ETV Bharat / state

'আর্জি নয়, দাবি কর' স্লোগানে 14 সেপ্টেম্বর রাত দখলের ডাক জুনিয়র ডাক্তারদের - Call for Reclaim Night - CALL FOR RECLAIM NIGHT

Junior Doctors Call for Reclaim Night: আবারও 'রাত দখলে'র ডাক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ৷ আরজি করে দুষ্কৃতী হামলার একমাস পূরণ হচ্ছে আজ ৷ তারই প্রতিবাদে আজ রাত দখলের ডাক দিয়েছেন ডাক্তাররা ৷ রাজ্যের সকল মানুষকে এই রাত দখলের কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা ৷

Junior Doctors Call for Reclaim Night
আজ রাত দখলের ডাক জুনিয়র ডাক্তারদের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 2:36 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে শতাধিক দুষ্কৃতীর হামলা ও ভাঙচুরের ঘটনার আজ একমাস পূরণ হল ৷ সেই ঘটনার প্রতিবাদে ফের একবার 'রাত দখল'-এর ডাক জুনিয়র ডাক্তারদের ৷ স্লোগান তুলেছেন, 'আর্জি নয়, দাবি কর' ৷ 14 সেপ্টেম্বর রাতে রাজ্যের সকল মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন রেখেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ মূলত, তাঁদের পাঁচদফা দাবির স্বপক্ষে এই রাত দখলের কর্মসূচি ৷

একমাস আগে আজকের দিনেই প্রথম রাত দখলের কর্মসূচির সময় আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ ও হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ৷ ভাঙচুর করা হয় হাসপাতালের দামী মেডিক্যাল ইক্যুইপমেন্ট ৷ চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের উপর যেমন হামলা হয়েছিল, বাদ যাননি রোগীরাও ৷ অভিযোগ উঠেছে, দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাস্থল ভাঙচুর করা ৷ যে ঘটনার পর আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে ৷

গত 14 অগস্ট রাতের সেই হামলার প্রতিবাদে, আজ ফের একবার রাস্তায় নামার ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা ৷ বর্তমানে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ সেখান থেকেই তাঁদের পাঁচদফা দাবিতে নানা প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করছেন তাঁরা ৷ ইতিমধ্যে, নিজেদের দাবিগুলি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টে ইমেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷

উল্লেখ্য, আগামী সোমবার বেলা 12টা থেকে একঘণ্টার 'পেন ডাউন' কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷ আজ পঞ্চমদিনে স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন পড়েছে ৷ ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে গত চার রাত ধরে সল্টলেকের রাস্তায় আন্দোলন চলছে ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে শতাধিক দুষ্কৃতীর হামলা ও ভাঙচুরের ঘটনার আজ একমাস পূরণ হল ৷ সেই ঘটনার প্রতিবাদে ফের একবার 'রাত দখল'-এর ডাক জুনিয়র ডাক্তারদের ৷ স্লোগান তুলেছেন, 'আর্জি নয়, দাবি কর' ৷ 14 সেপ্টেম্বর রাতে রাজ্যের সকল মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন রেখেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ মূলত, তাঁদের পাঁচদফা দাবির স্বপক্ষে এই রাত দখলের কর্মসূচি ৷

একমাস আগে আজকের দিনেই প্রথম রাত দখলের কর্মসূচির সময় আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ ও হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ৷ ভাঙচুর করা হয় হাসপাতালের দামী মেডিক্যাল ইক্যুইপমেন্ট ৷ চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের উপর যেমন হামলা হয়েছিল, বাদ যাননি রোগীরাও ৷ অভিযোগ উঠেছে, দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাস্থল ভাঙচুর করা ৷ যে ঘটনার পর আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে ৷

গত 14 অগস্ট রাতের সেই হামলার প্রতিবাদে, আজ ফের একবার রাস্তায় নামার ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা ৷ বর্তমানে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ সেখান থেকেই তাঁদের পাঁচদফা দাবিতে নানা প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করছেন তাঁরা ৷ ইতিমধ্যে, নিজেদের দাবিগুলি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টে ইমেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷

উল্লেখ্য, আগামী সোমবার বেলা 12টা থেকে একঘণ্টার 'পেন ডাউন' কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷ আজ পঞ্চমদিনে স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন পড়েছে ৷ ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে গত চার রাত ধরে সল্টলেকের রাস্তায় আন্দোলন চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.