ETV Bharat / state

ঝাড়গ্রাম থেকে জার্মানি ! জনা এখন ‘আয়রন ম্য়ান’ - Jona Mandi

Jona Mandi Bags Iron Man Title: প্রথমবার ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন জনা । দৌড়, সাঁতার ও সাইকেলিং 6 ঘণ্টা 34 মিনিট 38 সেকেন্ডে সম্পূর্ণ করেন । যা তাঁকে আয়রন ম্যানের খেতাব এনে দেয় । যদিও অল্পের জন্য মূলপর্বে খেলার যোগ্যতা হাতছাড়া হয়েছে । জেলার যুবকের কৃতিত্বে উচ্ছসিত ঝাড়গ্ৰামের মানুষ ৷

Jona Mandi Bags Iron Man Title
জনা এখন ‘আয়রন ম্য়ান’ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 3:22 PM IST

ঝাড়গ্ৰাম, 8 সেপ্টেম্বর: জার্মানিতে ‘আয়রন ম্যান’ খেতাব পেয়ে অনন্য নজির সৃষ্টি করলেন ঝাড়গ্ৰামের যুবক । জার্মানির ডুইসবর্গে এ বছর বসেছিল বিশ্ব আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপের আসর । বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের 5 জন প্রতিযোগী অংশগ্ৰহণ করেছিলেন । সেখানেই ছিলেন সাঁকরাইল ব্লকের ছত্রি গ্ৰাম পঞ্চায়েতের পালয়ডাঙ্গা গ্ৰামের 33 বছরের জনা মাণ্ডি ৷

জনা এখন ‘আয়রন ম্য়ান’ (ইটিভি ভারত)

ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবছর আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপের আসর বসে ৷ খেলার জগতে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে এটি পরিচিত । সাঁতার , সাইকেলিং, দৌড় 8 ঘন্টা 30 মিনিটের মধ্যে শেষ করতে হয় । এই সময় সীমার মধ্যে যারা প্রতিযোগিতা শেষ করেন তাঁদের ‘আয়রন ম্যান’ খেতাব দেওয়া হয় ।

জার্মানির ডুইসবর্গে এবছর প্রাথমিক পর্বের প্রতিযোগিতার আসর বসেছিল । মূল পর্বের খেলা ফ্রান্সে অনুষ্ঠিত হবে । প্রতিযোগিতায় ইউরোপ, আয়ারল্যান্ড, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, ভারত-সহ পৃথিবীর নানা প্রান্তের 3500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন । জনা মাণ্ডি-সহ ভারতের মোট 5 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন । জনা রাইন নদীর 1.9 কিলোমিটার মাত্র 37 মিনিটে সাঁতার কেটে অতিক্রম করেন । এরপর সাইকেলিং করে 90 কিমি রাস্তা 3 ঘণ্টা 10 মিনিটে সম্পূর্ণ করেন । শেষ ধাপে 21.1 কিলোমিটার রাস্তা দৌড়ে 2 ঘণ্টা 29 মিনিটে সম্পূর্ণ করে জনা। সাঁতার ,সাইকেলিং ও দৌড় মিলিয়ে সময় নেন 6 ঘণ্টা 34 মিনিট 38 সেকেন্ড সম্পূর্ণ করেন ৷

বার্লিন থেকে হোয়াটসঅ্যাপ ফোনে এদিন বলেন, ‘‘স্কুলে পড়ার সময় আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপ সম্পর্কে জেনেছিলাম ৷ এই প্রতিযোগিতায় নামতে গেলে সর্বোচ্চ শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন হয় ৷ খেলাধুলার জগতে এটি কঠিনতম প্রতিযোগিতা ৷ জার্মানিতে 2017 সালে উচ্চশিক্ষার জন্য যাই । বর্তমানে বার্লিন শহরে একটি বিনিয়োগ সংস্থায় কর্মরত আছি । স্বপ্ন ছিল এই প্রতিযোগিতায় অংশ নেওয়া । প্রথমবার প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করেই ‘আয়রন ম্যান’ খেতাব পেয়েছি । আগামী বছর মূল পর্বের যোগ্যতা অর্জনের লক্ষে নামব ।’

ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন বলেন , ‘‘এই সাফল্যে ঝাড়গ্ৰাম জেলার মানুষ গর্বিত । জেলার প্রত্যন্ত এলাকা থেকে তিনি জার্মানিতে পড়াশোনা করতে গিয়েছিলেন । একইসঙ্গে খেলাধূলার চর্চা চালিয়ে গিয়েছেন । যার জেরেই এই সাফল্য এসেছে । জেলার মূল নিবাসী ছেলেমেয়েদের খেলাধূলার উন্নতিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি ।’’

আরও পড়ুন:

ঝাড়গ্ৰাম, 8 সেপ্টেম্বর: জার্মানিতে ‘আয়রন ম্যান’ খেতাব পেয়ে অনন্য নজির সৃষ্টি করলেন ঝাড়গ্ৰামের যুবক । জার্মানির ডুইসবর্গে এ বছর বসেছিল বিশ্ব আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপের আসর । বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের 5 জন প্রতিযোগী অংশগ্ৰহণ করেছিলেন । সেখানেই ছিলেন সাঁকরাইল ব্লকের ছত্রি গ্ৰাম পঞ্চায়েতের পালয়ডাঙ্গা গ্ৰামের 33 বছরের জনা মাণ্ডি ৷

জনা এখন ‘আয়রন ম্য়ান’ (ইটিভি ভারত)

ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবছর আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপের আসর বসে ৷ খেলার জগতে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে এটি পরিচিত । সাঁতার , সাইকেলিং, দৌড় 8 ঘন্টা 30 মিনিটের মধ্যে শেষ করতে হয় । এই সময় সীমার মধ্যে যারা প্রতিযোগিতা শেষ করেন তাঁদের ‘আয়রন ম্যান’ খেতাব দেওয়া হয় ।

জার্মানির ডুইসবর্গে এবছর প্রাথমিক পর্বের প্রতিযোগিতার আসর বসেছিল । মূল পর্বের খেলা ফ্রান্সে অনুষ্ঠিত হবে । প্রতিযোগিতায় ইউরোপ, আয়ারল্যান্ড, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, ভারত-সহ পৃথিবীর নানা প্রান্তের 3500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন । জনা মাণ্ডি-সহ ভারতের মোট 5 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন । জনা রাইন নদীর 1.9 কিলোমিটার মাত্র 37 মিনিটে সাঁতার কেটে অতিক্রম করেন । এরপর সাইকেলিং করে 90 কিমি রাস্তা 3 ঘণ্টা 10 মিনিটে সম্পূর্ণ করেন । শেষ ধাপে 21.1 কিলোমিটার রাস্তা দৌড়ে 2 ঘণ্টা 29 মিনিটে সম্পূর্ণ করে জনা। সাঁতার ,সাইকেলিং ও দৌড় মিলিয়ে সময় নেন 6 ঘণ্টা 34 মিনিট 38 সেকেন্ড সম্পূর্ণ করেন ৷

বার্লিন থেকে হোয়াটসঅ্যাপ ফোনে এদিন বলেন, ‘‘স্কুলে পড়ার সময় আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপ সম্পর্কে জেনেছিলাম ৷ এই প্রতিযোগিতায় নামতে গেলে সর্বোচ্চ শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন হয় ৷ খেলাধুলার জগতে এটি কঠিনতম প্রতিযোগিতা ৷ জার্মানিতে 2017 সালে উচ্চশিক্ষার জন্য যাই । বর্তমানে বার্লিন শহরে একটি বিনিয়োগ সংস্থায় কর্মরত আছি । স্বপ্ন ছিল এই প্রতিযোগিতায় অংশ নেওয়া । প্রথমবার প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করেই ‘আয়রন ম্যান’ খেতাব পেয়েছি । আগামী বছর মূল পর্বের যোগ্যতা অর্জনের লক্ষে নামব ।’

ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন বলেন , ‘‘এই সাফল্যে ঝাড়গ্ৰাম জেলার মানুষ গর্বিত । জেলার প্রত্যন্ত এলাকা থেকে তিনি জার্মানিতে পড়াশোনা করতে গিয়েছিলেন । একইসঙ্গে খেলাধূলার চর্চা চালিয়ে গিয়েছেন । যার জেরেই এই সাফল্য এসেছে । জেলার মূল নিবাসী ছেলেমেয়েদের খেলাধূলার উন্নতিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.