ETV Bharat / state

মহিলাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার জামিন, আতঙ্কে আক্রান্ত - Kalna TMC Leader Women Torture - KALNA TMC LEADER WOMEN TORTURE

TMC Leader Beats Woman: মহিলাকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতাকে জামিন দিল কালনা মহকুমা আদালত ৷ রবিবার বিকেলে গোপাল তিওয়ারি নামে কালনা শহর তৃণমূলের সাধারণ সম্পাদকের জামিন মঞ্জুর করা হয়েছে ৷ জানা গিয়েছে, মহিলাকে মারধর ও নিগ্রহের ঘটনায় জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছিল পুলিশের তরফে ৷

ETV BHARAT
কালনায় মহিলাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার জামিন ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 9:03 PM IST

কালনা, 28 জুলাই: বাড়িতে ঢুকে মহিলা এবং তাঁর পরিবারকে মারধরের ঘটনায়, জামিন পেলেন অভিযুক্ত তৃণমূল নেতা ৷ পূর্ব বর্ধমানের কালনা শহরের এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা গোপাল তিওয়ারিকে পুলিশ গ্রেফতার করেছিল ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী, জামিন যোগ্য ধারায় মামলা হয়েছিল বলে জানিয়েছেন সরকারি আইনজীবী ৷

কালনায় মহিলাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার জামিন ৷ (ইটিভি ভারত)

কালনা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি শনিবারেও আক্রান্ত মহিলা এবং তাঁর পরিবারকে হুমকি দিয়েছিল ৷ কিন্তু, গ্রেফতারির কয়েকঘণ্টার মধ্যে আদালত থেকে জামিনও পেয়ে গিয়েছেন অভিযুক্ত এবং তাঁর দলবল ৷ এরপরেই পুলিশ প্রশাসন ও আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী মহিলা ৷ তিনি এবং তাঁর পরিবার আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন ৷ আগেই হুমকি দিয়েছিলেন গোপাল তিওয়ারি ৷ এবার জামিনে মুক্তি পেয়ে ফের, তাঁদের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আক্রান্ত মহিলা ৷

তৃণমূল নেতার জামিন নিয়ে প্রশ্ন

তিনি বলেন, "আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ আমার বাচ্চাকে মারধর করল ৷ পরিবারের সবাইকে মারধর করল ৷ আমার কপাল ফাটিয়ে দিল ৷ সব কিছুর ভিডিয়ো ফুটেজ দিয়ে প্রমাণ দিলাম ৷ তারপরেও সে কীভাবে জামিন পেয়ে যায় ? যারা প্রভাবশালী ব্যক্তি, টাকা পয়সার জোর আছে, তাদের কি কোনও অন্যায় নেই ৷ টাকার জোর থাকলেই সব হয় ! এবার তো ভয় হচ্ছে, যেভাবে কাল হুমকি দিয়েছে ৷ এতকিছুর পরে তো যা খুশি তাই করে দিতে পারে ! ফলে আতঙ্কে রয়েছি আমরা ৷"

সরকারি আইনজীবী অপূর্ব দাস বলেন, "গোপাল তিওয়ারি নামে একজনকে কালনা থানার পুলিশ গ্রেফতার করে ৷ এদিন তাঁকে কালনা মহকুমা আদালতে তোলা হলে, আদালত তাঁর জামিন করে দেয় ৷ জামিন যোগ্য অপরাধ থাকায় তাঁকে জামিন দেওয়া হয়েছে ৷ যে ধারায় অভিযোগ করা হয়েছিল সেগুলো জামিনযোগ্য ৷ আদালতের সামনে যে রেকর্ড আসে, তার ভিত্তিতেই আদালত জামিন দেয় ৷ আর যেখানে বেল-অ্যাবল অফেন্স থাকে, সেখানে জামিনের বিরোধিতা করার কিছু থাকে না ৷"

উল্লেখ্য, মহিলার বাড়ি সংলগ্ন একটি জমিতে অভিযুক্ত তৃণমূল নেতার পাঁচিল তোলা নিয়ে বিবাদের শুরু ৷ অভিযোগ, গোপাল তিওয়ারি তাঁদের জমির ভিতর থেকে পাঁচিল তুলছিলেন ৷ তা নিয়েই আপত্তি জানান ৷ যার পরেই শনিবার গোপাল তিওয়ারি তাঁর দলবল নিয়ে মহিলার বাড়িতে হামলা চালান বলে অভিযোগ ৷ সেই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে তৃণমূল নেতাকে মহিলাকে চড় মারতে দেখা গিয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

