জলপাইগুড়ি, 14 জানুয়ারি: আর গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা যাবে না বাগরাকোটে রাজ্যের প্রথম লুপ সেতুতে ৷ এভাবে পর্যটকদের ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন । এমনকি লুপ সেতুর আধ কিলোমিটারের আগে ও পরে কেউ গাড়ি নিয়ে দাঁড়াতে পারবেন না । এমনটাই নির্দেশিকায় জানালেন কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি ।
অপূর্ব সুন্দর এই লুপ সেতু দেখতে দিন দিন ভিড় বাড়ছিল বাগরাকোটে । পর্যটকদের সেলফি তোলার হিড়িক পড়ে গিয়েছিল ৷ পাশাপাশি লুপ সেতুতে গাড়ি পার্কিং চলছিল যত্রতত্র । দুর্ঘটনা ঘটার কথা চিন্তা করে আপাতত লুপ সেতুর উপর ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এই রুটে কোনও যানবাহনকে দাঁড় করিয়ে ছবি তোলা যাবে না বলে নির্দেশিকায় জানাল কালিম্পং জেলা প্রশাসন ।
সেনাবাহিনীর প্রয়োজনে ভারত-চিন সীমান্ত নাথুলা পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা হয়েছে ৷ সেটি হল নির্মীয়মাণ 717-এ নম্বর জাতীয় সড়ক ৷ এই জাতীয় সড়কের উপর লুপ সেতুই এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে । প্রায়দিনই হাজার হাজার মানুষ সেতু দেখতে যেমন যাচ্ছেন, তেমনই সেতুর উপর গাড়ি পার্কিং করছেন পর্যটকরা । এর ফলে যেমন যানজট হচ্ছে, তেমনই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাজেরও অসুবিধা হচ্ছে ।
সে কথা মাখায় রেখে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি এবার নিষেধাজ্ঞা জারি করেছেন, 717-এ নম্বর জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ লুপ সেতুর আগে 500 মিটার ও লুপ সেতুর পরে 500 মিটারের মধ্যে কেউ কোনও গাড়ি পার্কিং করতে পারবেন না । গত 2 জানুয়ারি লুপ সেতু দেখতে গিয়ে একটি ম্যাজিক গাড়ি উলটে 13 জন মালবাজারের বাসিন্দা আহত হওয়ার ঘটনা ঘটে । নির্মীয়মাণ সেতুতে যাতে এরকম কোনও অপ্রীতিকর ঘটনা আর না-ঘটে, সেই কারণেই প্রশাসন কড়া পদক্ষেপ করল বলে মত ওয়াকিবহাল মহলের ।
ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 717-এ নম্বর জাতীয় সড়কটি নির্মাণ করছে । জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে কালিম্পং, পাকয়াং ও গ্যাংটক জেলার মধ্যে দিয়ে এই জাতীয় সড়কটি যাবে । বাগরাকোটের এই নির্মীয়মাণ সেতুর কাজে সমস্যা হচ্ছে । ফলে এনএইচআইডিসিএল কালিম্পং জেলা প্রশাসনকে সেতুর উপর যান চলাচল ও ছবি তোলার বিষয়ে অবগত করে । তাদের কাজ করতে সমস্যার কথা জানিয়ে জেলাশাসককে চিঠিও দেওয়া হয় । এরপরেই সাধারণ মানুষের নিরাপত্তার কারণে কালিম্পং জেলা প্রশাসন ছবি তোলা ও গাড়ি পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল ।
জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে লুপ সেতুটি 4-5 কিলোমিটার দূরেই অবস্থিত । বাগরাকোট থেকে নাথুলা পর্যন্ত 717-এ নম্বর জাতীয় সড়কটি ভারত-চিন সীমান্ত নাথুলা পর্যন্ত যাবে । পাহাড় কেটে রাস্তাটি 2018-2019 সাল থেকে তৈরি করা হচ্ছে । এই জাতীয় সড়কটির জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে চুইখিম রাস্তার মাঝে লুপ পুলটি তৈরি হয়েছে । যা পর্যটকদের মন কাড়ছে ।
এই নয়া জাতীয় সড়কটি দুই লেনের ৷ জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে চুইখিম, দাড়াগাও, বরবর, কাফের হয়ে কালিম্পং বাইপাস দিয়ে আলগারা, ঋষি পেডং, রোরাথাং পাকয়াং এয়ারপোর্টের পাশ দিয়ে রানিপুল হয়ে নাথুলা পর্যন্ত রাস্তাটি যাবে ।