ETV Bharat / state

কল্যাণ ব্যানার্জি অপর্ণা সেন সম্বন্ধে ভালো কথা বললে খুব চিন্তার বিষয় হত: কৌশিক - KAUSHIK SLAMS KALYAN

অপর্ণা সেনকে কটাক্ষ করায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন কৌশিক সেন ৷ তাঁর মতে, এই সমাজ অপর্ণা সেনের যোগ্য নয় ৷

ETV BHARAT
কল্যাণকে তোপ কৌশিকের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 6:50 PM IST

কলকাতা, 15 অক্টোবর: সম্প্রতি সরকারপক্ষকে চিকিৎসকদের সঙ্গে অবিলম্বে আলোচনা করার জন্য আবেদন জানিয়েছে শিল্পী মহল । আলোচনায় মধ্যস্থতাকারী হতে চেয়েছেন অপর্ণা সেন । আর সেই নিয়েই অভিনেত্রীকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এই ঘটনায় শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেতা কৌশিক সেন ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, এই সমাজ অপর্ণা সেনের মতো মানুষের যোগ্য নয় ৷

কী বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ?

সোমবার প্রবীণ অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনকে তীব্র কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "অপর্ণা মাসিরা মনে করে তারাই মমতাকে গদিতে বসিয়েছে । মমতার কোনও দাম নেই ।" তিনি আরও বলেন, "অপর্ণা মাসিরাই সব গুলিয়ে দিচ্ছে । আর তো ও দিদি নেই, মাসি হয়েছে । এটা অন্তত বুঝতে চেষ্টা করুক ।"

সাংসদের এহেন মন্তব্যকে ভালো ভাবে নেননি অনেকেই ৷ সতীর্থের উদ্দেশে রাজনৈতিক নেতার এরূপ উক্তি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান নাট্যকার তথা অভিনেতা কৌশিক সেন ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "কল্যাণ ব্যানার্জি অপর্ণা সেন সম্বন্ধে ভালো কথা বললে সেটাই খুব চিন্তার বিষয় হত । আমি খুশি যে, একজন রাজনৈতিক নেতা সেই ভাষাতেই কথা বলেছেন যা তাঁকে মানায়...অবিকল...।"

শুধু তৃণমূল সাংসদ নন, অপর্ণা সেনের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে বামেদেরও একহাত নেন কৌশিক ৷ তিনি বলেন, "শাসকদলের একজন নেতার কাছ থেকে এর চেয়ে বেশি কী আশা করা যায়...? কিছু কাল আগে সিপিএম-এর কিছু কর্মী বা নেতারা আরজি করের সামনে অপর্ণা সেনের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন ৷ সেটা দেখে বহু ফেসবুক পুঙ্গবের কী উল্লাস...তার মধ্যে একজন/একাধিক সিপিএম-এর নাট্যশিল্পীরাও আছেন । ফলে আমার মনে হয়, এই সমাজ আর অপর্ণা সেনের মতো মানুষের যোগ্য নয় । সোশাল মিডিয়া, ফেসবুক কালচারের ফলে সবাই মনে করেন তাঁরাও গুরুত্বপূর্ণ । তাই যে কোনও মানুষকে গালাগাল করে তাঁরা প্রাসঙ্গিক হতে চান ।"

কৌশিক সেন আরও বলেন, "অপর্ণা সেনের উচিত উনি যে কাজটা করেন, সেটাই করা ৷ যেমন ফিল্ম মেকিং, স্ক্রিপ্ট লেখা, পড়াশোনা এই সব । কেউ কারও কথা শোনার অবস্থায় নেই । আসলে সবাই এখন খারাপ বা চটকদারি কথা বলে প্রাসঙ্গিক হতে চাইছে ।"

কলকাতা, 15 অক্টোবর: সম্প্রতি সরকারপক্ষকে চিকিৎসকদের সঙ্গে অবিলম্বে আলোচনা করার জন্য আবেদন জানিয়েছে শিল্পী মহল । আলোচনায় মধ্যস্থতাকারী হতে চেয়েছেন অপর্ণা সেন । আর সেই নিয়েই অভিনেত্রীকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এই ঘটনায় শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেতা কৌশিক সেন ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, এই সমাজ অপর্ণা সেনের মতো মানুষের যোগ্য নয় ৷

কী বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ?

সোমবার প্রবীণ অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনকে তীব্র কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "অপর্ণা মাসিরা মনে করে তারাই মমতাকে গদিতে বসিয়েছে । মমতার কোনও দাম নেই ।" তিনি আরও বলেন, "অপর্ণা মাসিরাই সব গুলিয়ে দিচ্ছে । আর তো ও দিদি নেই, মাসি হয়েছে । এটা অন্তত বুঝতে চেষ্টা করুক ।"

সাংসদের এহেন মন্তব্যকে ভালো ভাবে নেননি অনেকেই ৷ সতীর্থের উদ্দেশে রাজনৈতিক নেতার এরূপ উক্তি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান নাট্যকার তথা অভিনেতা কৌশিক সেন ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "কল্যাণ ব্যানার্জি অপর্ণা সেন সম্বন্ধে ভালো কথা বললে সেটাই খুব চিন্তার বিষয় হত । আমি খুশি যে, একজন রাজনৈতিক নেতা সেই ভাষাতেই কথা বলেছেন যা তাঁকে মানায়...অবিকল...।"

শুধু তৃণমূল সাংসদ নন, অপর্ণা সেনের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে বামেদেরও একহাত নেন কৌশিক ৷ তিনি বলেন, "শাসকদলের একজন নেতার কাছ থেকে এর চেয়ে বেশি কী আশা করা যায়...? কিছু কাল আগে সিপিএম-এর কিছু কর্মী বা নেতারা আরজি করের সামনে অপর্ণা সেনের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন ৷ সেটা দেখে বহু ফেসবুক পুঙ্গবের কী উল্লাস...তার মধ্যে একজন/একাধিক সিপিএম-এর নাট্যশিল্পীরাও আছেন । ফলে আমার মনে হয়, এই সমাজ আর অপর্ণা সেনের মতো মানুষের যোগ্য নয় । সোশাল মিডিয়া, ফেসবুক কালচারের ফলে সবাই মনে করেন তাঁরাও গুরুত্বপূর্ণ । তাই যে কোনও মানুষকে গালাগাল করে তাঁরা প্রাসঙ্গিক হতে চান ।"

কৌশিক সেন আরও বলেন, "অপর্ণা সেনের উচিত উনি যে কাজটা করেন, সেটাই করা ৷ যেমন ফিল্ম মেকিং, স্ক্রিপ্ট লেখা, পড়াশোনা এই সব । কেউ কারও কথা শোনার অবস্থায় নেই । আসলে সবাই এখন খারাপ বা চটকদারি কথা বলে প্রাসঙ্গিক হতে চাইছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.