পালটা অভিযুক্ত তৃণমূল নেতা সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, ল্যান্ড ব্যাঙ্ক থেকে কেনা জমিতে পাঁচিল তুলছিলেন ৷ কিন্তু, মহিলা এবং তাঁর পরিবার শনিবার ঝামেলা শুরু করেন ৷ তাঁরা নাকি, বিনা প্ররোচনায় পাঁচিল ভেঙে দেন ৷ প্রতিবাদ করলে মহিলার পরিবার হামলা চালায় বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা ৷

কালনা, 28 জুলাই: বাড়িতে ঢুকে মহিলা এবং তাঁর পরিবারকে মারধরের ঘটনায়, জামিন পেলেন অভিযুক্ত তৃণমূল নেতা ৷ পূর্ব বর্ধমানের কালনা শহরের এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা গোপাল তিওয়ারিকে পুলিশ গ্রেফতার করেছিল ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী, জামিন যোগ্য ধারায় মামলা হয়েছিল বলে জানিয়েছেন সরকারি আইনজীবী ৷

কালনায় মহিলাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার জামিন ৷ (ইটিভি ভারত)

কালনা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি শনিবারেও আক্রান্ত মহিলা এবং তাঁর পরিবারকে হুমকি দিয়েছিল ৷ কিন্তু, গ্রেফতারির কয়েকঘণ্টার মধ্যে আদালত থেকে জামিনও পেয়ে গিয়েছেন অভিযুক্ত এবং তাঁর দলবল ৷ এরপরেই পুলিশ প্রশাসন ও আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী মহিলা ৷ তিনি এবং তাঁর পরিবার আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন ৷ আগেই হুমকি দিয়েছিলেন গোপাল তিওয়ারি ৷ এবার জামিনে মুক্তি পেয়ে ফের, তাঁদের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আক্রান্ত মহিলা ৷

তৃণমূল নেতার জামিন নিয়ে প্রশ্ন

তিনি বলেন, "আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ আমার বাচ্চাকে মারধর করল ৷ পরিবারের সবাইকে মারধর করল ৷ আমার কপাল ফাটিয়ে দিল ৷ সব কিছুর ভিডিয়ো ফুটেজ দিয়ে প্রমাণ দিলাম ৷ তারপরেও সে কীভাবে জামিন পেয়ে যায় ? যারা প্রভাবশালী ব্যক্তি, টাকা পয়সার জোর আছে, তাদের কি কোনও অন্যায় নেই ৷ টাকার জোর থাকলেই সব হয় ! এবার তো ভয় হচ্ছে, যেভাবে কাল হুমকি দিয়েছে ৷ এতকিছুর পরে তো যা খুশি তাই করে দিতে পারে ! ফলে আতঙ্কে রয়েছি আমরা ৷"

সরকারি আইনজীবী অপূর্ব দাস বলেন, "গোপাল তিওয়ারি নামে একজনকে কালনা থানার পুলিশ গ্রেফতার করে ৷ এদিন তাঁকে কালনা মহকুমা আদালতে তোলা হলে, আদালত তাঁর জামিন করে দেয় ৷ জামিন যোগ্য অপরাধ থাকায় তাঁকে জামিন দেওয়া হয়েছে ৷ যে ধারায় অভিযোগ করা হয়েছিল সেগুলো জামিনযোগ্য ৷ আদালতের সামনে যে রেকর্ড আসে, তার ভিত্তিতেই আদালত জামিন দেয় ৷ আর যেখানে বেল-অ্যাবল অফেন্স থাকে, সেখানে জামিনের বিরোধিতা করার কিছু থাকে না ৷"

উল্লেখ্য, মহিলার বাড়ি সংলগ্ন একটি জমিতে অভিযুক্ত তৃণমূল নেতার পাঁচিল তোলা নিয়ে বিবাদের শুরু ৷ অভিযোগ, গোপাল তিওয়ারি তাঁদের জমির ভিতর থেকে পাঁচিল তুলছিলেন ৷ তা নিয়েই আপত্তি জানান ৷ যার পরেই শনিবার গোপাল তিওয়ারি তাঁর দলবল নিয়ে মহিলার বাড়িতে হামলা চালান বলে অভিযোগ ৷ সেই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে তৃণমূল নেতাকে মহিলাকে চড় মারতে দেখা গিয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

পালটা অভিযুক্ত তৃণমূল নেতা সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, ল্যান্ড ব্যাঙ্ক থেকে কেনা জমিতে পাঁচিল তুলছিলেন ৷ কিন্তু, মহিলা এবং তাঁর পরিবার শনিবার ঝামেলা শুরু করেন ৷ তাঁরা নাকি, বিনা প্ররোচনায় পাঁচিল ভেঙে দেন ৷ প্রতিবাদ করলে মহিলার পরিবার হামলা চালায় বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.