বারাসত, 24 জুন: কামদুনি ঘটনার প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে মারধরের অভিযোগ ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি করার অপরাধে মারধর করার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগ তৃণমূলের বিজয় মিছল চলাকালীন কয়েকজন দুষ্কৃতী হামলা চালিয়েছে ৷ নিউটাউনের টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ৷ এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷
সূত্রের খবর, বনমালী পুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল যাচ্ছিল ৷ সেই সময়ে স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন কামদুনি প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামী তথা বিজেপি কর্মী বিশ্বজিৎ মণ্ডল ৷ অভিযোগ, সেইসময়েই তাঁর উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তাঁকে মারধর করে ৷ এমনকী প্রাণ মারার হুমকি দেয় ৷ আহত অবস্থায় তাঁকে স্থানীয় জিরানগাছা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷
ঘটনা প্রসঙ্গেই টুম্পা কয়াল বলেন, "এর আগে আমায় প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল ৷ এবার আমার স্বামীর উপর হামলা করা হয়েছে ৷ শুধুমাত্র আমার কারণেই হামলা করা হয়েছে ৷ আমার স্বামী বিজেপি করে ৷ আরও অনেকে আছেন যাঁরা বিজেপি করেন ৷ কিন্তু আমি শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম ৷ আমায় না-পেয়ে আমার স্বামীর উপর হামলা করা হয়েছে ৷"
ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন টুম্পা ৷ তিনি জানান, প্রথমে নিউটাউন টোকনোসিটি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে ৷ এরপরই স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা থনার সামনে অবস্থান বিক্ষোভে বসেন ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ ৷ তারপরই পরই পুলিশ অভিযোগ নেয় ৷