ETV Bharat / state

স্নায়ুযুদ্ধের শেষে ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বদল মমতার, সরছেন দুই স্বাস্থ্যকর্তা ও ডিসি নর্থ - KOLKATA DOCTOR RAPE AND MURDER

kolkata rape and murder case
জুনিয়র চিকিৎসকদের কালীঘাটে বৈঠকে আহ্বান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 12:37 PM IST

Updated : Sep 17, 2024, 6:14 AM IST

ফের জুনিয়র চিকিৎসকদের কাছে মুখ্যসচিবের ইমেল। বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য। মুখ্যসচিবের চিঠিতে চিকিৎসকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটাই শেষবার । এরপর আর কোন বৈঠক হবে না ৷

গত শনিবার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মুখ্যসচিবকে চিঠি দিয়ে আলোচনার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই আলোচনা লাইভ স্ট্রিমিং বা উভয় পক্ষের ভিডিয়োগ্রাফির প্রশ্নে একমত না-হওয়ায় ভেস্তে যায়। জুনিয়র ডাক্তাররা প্রায় তিন ঘণ্টা মুখ্যমন্ত্রী বাসভবনে অপেক্ষা করার পর, খালি হাতে ফেরত আসেন সল্টলেকে ধর্নামঞ্চে ৷

এদিকে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শনিবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই । সন্দীপ ছাড়াও এই মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই বারবার ঘটনার তথ্যপ্রমাণ লোপাট করার দাবি করেছে ।

LIVE FEED

12:50 AM, 17 Sep 2024 (IST)

মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই কর্মবিরতি তোলা নিয়ে আলোচনা, স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে ফিরে ঘোষণা ডাক্তারদের

জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সিপি, ডিসি (নর্থ) এবং রাজ্যের শীর্ষ দুই স্বাস্থ্যকর্তাকে বদলের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিলেও, আন্দোলনরত ডাক্তাররা তাঁদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকলেন। প্রায় 6 ঘন্টার আলোচনা শেষে মমতা বন্দোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন থেকে স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চে ফিরে জুনিয়র চিকিৎসকরা জানালেন, তাঁরা আজ কিছু প্রতিশ্রূতি পেয়েছেন। আলোচনায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এবং আগামিকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার গতিপ্রকৃতি দেখে, তাঁরা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ভাববেন। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা ডাক্তার অনিকেত মাহাতো বলেন, "আজ মৌখিক আশ্বাস পাওয়া গিয়েছে। রাজ্য সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। তবে নির্দেশ কার্যকর না-হওয়া পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান আন্দোলন চলবে। আমরা স্বাস্থ্য সচিবেরও বদল চেয়েছিলাম, কিন্তু সেটা মানা হয়নি। আমরা আমাদের দাবিতে অবিচল থাকছি।"

কালীঘাটের বাসভবনে চলা রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে ম্যারাথন আলোচনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে বেশিরভাগটাই মেনে নেওয়া হয়েছে, তবে তিনি আন্দোলনরত চিকিৎসকদের বুঝিয়েছেন যে, "পুরো বাড়ি যদি খালি করে দেওয়া হয় তাহলে প্রশাসন চালাবে কে?" তাই কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ (উত্তর), রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বদল করার সিদ্ধান্ত হলেও, রাজ্যের স্বাস্থ্য সচিবের বদল এখনই হচ্ছে না। তবে, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এবং সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং জুনিয়র চিকিৎসকদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের কথা বলেন মুখ্যমন্ত্রী।

12:04 AM, 17 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সিপি, ডিসি (নর্থ) এবং দুই স্বাস্থ্যকর্তাকে বদলি মুখ্যমন্ত্রীর

প্রায় 6 ঘন্টার দীর্ঘ আলোচনা এবং টানটান উত্তেজনার পর মধ্যরাত্রের সামান্য আগে রাজ্যে সরকার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বেশ কিছু দাবি মেনে নিল। বৈঠক নিয়ে সাংবাদিকদের জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান ডাক্তারদের মূল পাঁচটি দাবির অনেকগুলি সরকার মেনে নিয়েছে এবং সেই মত আগামীকাল বিকেল ৪টের পর কলকাতার পুলিশ কমিশনার পদে থাকছেন না বিনীত গোয়েল। সেই সাথে সরে যাচ্ছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, নর্থ (উত্তর), অভিষেক গুপ্ত। নতুন পুলিশ কমিশনার কে হবেন তা আগামীকাল বিকেলে জানাবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

আরজি কর কাণ্ডের পর থেকে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে ওঠা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বদলের দাবিও সরকার মেনে নিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

9:51 PM, 16 Sep 2024 (IST)

কী হল বৈঠকে?

