কলকাতা, 4 অক্টোবর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের গায়ে হাত তোলার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ আর তারই প্রতিবাদে ধর্মতলা মোড়ে অবস্থান বিক্ষোভে বসে পড়লেন জুনিয়র ডাক্তাররা ৷ ওয়াই চ্যানেলে অবস্থানে বসতে গেলে পুলিশ জুনিয়র ডাক্তারদের বাধা দেয় ৷ অভিযোগ, তখনই আন্দোলনকারী এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয়েছে ৷ যার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷
আন্দোলনকারীরা ঘটনার প্রতিবাদে এক পুলিশ আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ জুনিয়র ডাক্তারদের অভিযোগ, তাঁরা যখন নিজেদের পরবর্তী কর্মসূচি কী হবে, তা ঠিক করতে ওয়াই চ্যানেলে জমায়েত করেন, তখন কলকাতা পুলিশের তরফে তাঁদের বাধা দেওয়া হয় ৷ সেখানে একজন জুনিয়র ডাক্তার মঞ্চ বাঁধার কাজে তদারকি করছিলেন ৷ সেখানে মঞ্চ বাঁধার জন্য গাড়িতে করে আরজি কর মেডিক্যাল কলেজ থেকে কিছু চৌকি নিয়ে আসা হয়েছিল ৷
অভিযোগ, কলকাতা পুলিশের কর্মীরা ওই গাড়ির চালক এবং খালাসিকে হুমকি দেয় ৷ তাঁদের বলা হয়, সেখান থেকে চলে না-গেলে, গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে ৷ এরপর জবরদস্তি চালক এবং খালাসিকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা হয় ৷ সেই সময় আপন সামন্ত নামে ওই জুনিয়র ডাক্তার বাধা দেন ৷ অভিযোগ, সেই সময় কয়েকজন পুলিশকর্মী তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তাঁকে লাথিও মারা হয় বলে অভিযোগ ৷ সেই সময় আরেক জুনিয়র ডাক্তার ভিডিয়ো করতে গেলে, তাঁর ফোন হাত থেকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৷
আক্রান্ত জুনিয়র ডাক্তার ইটিভি ভারতকে জানিয়েছেন, তাঁদের মঞ্চ বাঁধার সামগ্রী যে গাড়িতে এসেছিল, সেটিকে পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে ৷ এমনকি গাড়ির চালক এবং খালাসিকেও আটক করা হয়েছে ৷ এই ঘটনার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থানে বসে পড়েন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের দাবি, কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে এবং আটক গাড়ি-সহ চালক ও খালাসিকে মুক্তি দিতে হবে ৷ যতক্ষণ না-পর্যন্ত তাঁদের দাবি মানা হবে, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে ৷
উল্লেখ্য, আজ এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল করেন ৷ গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত জেনারেল বডির বৈঠক করেও, কর্মবিরতি প্রত্যাহার করা বা না-করা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা ৷ আজ এই মিছিলের পর, তাঁদের আন্দোলনের পরবর্তী পর্যায় কী হতে চলেছে, তা ঘোষণা করার কথা ৷ তবে, তার আগেই কলকাতা পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের গায়ে হাত দেওয়ার অভিযোগে অবস্থান বিক্ষোভ শুরু করলেন তাঁরা ৷