ETV Bharat / state

পাঙ্গা নিও না, আমিও চুড়ি পরে বসে নেই; অনুব্রত ফিরতেই ভিন্ন সুর কাজলের - Kajal Sheikh - KAJAL SHEIKH

Kajal Sheikh: অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় ফিরতেই সুর চড়ালেন কাজল শেখ ৷ নানুরে 'কেষ্ট' ঘনিষ্ঠ নেতাকে নাম না-করে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি ৷ পাশাপাশি তাঁর দাবি, অনুব্রতর ছবি থাক, কিন্তু মুখ্যমন্ত্রীর গঠিত কোর কমিটির সদস্যদের ছবিও রাখতে হত দলীয় কার্যালয়ে ৷

Kajal Sheikh
অনুব্রত মণ্ডল ফিরতেই কাজল শেখের সুর বদল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 3:08 PM IST

Updated : Sep 26, 2024, 3:36 PM IST

বোলপুর, 26 সেপ্টেম্বর: বীরভূমের 'বাঘ' অনুব্রত মণ্ডল জেলায় ফিরতেই যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখের গলায় অন্য সুর ৷ নানুরের থুপসরা এলাকায় দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নাম না-করে হুঁশিয়ারি দিতে দেখা গেল তাঁকে ৷ তিনি বলেন, "আমি বালির পার্সেন্টেজ খেতে আসিনি ৷ দলটা ভালোবেসে করি ৷ যদি কেউ মনে করেন পাঙ্গা নেব, আমি চুড়ি পরে বসে নেই ৷ আমি সব খেলাই খেলতে জানি ৷" রাজনৈতির মহলের দাবি, অনুব্রত-ঘনিষ্ঠ নেতা আবদুল করিম খানের উদ্দেশেই এই হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখ ৷

গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে মঙ্গলবার 2 বছর পর বীরভূম জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল । দীর্ঘ দিন পর বুধবার বোলপুরে দলীয় কার্যালয়ে এসেছিলেন তিনি ৷ তবে তাঁর আসার আগে, এই কার্যালয়ের বাইরে থাকা কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া বোর্ডটি সরিয়ে ফেলতে দেখা গিয়েছিল ৷ তার পরিবর্তে কার্যালয় জুড়ে অনুব্রতর ছবি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে এবার সরব হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ ।

অনুব্রত ফিরতেই ভিন্ন সুর কাজলের (নিজস্ব চিত্র)

এই প্রসঙ্গে তিনি বলেন, "দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের ছবি লাগানো হয়েছে ভালো কথা ৷ তিনি আমাদের দলের অভিভাবক । বীরভূম জেলায় তিল তিল করে সংগঠন গড়ে তুলেছেন তিনি ৷ কিন্তু, কোর কমিটির সদস্যদের ছবি সরানো ঠিক হয়নি ৷ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করেছেন । তাই অনুব্রতর ছবি থাকত, কোর কমিটির ছবিও রাখা যেত ৷ তৃণমূল কার্যালয় সবার ।"

উল্লেখ্য, জেলায় ফিরলেও এখনও পদে ফেরেননি অনুব্রত । জেলার প্রায় সব শীর্ষ নেতাই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসছেন ৷ তবে এখনও পর্যন্ত কাজল শেখ 'কেষ্ট'র সঙ্গে দেখা করেননি ৷ তাই বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে কী ঘটতে চলেছে সেটাই এখন দেখার ৷

বোলপুর, 26 সেপ্টেম্বর: বীরভূমের 'বাঘ' অনুব্রত মণ্ডল জেলায় ফিরতেই যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখের গলায় অন্য সুর ৷ নানুরের থুপসরা এলাকায় দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নাম না-করে হুঁশিয়ারি দিতে দেখা গেল তাঁকে ৷ তিনি বলেন, "আমি বালির পার্সেন্টেজ খেতে আসিনি ৷ দলটা ভালোবেসে করি ৷ যদি কেউ মনে করেন পাঙ্গা নেব, আমি চুড়ি পরে বসে নেই ৷ আমি সব খেলাই খেলতে জানি ৷" রাজনৈতির মহলের দাবি, অনুব্রত-ঘনিষ্ঠ নেতা আবদুল করিম খানের উদ্দেশেই এই হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখ ৷

গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে মঙ্গলবার 2 বছর পর বীরভূম জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল । দীর্ঘ দিন পর বুধবার বোলপুরে দলীয় কার্যালয়ে এসেছিলেন তিনি ৷ তবে তাঁর আসার আগে, এই কার্যালয়ের বাইরে থাকা কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া বোর্ডটি সরিয়ে ফেলতে দেখা গিয়েছিল ৷ তার পরিবর্তে কার্যালয় জুড়ে অনুব্রতর ছবি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে এবার সরব হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ ।

অনুব্রত ফিরতেই ভিন্ন সুর কাজলের (নিজস্ব চিত্র)

এই প্রসঙ্গে তিনি বলেন, "দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের ছবি লাগানো হয়েছে ভালো কথা ৷ তিনি আমাদের দলের অভিভাবক । বীরভূম জেলায় তিল তিল করে সংগঠন গড়ে তুলেছেন তিনি ৷ কিন্তু, কোর কমিটির সদস্যদের ছবি সরানো ঠিক হয়নি ৷ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করেছেন । তাই অনুব্রতর ছবি থাকত, কোর কমিটির ছবিও রাখা যেত ৷ তৃণমূল কার্যালয় সবার ।"

উল্লেখ্য, জেলায় ফিরলেও এখনও পদে ফেরেননি অনুব্রত । জেলার প্রায় সব শীর্ষ নেতাই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসছেন ৷ তবে এখনও পর্যন্ত কাজল শেখ 'কেষ্ট'র সঙ্গে দেখা করেননি ৷ তাই বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে কী ঘটতে চলেছে সেটাই এখন দেখার ৷

Last Updated : Sep 26, 2024, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.