বৈঠকে কী হল তা নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য় মেলেনি। প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য জানানো হবে কি না তা জানা যায়নি।

9:37 PM, 16 Sep 2024 (IST)

বারাসতে মানববন্ধন

বারাসত হাসপাতাল থেকে এয়ারপোর্ট 1 নম্বর পর্যন্ত মানববন্ধন করা হয়েছে বলে জানা গিয়েছে।

9:32 PM, 16 Sep 2024 (IST)

বৈঠকের মিনিটস লেখার কাজ চলছে

আনুষ্ঠানিকভাবে বৈঠক শেষ হলেও এখনও মুখ্যমন্ত্রীর বাড়িতেই আছেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে বৈঠকের মিনিটস লেখার কাজ চলছে।

8:48 PM, 16 Sep 2024 (IST)

প্রায় দু'ঘণ্টা বাদে শেষ হল বৈঠক

প্রায় দু'ঘণ্টা বাদে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হল। জুনিয়র চিকিৎসকদের ফিরিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আনা হল বাস।

8:37 PM, 16 Sep 2024 (IST)

বিচার না হলে আবারও হবে নবান্ন অভিযান, দাবি মিঠুন চক্রবর্তীর

আজিকর কান্ডের প্রতিবাদে ধর্মতলায় 19 দিন ধরে চলেছে বিজেপির ধর্না মঞ্চ। সেই ধর্না মঞ্চে সোমবার আসেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, "বিজেপি এখানে চোখ খুলে বসে আছে। কারণ রাজ্য সরকার এই আন্দোলনকে ভন্ডুল করার চেষ্টা করবে। আর যদি সেটা হয় তাহলে বিজেপি মাঠে নামবে। তখন বিজেপির আসল রূপ দেখতে পাবেন।" এরপরই অভিনেতা জাানান, বিচার না হলে আবারও হবে নবান্ন অভিযান । আর তাতে তিনি নিজেই অংশ নেবেন ।

8:15 PM, 16 Sep 2024 (IST)

মমতার বাড়িতে বৈঠক চলছে

প্রায় দেড় ঘণ্টা হতে চলল। এখনও চলছে মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের বৈঠক ।

7:34 PM, 16 Sep 2024 (IST)

মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব

মুখ্যমন্ত্রীর বাড়িতে চলছে বৈঠক। বাড়িতে তাঁর বসার ঘরেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা চলছে। এই বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

6:36 PM, 16 Sep 2024 (IST)

মমতা-সকাশে জুনিয়র চিকিৎসকরা

মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বাস মমতার বাড়ির একদম সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে জুনিয়র চিকিৎসকদের নামিয়ে দেওয়া হয়। নিরাপত্তা সংক্রান্ত কাজ শেষ করে মোবাইল জমা রেখে মমতার বাড়িতে প্রবেশ করেন জনিয়র চিকিৎসকরা ।

6:28 PM, 16 Sep 2024 (IST)

কলতানের মুক্তির দাবিতে রাস্তায় সৃজন-ময়ূখরা

বাম যুবনেতা কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে রাস্তায় নামল বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের কর্মীরা। হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করল তারা। আজকের মহামিছিলের স্লোগান ছিল," তিলোত্তমা হারবে না কলতান থামবে না।" মিছিলের পুরোভাগে ছিলেন সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে ময়ূখ বিশ্বাসরা

6:18 PM, 16 Sep 2024 (IST)

মমতার বাড়িতে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের বাস

কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাডি়তে 6.16 মিনিটে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের বাস ।

LIVE UPDATES
মমতার বাড়িতে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের বাস (ইটিভি ভারত)

5:52 PM, 16 Sep 2024 (IST)

উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মাঝে 5.47 মিনিটে ছাড়ল বাস

প্রায় 34 থেকে 35 জন মিলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করতে। মিনিটস টু মিনিটের জন্য তাxদের তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে দুই স্টেনোগ্রাফার । তাxদের মধ্যে একজনকে অন্তত ঢুকতে দিতেই হবে। এই দাবিতেই রাজি হয়েছেন রাজ্য সরকার। কিন্তু বেরোনোর আগে জানিয়ে দিয়েছেন, সমাধান সূত্র নিয়েই স্বাস্থ্য ভবনের সামনের আন্দোলন মঞ্চে ফিরবেন জুনিয়র চিকিৎসকেরা। নিজেদের ব্যবস্থা করা সাদা বাসে করেই মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা তাঁদের। যদিও মুখ্যসচিবের দেওয়ার সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তাদের বাস ছাড়লো ঠিক 5.47 মিনিটে। তবে তাঁদেরকে এগিয়ে দিতে আসলেন অসংখ্য সাধারণ মানুষ এবং আন্দোলনের বহু সহযোদ্ধা। বিচারের দাবিকে মাথায় রেখে মানববন্ধন করে তাঁদেরকে বাসে উঠিয়ে দিলেন অন্য জুনিয়র চিকিৎসকেরা। সবার গলায় শোনা গেল 'উই ওয়ান্ট জাস্টিস'। তার সঙ্গে শোনা গেল উল্লুর ধ্বনি। তবে তাঁদের বাসের সামনে রয়েছে বিধান নগর পুলিশের কনভয়।

live
রওনা জুনিয়র চিকিৎসকদের (নিজস্ব চিত্র)

5:08 PM, 16 Sep 2024 (IST)

ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের

কালীঘাটের বৈঠকে যাওয়ার আগে আবারও সাংবাদিকদের সঙ্গে কথা বললেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা বলেন, "আলোচনায় আমাদের দিক থেকে দু'জন প্রফেশনাল স্টেনো নিয়ে যাওয়া হচ্ছে। দুপক্ষই কার্যবিবরণীতে সই করবে। আমরা পাঁচদফা দাবি নিয়েই কথা বলব। কোথাও কোনও আপোস করব না। আমাদের আন্দোলন নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানিয়ে আসব না। আমাদের দাবি মানা না হলে কী করব তা এখানে ফিরে এসে বৈঠক করে ঠিক করব।"

4:39 PM, 16 Sep 2024 (IST)

কার্যবিবরণীর শর্ত মেনে বৈঠকে রাজি রাজ্য

জুনিয়র চিকিৎসকদের একটি শর্তে রাজি হল রাজ্য় প্রশাসন । জুনিয়র চিকিৎসকদের পাঠানোর মেইলের জবাব দিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, বৈঠকের ভিডিয়োগ্রাফি করা সম্ভব নয় । তবে সম্পূর্ণ কার্যবিবরণী তৈরি করতে রাজি রাজ্য। সবমিলিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য প্রশাসনের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল তা কাটল।

LIVE UPDATES
মুখ্যসচিবের জবাব (ইটিভি ভারত)

4:24 PM, 16 Sep 2024 (IST)

কী আছে মেইলে ?

জুনিয়র চিকিৎসকরা মুখ্যসচিব মনোজ পন্থকে যে মেইল পাঠিয়েছেন তাতে বৈঠকের ভিডিয়ো করা নিয়ে কয়েকটি বিষয়ের উল্লেখ করা হয়েছে । চিকিৎসকদের দাবি, হয় বৈঠকে দু'তরফ থেকে ভিডিয়োগ্রাফার থাকবেন সেটা সম্ভব না হলে রাজ্য প্রশাসনই ভিডিয়ো করুক । তবে সেক্ষেত্রে বৈঠক শেষ হলেই ভিডিয়ো জুনিয়র চিকিৎসকদের দিয়ে দিতে হবে। আর এই দুটোর কোনওটাই করা না গেলে ভিডিয়োর সম্পূর্ণ ট্রান্সক্রিপশন বা প্রতিলিপি করে মিনিটস আকারে দিতে হবে জুনিয়র চিকিৎসকদের ।

4:06 PM, 16 Sep 2024 (IST)

কালীঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা

সরকারের ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । বেশ কয়েকটি বক্তব্য থেকে তুলে ধরে দুপুর 4টের কিছু আগে জুনিয়র চিকিৎসকদের তরফে মেইল পাঠানো হয়েছে।

LIVE UPDATES
জুনিয়র চিকিৎসকদের পাঠানোে মেইল (ইটিভি ভারত)

3:55 PM, 16 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের সংগঠনের প্রশ্ন

আরজি করের ঘটনা নিয়ে দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলন করল জুনিয়র চিকিৎসকদের সংগঠন। সাংবাদিকদের সামনে কয়েকটি প্রশ্ন রাখলেন তাঁরা। একনজরে দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন তোলা হল-

1) কীভাবে পুলিশ প্রাথমিকভাবে বলে দিল এটা আত্মহত্যা ?

2) কেন যাবতীয় সব সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হল না ?

3) কেন ডিসি নর্থ পরিবারকে টাকা অফার করলেন ?

4) কেন তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হল ৷

5) ঘটানর কয়েকদিনের মধ্যেই কেন হাসপাতালে সংস্কারের কাজ হল ?

LIVE UPDATES
জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক সম্মেলন (নিজস্ব চিত্র)

3:43 PM, 16 Sep 2024 (IST)

পাঁচদফা দাবি চিকিৎসক সংগঠনের

দিল্লির সাংবাদিক বৈঠক থেকে চিকিৎসকদের সংগঠনের তরফে পাঁচটি দাবি প্রকাশ্যে আনা হয়েছে

1. স্বচ্ছ তদন্ত: ধর্ষণ ও হত্যার ঘটনায় অবিলম্বে সিবিআইকে নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করতে হবে । তদন্তে যারা বাধা দিচ্ছে তাদের খুঁজে বের করে শাস্তিও দিতে হবে ।

2. প্রশাসনের দায় : স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য-চিকিৎসা অধিকর্তা এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তাকে অপসারণ করতে হবে ।

3. পুলিশ কমিশনারের পদত্যাগ: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও অবিলম্বে পদত্যাগ করতে হবে৷

4. সুপ্রিম কোর্টের কাছে সঠিক তথ্য: রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট এবং জনসাধারণের কাছে সঠিক তথ্য দিয়ে জানাতে হবে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ঠিক কতজন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পাননি ।

5. প্রতিবাদীদের জন্য: নির্যাতিতার হয়ে যাঁরা পথে নেমেছেন তাঁদের কোনওভাবে ভয় দেখানো যাবে না । তাঁদের স্বার্থ যেন কোনওভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে হবে ।

3:23 PM, 16 Sep 2024 (IST)

