ETV Bharat / state

দ্বিতীয় সপ্তাহে রাজ্যে 50 'অভয়া ক্লিনিক', সঙ্গে জনমত গঠন জুনিয়র ডাক্তারদের - Abhaya Clinics by Junior Doctors

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 3:32 PM IST

Updated : Sep 8, 2024, 6:09 PM IST

Junior Doctors Forming Public Opinion in Avaya Clinic: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির মধ্যেই দ্বিতীয় সপ্তাহে 'অভয়া ক্লিনিক' পরিষেবা ৷ যেখানে চিকিৎসা পরিষেবার পাশাপাশি, রোগীদের মতামত গ্রহণ করে জনমত গঠন করছেন জুনিয়র ডাক্তাররা ৷

Junior Doctors Forming Public Opinion in Avaya Clinic
দ্বিতীয় সপ্তাহে রাজ্যে 50টির বেশি 'অভয়া ক্লিনিক' ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 8 সেপ্টেম্বর: এক সপ্তাহ আগে আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে শুরু হয়েছিল 'অভয়া ক্লিনিক' ৷ কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজ-সহ মোট সাত জায়গায় এই ক্লিনিক থেকে রোগীদের পরিষেবা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ আজ দ্বিতীয় রবিবার রাজ্যে পঞ্চাশেরও বেশি 'অভয়া ক্লিনিক' খোলা হল ৷ সেই সঙ্গে 'অভয়া ক্লিনিক' থেকে চলছে সুবিচারের দাবিতে জনমত গঠনের কাজ ৷ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে সমাজ রয়েছে কি না, তা জানতেই এই উদ্যোগ ৷

দ্বিতীয় সপ্তাহে রাজ্যে 50টির বেশি 'অভয়া ক্লিনিক' ৷ (ইটিভি ভারত)

আজ কলকাতা ছাড়াও, রাজ্যের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন জায়গায় 'অভয়া ক্লিনিক' খোলা হয়েছে ৷ যেখানে জুনিয়র ডাক্তাররা যেমন রোগী দেখছেন, তার পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে ৷ তেমনই কলকাতার বেশ কয়েকটি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা আজ কুমোরটুলির সংস্কৃতি সমিতি মঞ্চের অফিসে 'অভয়া ক্লিনিক' খুলেছিলেন ৷ সেখানে রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি, জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন নিয়ে মানুষের মতামত জানার চেষ্টা করলেন ৷

মূলত, চিকিৎসা করাতে আসা রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কী ভাবছেন ? এই আন্দোলনকে তাঁরা সমর্থন করেন কি না ? আরজি কর মেডিক্যালে যে ঘটনা ঘটেছে, তা সাধারণ মানুষ কী চোখে দেখছেন ? এই ঘটনার সুবিচারের দাবিতে আর কী কী করা যেতে পারে ? এমন নানা বিষয়ে চিকিৎসা করাতে আসা মানুষজনকে জিজ্ঞাসা করা হচ্ছে ৷ আর সেই সব মতামতকে একত্রিত করে, জনমত গঠনের প্রক্রিয়া শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা ৷

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ জানিয়েছেন, "বিচার না-পাওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে ৷ সেই আন্দোলনের সঙ্গেই সংহতি রেখে এই 'অভয়া ক্লিনিক' থেকে আমাদের পরিষেবা দেওয়া হবে ৷ হাসপাতালের বিকল্প হবে না ৷ তবে, যতটা সম্ভব পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়া যায়, সেটাই লক্ষ্য আমাদের ৷"

কুমোরটুলি মৃৎ শিল্পী তথা সংস্কৃতি সমিতির সভাপতি বাবু পাল বলেন, "আমরা মায়ের মূর্তি গড়ি ৷ সেখানে একজনের ধর্ষণ ও খুন হচ্ছে ৷ তাই গর্জে উঠতেই হবে ৷ এখন আন্দোলন যে রূপ নিয়েছে, তাতে অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটু ঝুঁকি তৈরি হচ্ছে ৷ তাই এই 'অভয় ক্লিনিক'-এর মাধ্যমে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে ৷ যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না-হন ৷"

বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা আজ 'অভয়া ক্লিনিক' চালু করে পরিষেবা দিলেন ৷ যেখানে রোগীদের ভিড় উপচে পড়েছিল ৷ 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে'র উদ্যোগে এই 'অভয়া ক্লিনিক' খোলেন লাগাতার কর্মবিরতি পালন করা জুনিয়র চিকিৎসকরা ৷ সাধারণ মানুষও জুনিয়র ডাক্তারদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি, আরজি করের মৃত চিকিৎসক পড়ুয়া সুবিচারের মধ্যে দিয়ে, স্বাস্থ্য পরিষেবা আবারও স্বাভাবিক হোক, এমনটাই আশা প্রকাশ করেছেন অধিকাংশ রোগী ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: এক সপ্তাহ আগে আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে শুরু হয়েছিল 'অভয়া ক্লিনিক' ৷ কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজ-সহ মোট সাত জায়গায় এই ক্লিনিক থেকে রোগীদের পরিষেবা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ আজ দ্বিতীয় রবিবার রাজ্যে পঞ্চাশেরও বেশি 'অভয়া ক্লিনিক' খোলা হল ৷ সেই সঙ্গে 'অভয়া ক্লিনিক' থেকে চলছে সুবিচারের দাবিতে জনমত গঠনের কাজ ৷ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে সমাজ রয়েছে কি না, তা জানতেই এই উদ্যোগ ৷

দ্বিতীয় সপ্তাহে রাজ্যে 50টির বেশি 'অভয়া ক্লিনিক' ৷ (ইটিভি ভারত)

আজ কলকাতা ছাড়াও, রাজ্যের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন জায়গায় 'অভয়া ক্লিনিক' খোলা হয়েছে ৷ যেখানে জুনিয়র ডাক্তাররা যেমন রোগী দেখছেন, তার পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে ৷ তেমনই কলকাতার বেশ কয়েকটি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা আজ কুমোরটুলির সংস্কৃতি সমিতি মঞ্চের অফিসে 'অভয়া ক্লিনিক' খুলেছিলেন ৷ সেখানে রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি, জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন নিয়ে মানুষের মতামত জানার চেষ্টা করলেন ৷

মূলত, চিকিৎসা করাতে আসা রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কী ভাবছেন ? এই আন্দোলনকে তাঁরা সমর্থন করেন কি না ? আরজি কর মেডিক্যালে যে ঘটনা ঘটেছে, তা সাধারণ মানুষ কী চোখে দেখছেন ? এই ঘটনার সুবিচারের দাবিতে আর কী কী করা যেতে পারে ? এমন নানা বিষয়ে চিকিৎসা করাতে আসা মানুষজনকে জিজ্ঞাসা করা হচ্ছে ৷ আর সেই সব মতামতকে একত্রিত করে, জনমত গঠনের প্রক্রিয়া শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা ৷

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ জানিয়েছেন, "বিচার না-পাওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে ৷ সেই আন্দোলনের সঙ্গেই সংহতি রেখে এই 'অভয়া ক্লিনিক' থেকে আমাদের পরিষেবা দেওয়া হবে ৷ হাসপাতালের বিকল্প হবে না ৷ তবে, যতটা সম্ভব পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়া যায়, সেটাই লক্ষ্য আমাদের ৷"

কুমোরটুলি মৃৎ শিল্পী তথা সংস্কৃতি সমিতির সভাপতি বাবু পাল বলেন, "আমরা মায়ের মূর্তি গড়ি ৷ সেখানে একজনের ধর্ষণ ও খুন হচ্ছে ৷ তাই গর্জে উঠতেই হবে ৷ এখন আন্দোলন যে রূপ নিয়েছে, তাতে অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটু ঝুঁকি তৈরি হচ্ছে ৷ তাই এই 'অভয় ক্লিনিক'-এর মাধ্যমে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে ৷ যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না-হন ৷"

বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা আজ 'অভয়া ক্লিনিক' চালু করে পরিষেবা দিলেন ৷ যেখানে রোগীদের ভিড় উপচে পড়েছিল ৷ 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে'র উদ্যোগে এই 'অভয়া ক্লিনিক' খোলেন লাগাতার কর্মবিরতি পালন করা জুনিয়র চিকিৎসকরা ৷ সাধারণ মানুষও জুনিয়র ডাক্তারদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি, আরজি করের মৃত চিকিৎসক পড়ুয়া সুবিচারের মধ্যে দিয়ে, স্বাস্থ্য পরিষেবা আবারও স্বাভাবিক হোক, এমনটাই আশা প্রকাশ করেছেন অধিকাংশ রোগী ৷

Last Updated : Sep 8, 2024, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.