কলকাতা, 31 অগস্ট: ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলনের অংশ হিসেবে চলছে কর্মবিরতিও। তবে কর্মবিরতি চললেও এবার ওই নির্যাতিতা মহিলা চিকিৎসকের নামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে চলেছেন তাঁরা। কলকাতার বিভিন্ন জায়গায় হবে এই স্বাস্থ্য শিবির। রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত একাধিক জায়গায় হবে 'অভয়া ক্লিনিক'।
শারীরিক কোনও সমস্যা হলে সমাজের যে কোনও স্তরের মানুষ সেখানে যেতে পারবেন। বিনামূল্যে পরিষেবা দেবেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতা শহরের বিভিন্ন মেডিক্যাল কলেজ এই কর্মসূচিতে অংশ নিয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা থাকবেন কুমোরটুলিতে। সেখানে তাঁরা পরিষেবা দেবেন। শুধুমাত্র মৃৎশিল্পীরাই নয়, যে কোনও মানুষ সেখানে গিয়ে জুনিয়র চিকিৎসকদের দেখিয়ে আসতে পারবেন ৷
- কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা থাকবেন ধর্মতলায়।
- এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা থাকবেন নন্দনের পাশে রানুছায়া মঞ্চে।
- ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা থাকবেন হাসপাতলের 2 নম্বর গেটে।
- নীলরতন সরকারের জুনিয়র চিকিৎসকরা থাকবেন হাসপাতালের 1 নম্বর গেটের কাছে।
- কেপিসি এবং ইএসআইয়ের জুনিয়র চিকিৎসকরা থাকবেন 8বি এবং ইয়েস আইলেন যা বেহালা ফ্রেন্ডস ক্লাবের সামনে।
এছাড়াও আগামিকাল সন্ধ্যায় আরও একটি কর্মসূচি নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সন্ধ্যা 7টা নাগাদ মানি স্কোয়ার মলের সামনে এবং ওই একই সময় সাউথ সিটি মলের সামনে সাংস্কৃতিক প্রতিবাদী অনুষ্ঠান করবেন জুনিয়র চিকিৎসকরা। যেখানে সমাজের সকল স্তরের মানুষকে তাঁরা রাজনৈতিক পতাকা ছাড়া আসার অনুরোধ জানিয়েছেন। শনিবারের মতো আগামিকালও চলবে টেলিমেডিসিন পরিষেবা ৷ যার সময় সকাল 10টা থেকে দুরপুর 2টো পর্যন্ত ৷ জুনিয়র ডাক্তারদের দেওয়া ফোন নম্বরে কল করলে জানা যাবে ওষুধের নামও ৷ তাঁরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রেসক্রিপশন ৷ তবে সেখানেও থাকছে বিচারের দাবি ৷