অভিজিতের বাড়িতে লালবাজারের কর্তারা

টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডের বাড়িতে গেলেন লালবাজারের পদস্থ আধিকারিকরা। শনিবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআর নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর আজ দুপুরে তাঁর বাড়ি পৌঁছন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল ভি সলেমন নেসাকুমার-সহ পদস্থ কর্তারা। অভিজিতের পরিবারের সঙ্গে কথা বলার পর বেরিয়ে এসে সাংবাদিকদের নেসাকুমার বলেন,"অভিজিতের কোনও দোষ নেই ৷ উনি যা করেছেন তা সৎ উদ্দেশ্যেই করেছেন ৷ দ্রুত ঘটনাস্থলেন গিয়েছিলেন ৷ তদন্ত স্বচ্ছ রাখতে যা যা করা দরকার তা তিনি করেছিলেন ৷ কলকাতা পুলিশ একটা পরিবার, আমরা ওঁর পাশে আছি ৷ পরিবারের সদস্যদের আমরা জানিয়েছি ওঁদের কোনও অসুবিধা হলে আমরা পাশে থাকব ৷"

3:13 PM, 16 Sep 2024 (IST)

রাষ্ট্রীয় মদতপুষ্ট অপরাধ, দাবি সুবর্ণ গোস্বামীর

আরজি করের ঘটনাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট অপরাধ বলে অভিহিত করলেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী ৷ দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "আমরা হাথরস, উন্নাও, মণিপুর- সব জায়গা হওয়া অপরাধের বিরোধিতা করেছি ৷ কিন্তু আরজি করে যা হয়েছে তার সঙ্গে সরকার এবং সরকারের লোকেরা সরাসরি জড়িত ৷ মুখ্যমন্ত্রী আন্দোলনস্থলে গিয়ে বাংলার মানুষের উদ্দেশে বার্তা দিলেন। অথচ আন্দোলনকারীদের সঙ্গে কথাই বললেন না ৷" পাশাপাশি যেভাবে সরকারি হাসপাতালে ডিউটিরত অবস্থায় একজন মহিলা ডাক্তার খুন হলেন তা দেশে তো বটে গোটা বিশ্বেও নজিরবিহীন বলে মনে করেন তিনি ৷

3:07 PM, 16 Sep 2024 (IST)

ঘটনায় জড়িতদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি চিকিৎসক সুবর্ণ গোস্বামী

চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি, সিবিআইকে স্বচ্ছ এবং দ্রুত তদন্ত করতে হবে ৷ রাজ্য সরকারের যারা এর সঙ্গে যুক্ত তাঁদের এখনই পদ থেকে অপসারিত করতে হবে।

2:55 PM, 16 Sep 2024 (IST)

বিনীতকে নিশানা

আরজি করের ঘটনায় সরাসরি কলকাতার পুলিশ কমিশনার এবং ডেপুটি পুলিশ কমিশনার যুক্ত । এমনই দাবি চিকিৎসক সংগঠনের ।

2:52 PM, 16 Sep 2024 (IST)

সাংবাদিক বৈঠকে চিকিৎসকরা

আরজি করের ঘটনা নিয়ে দিল্লির প্রেসক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলন করছে চিকিৎসকদের সংগঠন

2:22 PM, 16 Sep 2024 (IST)

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেনডাউন, শিক্ষকদের মিছিল

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ও নার্সরা এক ঘণ্টার পেন ডাউনের সিদ্ধান্ত ৷ পাশাপাশি বিচার চেয়ে আজ পথে নামছেন শিক্ষক-শিক্ষিরা ৷ কলেজস্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন তাঁরা ৷

1:38 PM, 16 Sep 2024 (IST)

মুখ্যসচিবের ইমেল পেয়ে আলোচনায় জুনিয়র চিকিৎসকরা

মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন কি না, সেই নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বললেন জুনিয়র চিকিৎসকরা। যদিও সূত্রের খবর, তাঁরা যাবেন বলেই স্থির করেছেন। এদিন সকালে ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার আহ্বান জানিয়ে ইমেল করেন মুখ্যসচিব। বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের কথা বলা হয়। তবে মুখ্যসচিবের চিঠিতে চিকিৎসকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটা পঞ্চম তথা শেষবার । এরপর আর কোন বৈঠক হবে না ৷

1:04 PM, 16 Sep 2024 (IST)

কলতানের মুক্তির দাবিতে আজ শহরে মিছিল

আরজি কর কাণ্ডে মুল অভিযুক্তের শাস্তি এবং কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিদে আজ বিকেড 8টে হেদুয়া থেকে শ্যামবাজ পর্যন্ত মিছিলের ডাক দিল সিপিএম ৷জুনিয়র চিকিৎসকদের ধর্নায় হামলা সংক্রান্ত একটি অডিয়ো তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রকাশ্যে আনার পর তদন্তে নামে বিধাননগর সিটি পুলিশ ৷ শনিবা দুপুরে এই ঘটনায় গ্রেফতার করা হয় বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে । শুক্রবারই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাসকে ৷ পরের দিন গ্রেফতার করা ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতানকে ।

12:51 PM, 16 Sep 2024 (IST)

ফের জুনিয়র চিকিৎসকদের কালীঘাটে বৈঠকে আহ্বান

আরও একবার জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছল মুখ্য সচিবের ইমেল বার্তা। বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের চিঠিতে চিকিৎসকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটাই পঞ্চম তথা শেষবার । এরপর আর কোন বৈঠক হবে না ৷

ফের জুনিয়র চিকিৎসকদের কাছে মুখ্যসচিবের ইমেল। বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য। মুখ্যসচিবের চিঠিতে চিকিৎসকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটাই শেষবার । এরপর আর কোন বৈঠক হবে না ৷

গত শনিবার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মুখ্যসচিবকে চিঠি দিয়ে আলোচনার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই আলোচনা লাইভ স্ট্রিমিং বা উভয় পক্ষের ভিডিয়োগ্রাফির প্রশ্নে একমত না-হওয়ায় ভেস্তে যায়। জুনিয়র ডাক্তাররা প্রায় তিন ঘণ্টা মুখ্যমন্ত্রী বাসভবনে অপেক্ষা করার পর, খালি হাতে ফেরত আসেন সল্টলেকে ধর্নামঞ্চে ৷

এদিকে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শনিবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই । সন্দীপ ছাড়াও এই মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই বারবার ঘটনার তথ্যপ্রমাণ লোপাট করার দাবি করেছে ।

LIVE FEED

12:50 AM, 17 Sep 2024 (IST)

মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই কর্মবিরতি তোলা নিয়ে আলোচনা, স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে ফিরে ঘোষণা ডাক্তারদের

জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সিপি, ডিসি (নর্থ) এবং রাজ্যের শীর্ষ দুই স্বাস্থ্যকর্তাকে বদলের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিলেও, আন্দোলনরত ডাক্তাররা তাঁদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকলেন। প্রায় 6 ঘন্টার আলোচনা শেষে মমতা বন্দোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন থেকে স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চে ফিরে জুনিয়র চিকিৎসকরা জানালেন, তাঁরা আজ কিছু প্রতিশ্রূতি পেয়েছেন। আলোচনায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এবং আগামিকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার গতিপ্রকৃতি দেখে, তাঁরা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ভাববেন। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা ডাক্তার অনিকেত মাহাতো বলেন, "আজ মৌখিক আশ্বাস পাওয়া গিয়েছে। রাজ্য সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। তবে নির্দেশ কার্যকর না-হওয়া পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান আন্দোলন চলবে। আমরা স্বাস্থ্য সচিবেরও বদল চেয়েছিলাম, কিন্তু সেটা মানা হয়নি। আমরা আমাদের দাবিতে অবিচল থাকছি।"

কালীঘাটের বাসভবনে চলা রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে ম্যারাথন আলোচনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে বেশিরভাগটাই মেনে নেওয়া হয়েছে, তবে তিনি আন্দোলনরত চিকিৎসকদের বুঝিয়েছেন যে, "পুরো বাড়ি যদি খালি করে দেওয়া হয় তাহলে প্রশাসন চালাবে কে?" তাই কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ (উত্তর), রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বদল করার সিদ্ধান্ত হলেও, রাজ্যের স্বাস্থ্য সচিবের বদল এখনই হচ্ছে না। তবে, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এবং সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং জুনিয়র চিকিৎসকদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের কথা বলেন মুখ্যমন্ত্রী।

12:04 AM, 17 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সিপি, ডিসি (নর্থ) এবং দুই স্বাস্থ্যকর্তাকে বদলি মুখ্যমন্ত্রীর

প্রায় 6 ঘন্টার দীর্ঘ আলোচনা এবং টানটান উত্তেজনার পর মধ্যরাত্রের সামান্য আগে রাজ্যে সরকার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বেশ কিছু দাবি মেনে নিল। বৈঠক নিয়ে সাংবাদিকদের জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান ডাক্তারদের মূল পাঁচটি দাবির অনেকগুলি সরকার মেনে নিয়েছে এবং সেই মত আগামীকাল বিকেল ৪টের পর কলকাতার পুলিশ কমিশনার পদে থাকছেন না বিনীত গোয়েল। সেই সাথে সরে যাচ্ছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, নর্থ (উত্তর), অভিষেক গুপ্ত। নতুন পুলিশ কমিশনার কে হবেন তা আগামীকাল বিকেলে জানাবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

আরজি কর কাণ্ডের পর থেকে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে ওঠা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বদলের দাবিও সরকার মেনে নিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

9:51 PM, 16 Sep 2024 (IST)

কী হল বৈঠকে?

বৈঠকে কী হল তা নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য় মেলেনি। প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য জানানো হবে কি না তা জানা যায়নি।

9:37 PM, 16 Sep 2024 (IST)

বারাসতে মানববন্ধন

বারাসত হাসপাতাল থেকে এয়ারপোর্ট 1 নম্বর পর্যন্ত মানববন্ধন করা হয়েছে বলে জানা গিয়েছে।

9:32 PM, 16 Sep 2024 (IST)

বৈঠকের মিনিটস লেখার কাজ চলছে

আনুষ্ঠানিকভাবে বৈঠক শেষ হলেও এখনও মুখ্যমন্ত্রীর বাড়িতেই আছেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে বৈঠকের মিনিটস লেখার কাজ চলছে।

8:48 PM, 16 Sep 2024 (IST)

প্রায় দু'ঘণ্টা বাদে শেষ হল বৈঠক

প্রায় দু'ঘণ্টা বাদে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হল। জুনিয়র চিকিৎসকদের ফিরিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আনা হল বাস।

8:37 PM, 16 Sep 2024 (IST)

বিচার না হলে আবারও হবে নবান্ন অভিযান, দাবি মিঠুন চক্রবর্তীর

আজিকর কান্ডের প্রতিবাদে ধর্মতলায় 19 দিন ধরে চলেছে বিজেপির ধর্না মঞ্চ। সেই ধর্না মঞ্চে সোমবার আসেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, "বিজেপি এখানে চোখ খুলে বসে আছে। কারণ রাজ্য সরকার এই আন্দোলনকে ভন্ডুল করার চেষ্টা করবে। আর যদি সেটা হয় তাহলে বিজেপি মাঠে নামবে। তখন বিজেপির আসল রূপ দেখতে পাবেন।" এরপরই অভিনেতা জাানান, বিচার না হলে আবারও হবে নবান্ন অভিযান । আর তাতে তিনি নিজেই অংশ নেবেন ।

8:15 PM, 16 Sep 2024 (IST)

মমতার বাড়িতে বৈঠক চলছে

প্রায় দেড় ঘণ্টা হতে চলল। এখনও চলছে মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের বৈঠক ।

7:34 PM, 16 Sep 2024 (IST)

মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব

মুখ্যমন্ত্রীর বাড়িতে চলছে বৈঠক। বাড়িতে তাঁর বসার ঘরেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা চলছে। এই বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

6:36 PM, 16 Sep 2024 (IST)

মমতা-সকাশে জুনিয়র চিকিৎসকরা

মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বাস মমতার বাড়ির একদম সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে জুনিয়র চিকিৎসকদের নামিয়ে দেওয়া হয়। নিরাপত্তা সংক্রান্ত কাজ শেষ করে মোবাইল জমা রেখে মমতার বাড়িতে প্রবেশ করেন জনিয়র চিকিৎসকরা ।

6:28 PM, 16 Sep 2024 (IST)

কলতানের মুক্তির দাবিতে রাস্তায় সৃজন-ময়ূখরা

বাম যুবনেতা কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে রাস্তায় নামল বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের কর্মীরা। হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করল তারা। আজকের মহামিছিলের স্লোগান ছিল," তিলোত্তমা হারবে না কলতান থামবে না।" মিছিলের পুরোভাগে ছিলেন সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে ময়ূখ বিশ্বাসরা

6:18 PM, 16 Sep 2024 (IST)

মমতার বাড়িতে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের বাস

কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাডি়তে 6.16 মিনিটে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের বাস ।

LIVE UPDATES
মমতার বাড়িতে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের বাস (ইটিভি ভারত)

5:52 PM, 16 Sep 2024 (IST)

উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মাঝে 5.47 মিনিটে ছাড়ল বাস

প্রায় 34 থেকে 35 জন মিলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করতে। মিনিটস টু মিনিটের জন্য তাxদের তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে দুই স্টেনোগ্রাফার । তাxদের মধ্যে একজনকে অন্তত ঢুকতে দিতেই হবে। এই দাবিতেই রাজি হয়েছেন রাজ্য সরকার। কিন্তু বেরোনোর আগে জানিয়ে দিয়েছেন, সমাধান সূত্র নিয়েই স্বাস্থ্য ভবনের সামনের আন্দোলন মঞ্চে ফিরবেন জুনিয়র চিকিৎসকেরা। নিজেদের ব্যবস্থা করা সাদা বাসে করেই মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা তাঁদের। যদিও মুখ্যসচিবের দেওয়ার সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তাদের বাস ছাড়লো ঠিক 5.47 মিনিটে। তবে তাঁদেরকে এগিয়ে দিতে আসলেন অসংখ্য সাধারণ মানুষ এবং আন্দোলনের বহু সহযোদ্ধা। বিচারের দাবিকে মাথায় রেখে মানববন্ধন করে তাঁদেরকে বাসে উঠিয়ে দিলেন অন্য জুনিয়র চিকিৎসকেরা। সবার গলায় শোনা গেল 'উই ওয়ান্ট জাস্টিস'। তার সঙ্গে শোনা গেল উল্লুর ধ্বনি। তবে তাঁদের বাসের সামনে রয়েছে বিধান নগর পুলিশের কনভয়।

live
রওনা জুনিয়র চিকিৎসকদের (নিজস্ব চিত্র)

5:08 PM, 16 Sep 2024 (IST)

ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের

কালীঘাটের বৈঠকে যাওয়ার আগে আবারও সাংবাদিকদের সঙ্গে কথা বললেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা বলেন, "আলোচনায় আমাদের দিক থেকে দু'জন প্রফেশনাল স্টেনো নিয়ে যাওয়া হচ্ছে। দুপক্ষই কার্যবিবরণীতে সই করবে। আমরা পাঁচদফা দাবি নিয়েই কথা বলব। কোথাও কোনও আপোস করব না। আমাদের আন্দোলন নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানিয়ে আসব না। আমাদের দাবি মানা না হলে কী করব তা এখানে ফিরে এসে বৈঠক করে ঠিক করব।"

