কলকাতা, 14 মে: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত মামলা শুনলেন না বিচারপতি জয় সেনগুপ্ত ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলাটি ছেড়ে দিলেন তিনি ৷ মামলাটি এই মুহূর্তে প্রধান বিচারপতির কাছে পাঠানো হচ্ছে ৷ তিনি ফের নতুন কোনও বেঞ্চ ঠিক করবেন মামলার শুনানির জন্য ৷ উল্লেখ্য, তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআরের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্ট একটি মামলা দায়ের করেন বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে ৷ কিন্তু, আজ সেই মামলার শুনানি করতে চাইলেন না বিচারপতি জয় সেনগুপ্ত ৷
সোমবার পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের অনুমতি চেয়ে আবেদন করেন ৷ বিচারপতি জয় সেনগুপ্ত নিজেই সেই অনুমতি দিয়েছিলেন ৷ আজ মামলার শুনানি শুরু হওয়ার আগেই বিচারপতি সেনগুপ্ত জানিয়ে দেন, তিনি মামলাটি শুনতে পারবেন না, ব্যক্তিগত কিছু কারণে ৷
উল্লেখ্য, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিন মেদিনীপুরে তৃণমূলের তরফে এসএসসি-র একাংশ চাকরিহারাদের নিয়ে ধরনা কর্মসূচি চলছিল ৷ সেখানে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির তরফে ৷ যে ঘটনায় তমলুক থানায় তাঁর নামে এফআইআর দায়ের করা হয় ৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, পুলিশ অতিসক্রিয় হয়ে অভিযোগ দায়ের করেছে ৷ যেখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে 307-এর মতো গুরুতর ধারা যুক্ত করা হয় ৷
অভিযোগের সত্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন ৷ উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামেও অভিযোগ দায়ের করেছিল পুলিশ । কিন্তু, শুভেন্দু অধিকারীকে আদালত সুরক্ষাকবচ দিয়ে রাখায়, পরে অভিযোগ থেকে পুলিশ তাঁর নাম বাদ দেয় ৷
আরও পড়ুন: