কলকাতা, 29 জানুয়ারি: গুরুতর অসুস্থ বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবীর সুমন। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউতে ভরতি 'নাগরিক কবিয়াল'। সোমবার দুপুর তিনটের সময় সঙ্গীত শিল্পীকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার অবস্থার অবনতি হয়। ফলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন সাংসদ। চিকিৎসকরা আরও জানিয়েছেন, হৃৎপিণ্ড জনিত সমস্যায় ভুগছেন শিল্পী। এর আগেও 2021 সালে ফুসফুসজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এবার ফের অসুস্থ হয়ে পড়েছেন সুমন ৷ বাড়িতেই অসুস্থ বোধ করেন এদিন। দেরী না করে সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করছে হাসপাতাল। শিল্পীর শ্বাসপ্রশ্বাসের সমস্যা হলেও হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন আগের তুলনায় স্থিতিশীল। অক্সিজেন চলছে তাঁর। কথাও বলছেন তিনি। এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন শিল্পী। চিকিৎসার পর সুস্থও হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য় ব্যবস্থার প্রশংসাও করেছেন সুমন।
দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারিরীক জটিলতায় ভুগছেন তিনি। করোনা পরিস্থিতির সময় একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে দেখা গিয়েছিল সংগীত শিল্পীকে। শ্বাসকষ্ট ও গলার ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল তাঁকে। ওই সময় তাঁকে করোনা পরীক্ষা হয়েছিল। তবে সেই রিপোর্ট নেগেটিভ আসে। ফুসফুসের একটি অংশে সংক্রমণ ধরা পড়েছিল সংগীত শিল্পীর। করোনা নেগেটিভ হওয়ায় শারীরিক জটিলতা কাটিয়ে ক্রমশই সুস্থ হয়ে ওঠে উঠেছিলেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। সোশাল মিডিয়ায় শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ কলকাতা বইমেলায়
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পাহাড়ের সব স্কুলে কোটি টাকার হিটার, মানবিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
নেই একদিন প্রতিদিনের 'মিনু', প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার