কলকাতা, 8 ফেব্রুয়ারি: নন্দনে অভিনেতা-সাংসদ দেবের ছবি দেখে প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ প্রশংসা শুনে আপ্লুত দেবও ৷ বৃহস্পতিবার দেবের রাজনীতি থেকে সরে আসার জল্পনার মাঝেই বিচারপতির সিনেমাপ্রেম নজর কেড়েছে সকলের ৷
বুধবার নন্দনে সিনেমা দেখতে গিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "দেবের প্রধান সিনেমা দেখে ভালো লেগেছে ৷ গতকাল নন্দনে গিয়েছিলাম সিনেমা দেখতে ৷ আমি টিকিট কেটে সিনেমা হলে ঢুকছিলাম, ওখানকার আধিকারিক বলেন, আপনি একজন বিচারপতি। আপনার জন্য সংরক্ষিত সিট আছে। আপনাকে টিকিটও কাটতে হবে না।" কিন্তু বিচারপতি জানান তিনি টিকিট কেটেই দেখবেন। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসে শোনালেন নিজের সিনেমা দেখতে যাওয়ার অভিজ্ঞতার গল্প।
এদিন, জুটমিলের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা না-দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় ইডিকে তদন্তের নির্দেশ দেওয়ার পর পর তিনি অন্য একটি মামলার শুনানি শুরু করেন। তখন হঠাৎ বলতে শুরু করেন, একাধিক সংবাদপত্র ও ম্যাগাজিন পড়েন সবগুলোর টাকা দেন। কিন্তু তার মধ্যে হঠাৎ করে কোনও একটি সংবাদপত্র বিনামূল্যে তাঁকে দেওয়া শুরু হয়। তিনি সঙ্গে সঙ্গে তাঁদের নিষেধ করেন। তিনি নিজের পয়সা খরচ করেই এগুলো করেন।
উল্লেখ্য, বুধবার থেকেই দেবের সোশাল মিডিয়া ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয় ৷ এরপর লোকসভা নির্বাচনের আগে পার্লামেন্টে বাজেট অধিবেশনে বাংলায় ঘাটালে মানুষদের হয়ে সোচ্চার হন সাংসদ দেব ৷ সেখানে তিনি শুরুই করেন, তাঁর পার্লামেন্টের শেষ দিন হিসাবে ৷ এরপর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানান, যাতে এই প্রকল্প সাধারণ মানুষের কথা ভেবে বাস্তবায়িত করা হয় ৷ এরপর তিনি জানান, তিনি রাজনীতিতে থাকুন বা না থাকুন, ঘাটালের মানুষ তাঁর মনে সবসময় থাকবে ৷
শুধু তাই নয়, সংসদের বাইরে বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে, দেব কাটমানি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন ৷ তিনি চ্যালেঞ্জ ছুড়ে জানান, যাঁরা তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন, তাঁরা যদি প্রমাণ করতে পারেন, তাহলে তিনি শুধু রাজনীতি নয়, ইন্ডাষ্ট্রি ছেড়ে দেবেন ৷
আরও পড়ুন:
1. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব
2. 'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের
3. কমিশন চাইছেন সাংসদ দেব, প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্ক