4:39 PM, 16 Sep 2024 (IST)

কার্যবিবরণীর শর্ত মেনে বৈঠকে রাজি রাজ্য

জুনিয়র চিকিৎসকদের একটি শর্তে রাজি হল রাজ্য় প্রশাসন । জুনিয়র চিকিৎসকদের পাঠানোর মেইলের জবাব দিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, বৈঠকের ভিডিয়োগ্রাফি করা সম্ভব নয় । তবে সম্পূর্ণ কার্যবিবরণী তৈরি করতে রাজি রাজ্য। সবমিলিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য প্রশাসনের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল তা কাটল।

LIVE UPDATES
মুখ্যসচিবের জবাব (ইটিভি ভারত)

4:24 PM, 16 Sep 2024 (IST)

কী আছে মেইলে ?

জুনিয়র চিকিৎসকরা মুখ্যসচিব মনোজ পন্থকে যে মেইল পাঠিয়েছেন তাতে বৈঠকের ভিডিয়ো করা নিয়ে কয়েকটি বিষয়ের উল্লেখ করা হয়েছে । চিকিৎসকদের দাবি, হয় বৈঠকে দু'তরফ থেকে ভিডিয়োগ্রাফার থাকবেন সেটা সম্ভব না হলে রাজ্য প্রশাসনই ভিডিয়ো করুক । তবে সেক্ষেত্রে বৈঠক শেষ হলেই ভিডিয়ো জুনিয়র চিকিৎসকদের দিয়ে দিতে হবে। আর এই দুটোর কোনওটাই করা না গেলে ভিডিয়োর সম্পূর্ণ ট্রান্সক্রিপশন বা প্রতিলিপি করে মিনিটস আকারে দিতে হবে জুনিয়র চিকিৎসকদের ।

4:06 PM, 16 Sep 2024 (IST)

কালীঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা

সরকারের ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । বেশ কয়েকটি বক্তব্য থেকে তুলে ধরে দুপুর 4টের কিছু আগে জুনিয়র চিকিৎসকদের তরফে মেইল পাঠানো হয়েছে।

LIVE UPDATES
জুনিয়র চিকিৎসকদের পাঠানোে মেইল (ইটিভি ভারত)

3:55 PM, 16 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের সংগঠনের প্রশ্ন

আরজি করের ঘটনা নিয়ে দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলন করল জুনিয়র চিকিৎসকদের সংগঠন। সাংবাদিকদের সামনে কয়েকটি প্রশ্ন রাখলেন তাঁরা। একনজরে দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন তোলা হল-

1) কীভাবে পুলিশ প্রাথমিকভাবে বলে দিল এটা আত্মহত্যা ?

2) কেন যাবতীয় সব সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হল না ?

3) কেন ডিসি নর্থ পরিবারকে টাকা অফার করলেন ?

4) কেন তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হল ৷

5) ঘটানর কয়েকদিনের মধ্যেই কেন হাসপাতালে সংস্কারের কাজ হল ?

LIVE UPDATES
জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক সম্মেলন (নিজস্ব চিত্র)

3:43 PM, 16 Sep 2024 (IST)

পাঁচদফা দাবি চিকিৎসক সংগঠনের

দিল্লির সাংবাদিক বৈঠক থেকে চিকিৎসকদের সংগঠনের তরফে পাঁচটি দাবি প্রকাশ্যে আনা হয়েছে

1. স্বচ্ছ তদন্ত: ধর্ষণ ও হত্যার ঘটনায় অবিলম্বে সিবিআইকে নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করতে হবে । তদন্তে যারা বাধা দিচ্ছে তাদের খুঁজে বের করে শাস্তিও দিতে হবে ।

2. প্রশাসনের দায় : স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য-চিকিৎসা অধিকর্তা এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তাকে অপসারণ করতে হবে ।

3. পুলিশ কমিশনারের পদত্যাগ: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও অবিলম্বে পদত্যাগ করতে হবে৷

4. সুপ্রিম কোর্টের কাছে সঠিক তথ্য: রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট এবং জনসাধারণের কাছে সঠিক তথ্য দিয়ে জানাতে হবে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ঠিক কতজন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পাননি ।

5. প্রতিবাদীদের জন্য: নির্যাতিতার হয়ে যাঁরা পথে নেমেছেন তাঁদের কোনওভাবে ভয় দেখানো যাবে না । তাঁদের স্বার্থ যেন কোনওভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে হবে ।

3:23 PM, 16 Sep 2024 (IST)

