কলকাতা, 14 নভেম্বর: শনিবার থেকে হাসপাতালে ভর্তি রেশন দুর্নীতি-কাণ্ডে সংশোধনাগারে বন্দি জ্যোতিপ্রিয় মল্লিক । অথচ একথা জানতই না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এদিন ফের তারা প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনে আপত্তি জানিয়েছে ৷
জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী আজ আদালতে জানান, বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মন্ত্রী । গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি । চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন জ্যোতিপ্রিয় ।
হাসপাতালের তরফে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । নিম্ন রক্তচাপ এবং বুকে ব্যথা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের । এর পাশাপাশি নাক দিয়েও রক্ত বেরোয় তাঁর । প্রথমে প্রেসিডেন্সি সংশোধনাগারে চিকিৎসকরা গিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষা করেন । তবে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে ।
রেশন দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক । তবে তাঁর শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই বেগতিক । গ্রেফতার হওয়ার পরে আরও একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে । বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । এছাড়াও তিনি এসএসকেএম হাসপাতালেও আগে ভর্তি ছিলেন ।
বুকে ব্যথার পাশাপাশি মাথা ঘোরার প্রবণতাও রয়েছে প্রাক্তন মন্ত্রীর । সেই কারণে এসএসকেএম হাসপাতালে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল । মেডিক্যাল টিমের তরফে বেশকিছু টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে । প্রেসিডেন্সি সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়লে এসএসকেএম হাসপাতালে এই মেডিক্যাল টিমই তাঁর চিকিৎসা করে ।
প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় জামিনের আবেদনে আজ ফের আপত্তি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করা হয়েছিল জ্যোতিপ্রিয়ের তরফে । বৃহস্পতিবার বিশেষ আদালতে এই আবেদনেই আপত্তি জানিয়েছে ইডি । তারা জ্যোতিপ্রিয়র হাসপাতালে ভর্তির কথা জানতও না বলে আদালতে জানিয়েছে ৷ এছাড়াও আদালতে তাদের তরফে রিপোর্টও পেশ করা হয়েছে । যার শুনানি হবে আগামী 20 নভেম্বর ।