ETV Bharat / state

ফের সরকারকে সময়সীমা, মঙ্গলে স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি চিকিৎসকদের - KOLKATA DOCTOR RAPE AND MURDER

সোমবার পর্যন্ত সময় রাজ্যকে ৷ তাতেও টনক না নড়লে ধর্মঘটের পথে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের ৷

Doctors Agitation
দাবি না মানলে ধর্মঘটের হুঁশিয়ারি আন্দোলনকারী চিকিৎসকদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2024, 10:50 PM IST

Updated : Oct 18, 2024, 10:59 PM IST

কলকাতা, 18 অক্টোবর: ফের সরকারকে সময় বেঁধে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা । সোমবার পর্যন্ত যদি সরকার কোনও সদিচ্ছা না দেখায় তাহলে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন তাঁরা। সরকারি ও বেসরকারি মিলে সর্বস্তরে এই স্বাস্থ্য ধর্মঘটের কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই বিষয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত আমাদের চিৎকার পৌঁছাচ্ছে না । তাই এই পদক্ষেপ ।"

বৃহস্পতি এবং শুক্রবার এই দু'দিন মিলিয়ে সাতটি সিনিয়র চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা । তারপরেই তাদের চূড়ান্ত পদক্ষেপের কথা জানান জুনিয়র চিকিৎসক ফ্রন্ট । তাদের প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, "আমরা ভাবতে পারিনি আমাদের সহযোদ্ধাদের 13 দিন ধরে বসে থাকতে হবে । মনে হয়েছিল, আমাদের দাবি মানবেন মানবিক মুখ্যমন্ত্রী । কিন্তু তাঁর দিক থেকে কোনও প্রতিক্রিয়া নেই । বরং আমরা দেখছি কার্নিভাল চলছে আর সেখানে উৎসব হচ্ছে ।"

আন্দোলনকারী চিকিৎসকের বক্তব্য (ইটিভি ভারত)

প্রসঙ্গত, 19 অক্টোবর শনিবার জুনিয়র চিকিৎসকরা ন্যায়বিচার যাত্রার ডাক দিয়েছেন। সোদপুরে নির্যাতিতার বাড়ির এলাকা থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত রিলে করে মিছিল করবেন তাঁরা । দুপুর 2টো থেকে সেই পদযাত্রা শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা । সোদপুরের এইচবি টাউন থেকে শুরু হবে পদযাত্রা ।

10 দফা দাবি পূরণের জন্য জুনিয়র চিকিৎসকরা প্রায় 19.4 কিলোমিটার রাস্তা হাঁটবেন ৷ অন্যদিকে, রবিবারও তাঁরা এক সমাবেশের ডাক দিয়েছেন। তার সঙ্গে সোমবার রাজ্যের সব হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে । এরপর মঙ্গলবার থেকে লাগাতার স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন জুনিয়র চিকিৎসকরা।

কলকাতা, 18 অক্টোবর: ফের সরকারকে সময় বেঁধে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা । সোমবার পর্যন্ত যদি সরকার কোনও সদিচ্ছা না দেখায় তাহলে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন তাঁরা। সরকারি ও বেসরকারি মিলে সর্বস্তরে এই স্বাস্থ্য ধর্মঘটের কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই বিষয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত আমাদের চিৎকার পৌঁছাচ্ছে না । তাই এই পদক্ষেপ ।"

বৃহস্পতি এবং শুক্রবার এই দু'দিন মিলিয়ে সাতটি সিনিয়র চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা । তারপরেই তাদের চূড়ান্ত পদক্ষেপের কথা জানান জুনিয়র চিকিৎসক ফ্রন্ট । তাদের প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, "আমরা ভাবতে পারিনি আমাদের সহযোদ্ধাদের 13 দিন ধরে বসে থাকতে হবে । মনে হয়েছিল, আমাদের দাবি মানবেন মানবিক মুখ্যমন্ত্রী । কিন্তু তাঁর দিক থেকে কোনও প্রতিক্রিয়া নেই । বরং আমরা দেখছি কার্নিভাল চলছে আর সেখানে উৎসব হচ্ছে ।"

আন্দোলনকারী চিকিৎসকের বক্তব্য (ইটিভি ভারত)

প্রসঙ্গত, 19 অক্টোবর শনিবার জুনিয়র চিকিৎসকরা ন্যায়বিচার যাত্রার ডাক দিয়েছেন। সোদপুরে নির্যাতিতার বাড়ির এলাকা থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত রিলে করে মিছিল করবেন তাঁরা । দুপুর 2টো থেকে সেই পদযাত্রা শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা । সোদপুরের এইচবি টাউন থেকে শুরু হবে পদযাত্রা ।

10 দফা দাবি পূরণের জন্য জুনিয়র চিকিৎসকরা প্রায় 19.4 কিলোমিটার রাস্তা হাঁটবেন ৷ অন্যদিকে, রবিবারও তাঁরা এক সমাবেশের ডাক দিয়েছেন। তার সঙ্গে সোমবার রাজ্যের সব হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে । এরপর মঙ্গলবার থেকে লাগাতার স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন জুনিয়র চিকিৎসকরা।

Last Updated : Oct 18, 2024, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.