অভিজিতের বাড়িতে লালবাজারের কর্তারা

টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডের বাড়িতে গেলেন লালবাজারের পদস্থ আধিকারিকরা। শনিবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআর নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর আজ দুপুরে তাঁর বাড়ি পৌঁছন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল ভি সলেমন নেসাকুমার-সহ পদস্থ কর্তারা। অভিজিতের পরিবারের সঙ্গে কথা বলার পর বেরিয়ে এসে সাংবাদিকদের নেসাকুমার বলেন,"অভিজিতের কোনও দোষ নেই ৷ উনি যা করেছেন তা সৎ উদ্দেশ্যেই করেছেন ৷ দ্রুত ঘটনাস্থলেন গিয়েছিলেন ৷ তদন্ত স্বচ্ছ রাখতে যা যা করা দরকার তা তিনি করেছিলেন ৷ কলকাতা পুলিশ একটা পরিবার, আমরা ওঁর পাশে আছি ৷ পরিবারের সদস্যদের আমরা জানিয়েছি ওঁদের কোনও অসুবিধা হলে আমরা পাশে থাকব ৷"

3:13 PM, 16 Sep 2024 (IST)

রাষ্ট্রীয় মদতপুষ্ট অপরাধ, দাবি সুবর্ণ গোস্বামীর

আরজি করের ঘটনাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট অপরাধ বলে অভিহিত করলেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী ৷ দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "আমরা হাথরস, উন্নাও, মণিপুর- সব জায়গা হওয়া অপরাধের বিরোধিতা করেছি ৷ কিন্তু আরজি করে যা হয়েছে তার সঙ্গে সরকার এবং সরকারের লোকেরা সরাসরি জড়িত ৷ মুখ্যমন্ত্রী আন্দোলনস্থলে গিয়ে বাংলার মানুষের উদ্দেশে বার্তা দিলেন। অথচ আন্দোলনকারীদের সঙ্গে কথাই বললেন না ৷" পাশাপাশি যেভাবে সরকারি হাসপাতালে ডিউটিরত অবস্থায় একজন মহিলা ডাক্তার খুন হলেন তা দেশে তো বটে গোটা বিশ্বেও নজিরবিহীন বলে মনে করেন তিনি ৷

3:07 PM, 16 Sep 2024 (IST)

ঘটনায় জড়িতদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি চিকিৎসক সুবর্ণ গোস্বামী

চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি, সিবিআইকে স্বচ্ছ এবং দ্রুত তদন্ত করতে হবে ৷ রাজ্য সরকারের যারা এর সঙ্গে যুক্ত তাঁদের এখনই পদ থেকে অপসারিত করতে হবে।

2:55 PM, 16 Sep 2024 (IST)

বিনীতকে নিশানা

আরজি করের ঘটনায় সরাসরি কলকাতার পুলিশ কমিশনার এবং ডেপুটি পুলিশ কমিশনার যুক্ত । এমনই দাবি চিকিৎসক সংগঠনের ।

2:52 PM, 16 Sep 2024 (IST)

সাংবাদিক বৈঠকে চিকিৎসকরা

আরজি করের ঘটনা নিয়ে দিল্লির প্রেসক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলন করছে চিকিৎসকদের সংগঠন

2:22 PM, 16 Sep 2024 (IST)

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেনডাউন, শিক্ষকদের মিছিল

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ও নার্সরা এক ঘণ্টার পেন ডাউনের সিদ্ধান্ত ৷ পাশাপাশি বিচার চেয়ে আজ পথে নামছেন শিক্ষক-শিক্ষিরা ৷ কলেজস্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন তাঁরা ৷

1:38 PM, 16 Sep 2024 (IST)

মুখ্যসচিবের ইমেল পেয়ে আলোচনায় জুনিয়র চিকিৎসকরা

মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন কি না, সেই নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বললেন জুনিয়র চিকিৎসকরা। যদিও সূত্রের খবর, তাঁরা যাবেন বলেই স্থির করেছেন। এদিন সকালে ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার আহ্বান জানিয়ে ইমেল করেন মুখ্যসচিব। বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের কথা বলা হয়। তবে মুখ্যসচিবের চিঠিতে চিকিৎসকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটা পঞ্চম তথা শেষবার । এরপর আর কোন বৈঠক হবে না ৷

1:04 PM, 16 Sep 2024 (IST)

কলতানের মুক্তির দাবিতে আজ শহরে মিছিল

আরজি কর কাণ্ডে মুল অভিযুক্তের শাস্তি এবং কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিদে আজ বিকেড 8টে হেদুয়া থেকে শ্যামবাজ পর্যন্ত মিছিলের ডাক দিল সিপিএম ৷জুনিয়র চিকিৎসকদের ধর্নায় হামলা সংক্রান্ত একটি অডিয়ো তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রকাশ্যে আনার পর তদন্তে নামে বিধাননগর সিটি পুলিশ ৷ শনিবা দুপুরে এই ঘটনায় গ্রেফতার করা হয় বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে । শুক্রবারই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাসকে ৷ পরের দিন গ্রেফতার করা ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতানকে ।

12:51 PM, 16 Sep 2024 (IST)

ফের জুনিয়র চিকিৎসকদের কালীঘাটে বৈঠকে আহ্বান

আরও একবার জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছল মুখ্য সচিবের ইমেল বার্তা। বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের চিঠিতে চিকিৎসকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটাই পঞ্চম তথা শেষবার । এরপর আর কোন বৈঠক হবে না ৷

Last Updated : Sep 17, 2024, 6:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.