ETV Bharat / state

শিলিগুড়ি থেকে মালিগাঁওয়ে স্থানান্তরিত দুর্ঘটনাগ্রস্ত মালবাহী ট্রেনের সহকারী চালক - Kanchanjungha Express Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 7:51 AM IST

Hospitalised Assistant Loco Pilot Manu Kumar Transferred: দুর্ঘটনার পর শিলিগুড়ির একটি নার্সিংহোমের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার মালবাহী ট্রেনের সহকারী লোকো পাইলট মনু কুমারকে ৷ বুধবার রাতে চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করা হল উত্তর-পূর্ব সীমান্ত রেলের হেডকোয়ার্টার মালিগাঁওতে ৷

Hospitalised Assistant Loco Pilot Manu Kumar Transferred
শিলিগুড়ি থেকে মালিগাঁওয়ে স্থানান্তরিত মনু কুমার (ফাইল চিত্র)

শিলিগুড়ি, 28 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বরাত জোড়ে বেঁচে গিয়েছেন তিনি ৷ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমের আইসিইউ-তে রাখা হয়েছিল দুর্ঘটনাগ্রস্ত মালবাহী ট্রেনের সহকারী লোকো পাইলট মনু কুমারকে ৷ জ্ঞান ফেরার পর নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন মনু ৷ এবার তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল উত্তর-পূর্ব সীমান্ত রেলের হেডকোয়ার্টার মালিগাঁওতে । বুধবার মাঝরাতে তাঁকে সড়কপথে অ্যাম্বুলেন্সে করে মালিগাঁওতে নিয়ে যাওয়া হয় । কিন্তু মনু কুমারকে স্থানান্তরিত করা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ।

সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক এলাকায় দুর্ঘটনার কবলে পরে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । কাঞ্চনজঙ্ঘার পিছনে সজোরে ধাক্কা মারে একটি মালবাহী ট্রেন। ঘটনায় মৃত্যু হয় 10 জনের ও আহত হন 40 জনেরও বেশি । ঘটনার তদন্তে নামেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ । তদন্তে নেমে ট্রেন ম্যানেজার, ট্র‍্যাকমান, সিগন্যালিং থেকে স্টেশন মাস্টার সবাইকে জিজ্ঞাসাবাদ করেন তিনি । তদন্তে একটা বিষয় পরিস্কার হয়ে যায়, একমাত্র সাক্ষী মনু কুমার ছাড়া দুর্ঘটনার নেপথ্যে থাকা কারণ খোলাসা হওয়া সম্ভব নয় ।

দুর্ঘটনার পর মনু কুমারের চিকিৎসা চলছিল শিলিগুড়ির এক নার্সিংহোমে । সেখানে তাঁর পেটে অপারেশন করা হয় । নার্সিংহোম সূত্রে খবর, শারীরিক দিক দিয়ে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল মনু কুমার । যদিও মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন তিনি । তবে সেই চিকিৎসা শিলিগুড়ির হাসপাতালেই সম্ভব ছিল বলে জানিয়েছেন চিকিৎসক মহলের একাংশ । কিন্তু শিলিগুড়িতে থাকলে রাজনৈতিক, সংবাদমাধ্যম ও রাজ্যের তদন্তকারী সংস্থার চাপ থাকায় তাঁকে মালিগাঁওয়ের রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে । এই বিষয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, "মনু কুমারের উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালিগাঁওয়ের রেল হাসপাতালে পাঠানো হয়েছে ।" তবে রেল সূত্রে জানা গিয়েছে, সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সেফটি কমিশনার-সহ অন্যান্য রেল আধিকারিকরা ।

শিলিগুড়ি, 28 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বরাত জোড়ে বেঁচে গিয়েছেন তিনি ৷ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমের আইসিইউ-তে রাখা হয়েছিল দুর্ঘটনাগ্রস্ত মালবাহী ট্রেনের সহকারী লোকো পাইলট মনু কুমারকে ৷ জ্ঞান ফেরার পর নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন মনু ৷ এবার তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল উত্তর-পূর্ব সীমান্ত রেলের হেডকোয়ার্টার মালিগাঁওতে । বুধবার মাঝরাতে তাঁকে সড়কপথে অ্যাম্বুলেন্সে করে মালিগাঁওতে নিয়ে যাওয়া হয় । কিন্তু মনু কুমারকে স্থানান্তরিত করা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ।

সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক এলাকায় দুর্ঘটনার কবলে পরে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । কাঞ্চনজঙ্ঘার পিছনে সজোরে ধাক্কা মারে একটি মালবাহী ট্রেন। ঘটনায় মৃত্যু হয় 10 জনের ও আহত হন 40 জনেরও বেশি । ঘটনার তদন্তে নামেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ । তদন্তে নেমে ট্রেন ম্যানেজার, ট্র‍্যাকমান, সিগন্যালিং থেকে স্টেশন মাস্টার সবাইকে জিজ্ঞাসাবাদ করেন তিনি । তদন্তে একটা বিষয় পরিস্কার হয়ে যায়, একমাত্র সাক্ষী মনু কুমার ছাড়া দুর্ঘটনার নেপথ্যে থাকা কারণ খোলাসা হওয়া সম্ভব নয় ।

দুর্ঘটনার পর মনু কুমারের চিকিৎসা চলছিল শিলিগুড়ির এক নার্সিংহোমে । সেখানে তাঁর পেটে অপারেশন করা হয় । নার্সিংহোম সূত্রে খবর, শারীরিক দিক দিয়ে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল মনু কুমার । যদিও মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন তিনি । তবে সেই চিকিৎসা শিলিগুড়ির হাসপাতালেই সম্ভব ছিল বলে জানিয়েছেন চিকিৎসক মহলের একাংশ । কিন্তু শিলিগুড়িতে থাকলে রাজনৈতিক, সংবাদমাধ্যম ও রাজ্যের তদন্তকারী সংস্থার চাপ থাকায় তাঁকে মালিগাঁওয়ের রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে । এই বিষয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, "মনু কুমারের উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালিগাঁওয়ের রেল হাসপাতালে পাঠানো হয়েছে ।" তবে রেল সূত্রে জানা গিয়েছে, সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সেফটি কমিশনার-সহ অন্যান্য রেল আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.