ETV Bharat / state

'কালীঘাটে গিয়ে পুজা দিয়েছে মনে হয়', শুক্রে এজলাসে প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - SSC recruitment scam

Justice Abhijit Gangopadhyay: আজ থেকে এজলাসে বসলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর শুনানির বিষয় অর্থাৎ ডিটারমিনেশন পরিবর্তন করা হয়েছে ৷ বিচারপতির এজলাসে হচ্ছে না শিক্ষক নিয়োগ মামলার শুনানি ৷ এজলাসে বসেই কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ?

ETV Bharat
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 1:55 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: "মনে হয় ডিআই ও অন্যরা কালীঘাটে গিয়ে পুজা দিয়েছেন", নিজের শুনানির বিষয় বা ডিটারমিনেশন পরিবর্তন হওয়া নিয়ে প্রথম এজলাসে বসেই এমন প্রতিক্রিয়া দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

গত 31 জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি থেকে সরিয়ে তাঁর কাছে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচারের দায়িত্ব দিয়েছেন ৷ হাইকোর্টের কোন বিচারপতি কী মামলা শুনবেন, মাস্টার অফ রোস্টার হিসাবে প্রধান বিচারপতি তা ঠিক করেন ৷

এরপর থেকে এজলাসে আসেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এই পরিবর্তনের পর শুক্রবার প্রথম এজলাসে এসে অন্য মামলার শুনানি চলাকালীনই বিচারপতি বলেন, "গত বছর যখন লেবার ম্যাটার শুনতাম, তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে 'মা একে সরাও' বলে পুজো দিয়ে এসেছিলেন ৷ এখন মনে হয় ডিআই আর অন্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন ৷"

কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সময় ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহারের অভিযোগ ওঠে ৷ এই সংক্রান্ত মামলায় নির্দেশ দেওয়া নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ ভিন্ন নির্দেশ দেন ৷ এ নিয়ে দুই বিচারপতির মধ্যে বেনজির সংঘাত তৈরি হয় ৷ এর জল গড়ায় সুপ্রিম কোর্টেও ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই সংক্রান্ত মামলায় দুই বিচারপতির বেঞ্চের সব নির্দেশ খারিজ করে দেন ৷

এই ঝামেলার পর বিচারপতি সৌমেন সেনও চলতি সপ্তাহে উচ্চপ্রাথমিকের মামলা না-শুনেই ছেড়ে দেন ৷ এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে অপমান করার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ক্ষমা দাবি করেন হাইকোর্টের 253 জন আইনজীবী ৷ এই দাবি জানিয়ে আইনজীবীদের স্বাক্ষর করা একটি চিঠি প্রধান বিচারপতিকে দেওয়া হয় ৷ ঘটনাক্রমে যেদিন এই চিঠি দেওয়া হয়, তার পরদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিটারমিনেশন পরিবর্তন করে দেওয়া হয় ৷

আরও পড়ুন:

  1. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা
  2. আদালতে 2 বিচারপতির ঝগড়ায় লজ্জিত ও দুঃখিত হাইকোর্টের প্রধান বিচারপতি
  3. 'এনাফ ইজ এনাফ', এবার শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন

কলকাতা, 2 ফেব্রুয়ারি: "মনে হয় ডিআই ও অন্যরা কালীঘাটে গিয়ে পুজা দিয়েছেন", নিজের শুনানির বিষয় বা ডিটারমিনেশন পরিবর্তন হওয়া নিয়ে প্রথম এজলাসে বসেই এমন প্রতিক্রিয়া দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

গত 31 জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি থেকে সরিয়ে তাঁর কাছে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচারের দায়িত্ব দিয়েছেন ৷ হাইকোর্টের কোন বিচারপতি কী মামলা শুনবেন, মাস্টার অফ রোস্টার হিসাবে প্রধান বিচারপতি তা ঠিক করেন ৷

এরপর থেকে এজলাসে আসেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এই পরিবর্তনের পর শুক্রবার প্রথম এজলাসে এসে অন্য মামলার শুনানি চলাকালীনই বিচারপতি বলেন, "গত বছর যখন লেবার ম্যাটার শুনতাম, তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে 'মা একে সরাও' বলে পুজো দিয়ে এসেছিলেন ৷ এখন মনে হয় ডিআই আর অন্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন ৷"

কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সময় ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহারের অভিযোগ ওঠে ৷ এই সংক্রান্ত মামলায় নির্দেশ দেওয়া নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ ভিন্ন নির্দেশ দেন ৷ এ নিয়ে দুই বিচারপতির মধ্যে বেনজির সংঘাত তৈরি হয় ৷ এর জল গড়ায় সুপ্রিম কোর্টেও ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই সংক্রান্ত মামলায় দুই বিচারপতির বেঞ্চের সব নির্দেশ খারিজ করে দেন ৷

এই ঝামেলার পর বিচারপতি সৌমেন সেনও চলতি সপ্তাহে উচ্চপ্রাথমিকের মামলা না-শুনেই ছেড়ে দেন ৷ এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে অপমান করার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ক্ষমা দাবি করেন হাইকোর্টের 253 জন আইনজীবী ৷ এই দাবি জানিয়ে আইনজীবীদের স্বাক্ষর করা একটি চিঠি প্রধান বিচারপতিকে দেওয়া হয় ৷ ঘটনাক্রমে যেদিন এই চিঠি দেওয়া হয়, তার পরদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিটারমিনেশন পরিবর্তন করে দেওয়া হয় ৷

আরও পড়ুন:

  1. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা
  2. আদালতে 2 বিচারপতির ঝগড়ায় লজ্জিত ও দুঃখিত হাইকোর্টের প্রধান বিচারপতি
  3. 'এনাফ ইজ এনাফ', এবার শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.