ETV Bharat / state

লালবাজার অভিযানে বাধা পুলিশের, রাস্তায় বসেই বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের - Junior Doctors Protest Rally

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 4:57 PM IST

Updated : Sep 2, 2024, 6:39 PM IST

Doctor's Lalbazar Abhijan: সোমবার লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁরা আরজি কর কাণ্ডে বিচারের দাবি তুলেছেন ৷ পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলেরও পদত্যাগ দাবি করেছেন তাঁরা ৷

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (ইটিভি ভারত)

কলকাতা, 2 সেপ্টেম্বর: অভয়ার সুবিচার ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা ৷ কলেজ স্কোয়ার থেকে তাঁরা মিছিল শুরু করেন গোলাপ ও মেরুদণ্ড হাতে নিয়ে তাঁদের এই মিছিল । কেন প্রথম দিন থেকে তথ্য লোপাট করা হচ্ছিল, সেই প্রশ্নও তোলা হয়েছে মিছিল থেকে ৷ মাঝপথে ফিয়ার্স লেনেই পুলিশ আটকে দেয় মিছিল ৷ তার পর সেখানেই বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তাররা ৷

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (নিজস্ব চিত্র)

উল্লেখ্য়, আরজি কর-কাণ্ডের পর থেকেই জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা নিয়ে আন্দোলন চলছে । সেই পাঁচ দফা দাবির প্রধান হল, আরজি করের নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দেওয়া । কিন্তু জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, এই বিচার পেতে তাঁদের দেরি হয়েছে কলকাতা পুলিশের জন্য । তারা প্রথম থেকেই প্রমাণ লোপাট করেছে । সেই কারণেই তাঁরা কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন ।

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (নিজস্ব চিত্র)

জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, ‘‘আমাদের শান্তিপূর্ণ মিছিল ৷ কোনও বিশৃঙ্খলা চাই না ৷ রাজনৈতিক কোনও উদ্দেশ্য ব্যর্থ হোক ।’’ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "আমরা বলেছি আমাদেরকে যেতে দিতে হবে লালবাজার পর্যন্ত । তারা বলল উচ্চপদস্থ মহলের সঙ্গে কথা বলবেন ।"

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (নিজস্ব চিত্র)

এছাড়াও এ দিনের মিছিলে উপস্থিত হয়েছেন কামদুনি কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের অন্যতম দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল । মৌসুমী কয়াল বলেন, ‘‘কামদুনি কাণ্ডে তথ্য গোপন করার নেপথ্যে বিনীত গোয়েলের ভূমিকা রয়েছে । তাই তাঁর পদত্যাগ দরকার ।"

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (নিজস্ব চিত্র)

এদিকে ডাক্তারদের আরও দাবি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে । এই দাবি নিয়ে তাঁরা স্বাস্থ্যভবন যান । কিন্তু জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, সেখানে তাঁরা কোনও উত্তর পাননি । তাই সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে । এমনকি সম্প্রতি তাঁরা শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেছিলেন । সেখানেও তাঁদের একই দাবি দাবি ছিল ।

Doctor's Lalbazar Abhijan
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে কলকাতা পুলিশ সূত্রে খবর, চিকিৎসক সংগঠনের থেকে একজন কিংবা দশ জন পড়ুয়াকে লালবাজারে নিয়ে যাওয়া হবে । তবে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তাঁদের সঙ্গে দেখা করবেন কি না, সেই ব্যাপারে কিছু জানা যায়নি ৷ তিনি দেখা না করলে পরিবর্তে অন্য কোনও পদস্থ পুলিশ আধিকারিক ও আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে পারেন বলে খবর ।

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে বাধা পুলিশের (নিজস্ব চিত্র)

কলকাতা, 2 সেপ্টেম্বর: অভয়ার সুবিচার ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা ৷ কলেজ স্কোয়ার থেকে তাঁরা মিছিল শুরু করেন গোলাপ ও মেরুদণ্ড হাতে নিয়ে তাঁদের এই মিছিল । কেন প্রথম দিন থেকে তথ্য লোপাট করা হচ্ছিল, সেই প্রশ্নও তোলা হয়েছে মিছিল থেকে ৷ মাঝপথে ফিয়ার্স লেনেই পুলিশ আটকে দেয় মিছিল ৷ তার পর সেখানেই বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তাররা ৷

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (নিজস্ব চিত্র)

উল্লেখ্য়, আরজি কর-কাণ্ডের পর থেকেই জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা নিয়ে আন্দোলন চলছে । সেই পাঁচ দফা দাবির প্রধান হল, আরজি করের নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দেওয়া । কিন্তু জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, এই বিচার পেতে তাঁদের দেরি হয়েছে কলকাতা পুলিশের জন্য । তারা প্রথম থেকেই প্রমাণ লোপাট করেছে । সেই কারণেই তাঁরা কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন ।

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (নিজস্ব চিত্র)

জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, ‘‘আমাদের শান্তিপূর্ণ মিছিল ৷ কোনও বিশৃঙ্খলা চাই না ৷ রাজনৈতিক কোনও উদ্দেশ্য ব্যর্থ হোক ।’’ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "আমরা বলেছি আমাদেরকে যেতে দিতে হবে লালবাজার পর্যন্ত । তারা বলল উচ্চপদস্থ মহলের সঙ্গে কথা বলবেন ।"

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (নিজস্ব চিত্র)

এছাড়াও এ দিনের মিছিলে উপস্থিত হয়েছেন কামদুনি কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের অন্যতম দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল । মৌসুমী কয়াল বলেন, ‘‘কামদুনি কাণ্ডে তথ্য গোপন করার নেপথ্যে বিনীত গোয়েলের ভূমিকা রয়েছে । তাই তাঁর পদত্যাগ দরকার ।"

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (নিজস্ব চিত্র)

এদিকে ডাক্তারদের আরও দাবি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে । এই দাবি নিয়ে তাঁরা স্বাস্থ্যভবন যান । কিন্তু জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, সেখানে তাঁরা কোনও উত্তর পাননি । তাই সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে । এমনকি সম্প্রতি তাঁরা শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেছিলেন । সেখানেও তাঁদের একই দাবি দাবি ছিল ।

Doctor's Lalbazar Abhijan
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে কলকাতা পুলিশ সূত্রে খবর, চিকিৎসক সংগঠনের থেকে একজন কিংবা দশ জন পড়ুয়াকে লালবাজারে নিয়ে যাওয়া হবে । তবে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তাঁদের সঙ্গে দেখা করবেন কি না, সেই ব্যাপারে কিছু জানা যায়নি ৷ তিনি দেখা না করলে পরিবর্তে অন্য কোনও পদস্থ পুলিশ আধিকারিক ও আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে পারেন বলে খবর ।

Doctor's Lalbazar Abhijan
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে বাধা পুলিশের (নিজস্ব চিত্র)
Last Updated : Sep 2, 2024, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.