ETV Bharat / state

ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য, সমাধান বের করবে কেন্দ্র; হুঁশিয়ারি নাড্ডার - RG Kar Rape And Murder Case

JP Nadda Reaction on RG Kar Incident: আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার একটি ভিডিয়ো বার্তায় তিনি জানান যে, বাংলায় আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে । বাংলায় আইনশৃঙ্খলাহীন পরিস্থিতি তার চরম মাত্রায় পৌঁছে গিয়েছে ৷

JP Nadda
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 9:22 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট: ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য ৷ তবে, সূরাহার পথ বের করবে মন্ত্রক ৷ আরজি কর কাণ্ডে হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার ৷ আরজি কর হাসপাতালের ঘটনার নিন্দায় সরব হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । 'এই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে, বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে' বলে মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (ইটিভি ভারত)

আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার একটি ভিডিয়ো বার্তায় তিনি জানান যে, বাংলায় আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে । বাংলায় আইনশৃঙ্খলাহীন পরিস্থিতি তার চরম মাত্রায় পৌঁছে গিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগের ! এই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে ।" ঘটনার তীব্র নিন্দা করে দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি আজ অভিযোগ করেন যে, রাজ্যে সরকারের তরফে এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল । বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে । আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে বাংলায় । সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হল, বাংলায় মহিলাদের উপর অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে । একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যে মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তা আরও বেশি উদ্বেগজনক !

বাংলার সরকার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং সাধারণ মানুষকে বোকা বানাবার চেষ্টা করেছে । এমনটাই দাবি করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । একই সঙ্গে আজ তিনি কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানান ।

তিনি বলেন, "আমার পূর্ণ আস্থা যে সিবিআই তদন্তের পরেই আসল ঘটনা প্রকাশ্যে আসবে এবং দোষীরা সাজা পাবেন। চিকিৎসকদের ওপর এবং বিশেষ করে মহিলাদের ওপর যে ভাবে অত্যাচার এবং হামলা হচ্ছে তা নিয়ে চিন্তিত মন্ত্রক। তাই যাতে দ্রুত এর একটা সুরাহার পথ বের করা যায় তা নিয়ে সচেষ্ট মন্ত্রক।"

নয়াদিল্লি, 13 অগস্ট: ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য ৷ তবে, সূরাহার পথ বের করবে মন্ত্রক ৷ আরজি কর কাণ্ডে হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার ৷ আরজি কর হাসপাতালের ঘটনার নিন্দায় সরব হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । 'এই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে, বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে' বলে মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (ইটিভি ভারত)

আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার একটি ভিডিয়ো বার্তায় তিনি জানান যে, বাংলায় আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে । বাংলায় আইনশৃঙ্খলাহীন পরিস্থিতি তার চরম মাত্রায় পৌঁছে গিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগের ! এই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে ।" ঘটনার তীব্র নিন্দা করে দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি আজ অভিযোগ করেন যে, রাজ্যে সরকারের তরফে এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল । বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে । আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে বাংলায় । সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হল, বাংলায় মহিলাদের উপর অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে । একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যে মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তা আরও বেশি উদ্বেগজনক !

বাংলার সরকার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং সাধারণ মানুষকে বোকা বানাবার চেষ্টা করেছে । এমনটাই দাবি করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । একই সঙ্গে আজ তিনি কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানান ।

তিনি বলেন, "আমার পূর্ণ আস্থা যে সিবিআই তদন্তের পরেই আসল ঘটনা প্রকাশ্যে আসবে এবং দোষীরা সাজা পাবেন। চিকিৎসকদের ওপর এবং বিশেষ করে মহিলাদের ওপর যে ভাবে অত্যাচার এবং হামলা হচ্ছে তা নিয়ে চিন্তিত মন্ত্রক। তাই যাতে দ্রুত এর একটা সুরাহার পথ বের করা যায় তা নিয়ে সচেষ্ট মন্ত্রক।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.