দলের সমর্থকদের অন্য রাস্তা দিয়ে বাইরে বের করে দেন ।

মনোনয়ন কক্ষে যাওয়ার আগে খগেন মুর্মু বলেন, “মঙ্গলবাড়ি থেকে বিজেপি পরিবারের সদস্যরা মিছিল করে আমার মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছেন । প্রথম দিনেই মনোনয়ন জমা দিয়ে বাকি সময়ে জনসংযোগের দিকে মনোনিবেশ করতে চাই । মানুষ সংকল্প নিয়েছে এই চোরেদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করবে । গত লোকসভা নির্বাচনে মানুষ যেভাবে বিজেপিকে আশির্বাদ করেছিলেন, এবারও সেভাবেই আশির্বাদ দিয়ে জয়ী করবেন । প্রশাসনিকভবন চত্বরে 144 ধারা জারি রয়েছে । আমাদের সদস্যরা কেউ ভেতরে আসেননি । সকলে ব্যারিকেডের বাইরে দিয়ে চলে গিয়েছেন ।”

Nomination filing
মনোনয়ন নিয়ে মালদায় ধুন্ধুমার

এসইউসিআইয়ের মালদা জেলা সম্পাদক গৌতম সরকার বলেন, “এসইউসিআইয়ের দুই প্রার্থী কালীচরণ রায় ও অংশুধর মণ্ডলের মনোনয়নের জন্য আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে প্রশাসনিকভবন চত্বরে এসেছিলাম । কিন্তু বিজেপির লোকজন আমাদের ধাক্কা দিয়ে মহিলাদের গায়ে হাত দিয়ে সামনে চলে আসে । পুলিশকে জানানোর পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।”

আরও পড়ুন:

  1. বিজেপি প্রার্থী যেদিন মনোনয়নে, সেদিন শুরু কংগ্রেসের প্রচার, পুরনো গড়ে হাতের অবস্থান নিয়ে হতাশা
  2. আয় শূন্য হলেও 10 লাখি গাড়ির মালিক কংগ্রেস প্রার্থী ভিক্টর, ব্যাংকে লাখো টাকা
  3. ওয়েনাড়ে মুখোমুখি দুই 'ইন্ডিয়া', মনোনয়ন জমা অ্যানি রাজা-রাহুলের

মালদা, 12 এপ্রিল: লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই ধুন্ধুমার পরিস্থিতি প্রশাসনিকভবন চত্বরে । বিজেপি-এসইউসিআই সমর্থকরা 144 ধারা অমান্য করে প্রথম ব্যারিকেড ভেঙে প্রশাসনিকভবন চত্বরে ঢুকে পড়েন । যদিও পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কর্মী-সমর্থকদের অন্যদিক দিয়ে বের করে দেয় । এ দিকে, মনোনয়ন দিতে যাওয়ার পথে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও খগেন মুর্মুকে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় ।

আসন্ন লোকসভা নির্বাচনে 7 মে মালদা জেলার দুটি আসনে তৃতীয় দফায় নির্বাচন হতে চলেছে । আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন পর্ব । প্রথম দিনেই মনোনয়ন জমা দিতে যান মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু । কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে পুরাতন মালদার চৌরঙ্গী মোড় থেকে মিছিল করে জেলা প্রশাসনিকভবন চত্বরে পৌঁছন খগেন মুর্মু । পথে ইংরেজবাজার পৌরসভার সামনে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে দেখে এগিয়ে যান তিনি । একে অপরকে তাঁকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় ।

বিজেপির প্রশাসনিকভবন চত্বরে পৌঁছনোর আগেই সেখানে মনোনয়ন দিতে হাজির হয়েছিলেন এসইউসিআই প্রার্থী । দুই দলের কর্মী সমর্থকদের এগিয়ে যাওয়ার হুড়োহুড়িতে ধস্তাধস্তি বেঁধে যায় । এক সময় দুই দলের কর্মী-সমর্থকরা ব্যারিকেড টপকে 144 ধারা অমান্য করে প্রশাসনিকভবন চত্বরে ঢুকে পড়ে । যদিও পরে পুলিশকর্মীরা দুই দলের সমর্থকদের অন্য রাস্তা দিয়ে বাইরে বের করে দেন ।

মনোনয়ন কক্ষে যাওয়ার আগে খগেন মুর্মু বলেন, “মঙ্গলবাড়ি থেকে বিজেপি পরিবারের সদস্যরা মিছিল করে আমার মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছেন । প্রথম দিনেই মনোনয়ন জমা দিয়ে বাকি সময়ে জনসংযোগের দিকে মনোনিবেশ করতে চাই । মানুষ সংকল্প নিয়েছে এই চোরেদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করবে । গত লোকসভা নির্বাচনে মানুষ যেভাবে বিজেপিকে আশির্বাদ করেছিলেন, এবারও সেভাবেই আশির্বাদ দিয়ে জয়ী করবেন । প্রশাসনিকভবন চত্বরে 144 ধারা জারি রয়েছে । আমাদের সদস্যরা কেউ ভেতরে আসেননি । সকলে ব্যারিকেডের বাইরে দিয়ে চলে গিয়েছেন ।”

Nomination filing
মনোনয়ন নিয়ে মালদায় ধুন্ধুমার

এসইউসিআইয়ের মালদা জেলা সম্পাদক গৌতম সরকার বলেন, “এসইউসিআইয়ের দুই প্রার্থী কালীচরণ রায় ও অংশুধর মণ্ডলের মনোনয়নের জন্য আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে প্রশাসনিকভবন চত্বরে এসেছিলাম । কিন্তু বিজেপির লোকজন আমাদের ধাক্কা দিয়ে মহিলাদের গায়ে হাত দিয়ে সামনে চলে আসে । পুলিশকে জানানোর পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।”

আরও পড়ুন:

  1. বিজেপি প্রার্থী যেদিন মনোনয়নে, সেদিন শুরু কংগ্রেসের প্রচার, পুরনো গড়ে হাতের অবস্থান নিয়ে হতাশা
  2. আয় শূন্য হলেও 10 লাখি গাড়ির মালিক কংগ্রেস প্রার্থী ভিক্টর, ব্যাংকে লাখো টাকা
  3. ওয়েনাড়ে মুখোমুখি দুই 'ইন্ডিয়া', মনোনয়ন জমা অ্যানি রাজা-রাহুলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.