ETV Bharat / state

পাড়ায় থাকছি একসাথে, উৎসব নয় প্রতিবাদে ! আজ মশাল মিছিলে জুনিয়র ডাক্তাররা - Junior Doctors Torch Rally - JUNIOR DOCTORS TORCH RALLY

Junior Doctors Torch Rally: আজ মশাল মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ প্রতিবাদের উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে তাঁরা নাগরিক সমাজকেও মিছিলে যোগ দেওয়ার কথা বলেছেন ৷

ETV BHARAT
আজ মশাল মিছিলে জুনিয়র ডাক্তাররা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 2:01 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: দুর্গাপুজোর উৎসব নয়, দেবীপক্ষ সূচনার আগে শেষ রবিবার প্রতিবাদের উৎসবে সামিল হতে চলেছেন জুনিয়র ডাক্তাররা ৷ রবিবাসরীয় সন্ধ্যায় তাঁরা মশাল মিছিলের ডাক দিয়েছেন ৷ সেই মিছিলে পা মেলানোর জন্য তাঁরা আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজকেও ৷

জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, এদিন তাঁরা নিজ নিজ মেডিক্যাল কলেজ থেকে একটি করে মশাল মিছিল বের করবেন । তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছেন, "পাড়ায় থাকছি একসাথে, উৎসব নয় প্রতিবাদে"। বিভিন্ন সময়ে তাঁরা মশাল হাতে মিছিল করবেন । ক্যাম্পাস চত্বরের পাশাপাশি রাস্তাতেও বেরোবে তাঁদের মিছিল । জুনিয়র চিকিৎসকদের এই কর্মসূচিতে তাঁরা সামিল হতে বলেছেন সাধারণ মানুষকেও ।

আগামিকাল আরজি করে ধর্ষণ ও খুনের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে । শীর্ষ আদালতে এই মামলার চতুর্থ দিনের শুনানির আগে মশাল মিছিল কর্মসূচির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা । আজ সন্ধে ছ'টার সময় আরজি কর হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা । অন্যদিকে, ওই একই সময়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা । তাঁদের গন্তব্য ধর্মতলা পর্যন্ত । ওই একই সময়ে মিছিল করে ধর্মতলা পর্যন্ত যাবেন এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও ।

অন্যদিকে, সাগরদত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও মশাল মিছিল করবেন আজ সন্ধে ছটার সময় । তাঁরা মিছিল শেষ করবেন ডানলপের মোড়ে । তবে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা সন্ধে সাতটার সময় মিছিল করবেন । তাঁরা মিছিল নিয়ে যাবেন পার্ক সার্কাসের 7 নম্বর পয়েন্টে ।

এর পাশাপাশি শহর কলকাতায় এদিন হতে চলেছে আরও মশাল মিছিল । বহু সাধারণ মানুষও রাস্তায় সামিল হবেন মশাল হাতে । আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ন্যায়বিচার, থ্রেট কালচারের অবসান ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ দেবীপক্ষের সূচনাকালের আগে শেষ রবিবারে প্রতিবাদের উৎসবে সামিল হতে চলেছে রাজপথ ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর: দুর্গাপুজোর উৎসব নয়, দেবীপক্ষ সূচনার আগে শেষ রবিবার প্রতিবাদের উৎসবে সামিল হতে চলেছেন জুনিয়র ডাক্তাররা ৷ রবিবাসরীয় সন্ধ্যায় তাঁরা মশাল মিছিলের ডাক দিয়েছেন ৷ সেই মিছিলে পা মেলানোর জন্য তাঁরা আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজকেও ৷

জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, এদিন তাঁরা নিজ নিজ মেডিক্যাল কলেজ থেকে একটি করে মশাল মিছিল বের করবেন । তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছেন, "পাড়ায় থাকছি একসাথে, উৎসব নয় প্রতিবাদে"। বিভিন্ন সময়ে তাঁরা মশাল হাতে মিছিল করবেন । ক্যাম্পাস চত্বরের পাশাপাশি রাস্তাতেও বেরোবে তাঁদের মিছিল । জুনিয়র চিকিৎসকদের এই কর্মসূচিতে তাঁরা সামিল হতে বলেছেন সাধারণ মানুষকেও ।

আগামিকাল আরজি করে ধর্ষণ ও খুনের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে । শীর্ষ আদালতে এই মামলার চতুর্থ দিনের শুনানির আগে মশাল মিছিল কর্মসূচির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা । আজ সন্ধে ছ'টার সময় আরজি কর হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা । অন্যদিকে, ওই একই সময়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা । তাঁদের গন্তব্য ধর্মতলা পর্যন্ত । ওই একই সময়ে মিছিল করে ধর্মতলা পর্যন্ত যাবেন এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও ।

অন্যদিকে, সাগরদত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও মশাল মিছিল করবেন আজ সন্ধে ছটার সময় । তাঁরা মিছিল শেষ করবেন ডানলপের মোড়ে । তবে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা সন্ধে সাতটার সময় মিছিল করবেন । তাঁরা মিছিল নিয়ে যাবেন পার্ক সার্কাসের 7 নম্বর পয়েন্টে ।

এর পাশাপাশি শহর কলকাতায় এদিন হতে চলেছে আরও মশাল মিছিল । বহু সাধারণ মানুষও রাস্তায় সামিল হবেন মশাল হাতে । আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ন্যায়বিচার, থ্রেট কালচারের অবসান ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ দেবীপক্ষের সূচনাকালের আগে শেষ রবিবারে প্রতিবাদের উৎসবে সামিল হতে চলেছে রাজপথ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.