ETV Bharat / state

'দুর্নীতিগ্রস্ত' মেডিক্যাল কাউন্সিল বাতিলের ডাক জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের - Corruption in Medical Council - CORRUPTION IN MEDICAL COUNCIL

Corruption in Medical Council: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স ৷ সংগঠনের সদস্য-চিকিৎসকদের অভিযোগ এই মেডিক্যাল কাউন্সিলের গঠন বেআইনিভাবে হয়েছে ৷ আর কাউন্সিলের শীর্ষস্তরের লোকজন দুর্নীতিগ্রস্ত ৷

Corruption in Medical Council
'দুর্নীতিগ্রস্ত' মেডিক্যাল কাউন্সিল বাতিলের ডাক জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 9:14 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনার একমাস হল ৷ আর এই একমাসকে নির্যাতিতা চিকিৎসকের 'সুবিচার না-পাওয়ার একমাস' বলে অভিহিত করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স ৷ সেই সঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে দুর্নীতির আখড়া হিসেবে অভিযোগ করলেন আন্দোলনকারী চিকিৎসকরা ৷ দাবি উঠল, মেডিক্যাল কাউন্সিলকে বাতিল করার ৷

Corruption in Medical Council
এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত চিকিৎসকদের মিছিলেন অভিনেতা বাদশা মৈত্র ৷ (নিজস্ব চিত্র)

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ৷ সুবিচারের দাবির আওয়াজ আবারও বিচারবিভাগের কানে পৌঁছে দিতে, সরব হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স ৷ আজ এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত সুবিচারের দাবিতে মিছিল করেন চিকিৎসকরা ৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন অভিনেতা বাদশা মৈত্র-সহ বিশিষ্টজনদের একাংশ ৷ এনআরএস-এর সামনে ও মৌলালী মোড়ে 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা কয়েকশো কালো বেলুন ওড়ানো হয় ৷

পশ্চিমবঙ্গ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্সের নেতৃত্বের বক্তব্য, "দুর্নীতির আখড়া হয়ে উঠেছে মেডিক্যাল কাউন্সিল ৷ যেখানে অযোগ্যরা পদে বসে আছেন ৷ তাঁদের রেজিস্ট্রেশন বাতিল-সহ পুরো কাউন্সিল বাতিল করতে হবে ৷ কারণ, মেডিক্যাল কাউন্সিলের শিকড়েই দুর্নীতির চক্র বেড়ে উঠেছে ৷"

আজকের মিছিল থেকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "গোটা মেডিক্যাল কাউন্সিলটাই দুর্নীতিগ্রস্ত ৷ মেডিক্যাল কাউন্সিল এখন যা যা করছে তার পুরোটাই ফাঁকা আওয়াজ ৷ দুর্বৃত্তদের আখড়া মেডিক্যাল কাউন্সিলের নেতারা এখন কাউকে শো-কজ করছে, তো কাউকে সাসপেন্ড করছে ৷ যিনি মেডিক্যালর কাউন্সিলের মাথায় বসে আছেন, উনি সব থেকে বড় দুর্বৃত্ত ৷ আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে সরাতে হবে ৷ জালিয়াতি করে মেডিক্যাল কাউন্সিল গঠন করা হয়েছিল ৷"

চিকিৎসক মানস গুমটা বলেন, "অপরাধীরাই এখন অপরাধের বিচার করতে বসেছেন ৷ তাঁরা থ্রেট সিন্ডিকেটের মাথা ৷ আগে এঁদের বিচার হওয়া দরকার ৷ এদের রেজিস্ট্রেশন বাতিল হওয়া দরকার ৷ সমস্ত মানুষ এঁদের ঘৃণা করছেন ৷ এরা চিকিৎসক সমাজের কলঙ্ক ৷" চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "মেডিক্যাল কাউন্সিলের ভোট লুট হয়েছিল ৷ এই অবৈধ নির্বাচিত সদস্যদের মদতেই দুর্নীতিচক্র গড়ে উঠেছে ৷ অবিলম্বে এই মেডিক্যাল কাউন্সিলটাকে বাতিল করে দেওয়া উচিত ৷"

ডক্টর ফুয়াদ হালিম বলেন, "ভোট লুট করে অবৈধভাবে মেডিক্যাল কাউন্সিল গঠন করা হয়েছিল ৷ সেই লুটের ভিডিয়ো ও ছবি সকলের কাছে আছে ৷ স্বাভাবিকভাবে এই মেডিক্যাল কাউন্সিলের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায় ৷ অবশ্যই কলঙ্ক মুক্ত করতে এই মেডিক্যাল কাউন্সিল বাতিল করে, পুনঃনির্বাচন হোক ৷"

কলকাতা, 8 সেপ্টেম্বর: আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনার একমাস হল ৷ আর এই একমাসকে নির্যাতিতা চিকিৎসকের 'সুবিচার না-পাওয়ার একমাস' বলে অভিহিত করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স ৷ সেই সঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে দুর্নীতির আখড়া হিসেবে অভিযোগ করলেন আন্দোলনকারী চিকিৎসকরা ৷ দাবি উঠল, মেডিক্যাল কাউন্সিলকে বাতিল করার ৷

Corruption in Medical Council
এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত চিকিৎসকদের মিছিলেন অভিনেতা বাদশা মৈত্র ৷ (নিজস্ব চিত্র)

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ৷ সুবিচারের দাবির আওয়াজ আবারও বিচারবিভাগের কানে পৌঁছে দিতে, সরব হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স ৷ আজ এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত সুবিচারের দাবিতে মিছিল করেন চিকিৎসকরা ৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন অভিনেতা বাদশা মৈত্র-সহ বিশিষ্টজনদের একাংশ ৷ এনআরএস-এর সামনে ও মৌলালী মোড়ে 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা কয়েকশো কালো বেলুন ওড়ানো হয় ৷

পশ্চিমবঙ্গ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্সের নেতৃত্বের বক্তব্য, "দুর্নীতির আখড়া হয়ে উঠেছে মেডিক্যাল কাউন্সিল ৷ যেখানে অযোগ্যরা পদে বসে আছেন ৷ তাঁদের রেজিস্ট্রেশন বাতিল-সহ পুরো কাউন্সিল বাতিল করতে হবে ৷ কারণ, মেডিক্যাল কাউন্সিলের শিকড়েই দুর্নীতির চক্র বেড়ে উঠেছে ৷"

আজকের মিছিল থেকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "গোটা মেডিক্যাল কাউন্সিলটাই দুর্নীতিগ্রস্ত ৷ মেডিক্যাল কাউন্সিল এখন যা যা করছে তার পুরোটাই ফাঁকা আওয়াজ ৷ দুর্বৃত্তদের আখড়া মেডিক্যাল কাউন্সিলের নেতারা এখন কাউকে শো-কজ করছে, তো কাউকে সাসপেন্ড করছে ৷ যিনি মেডিক্যালর কাউন্সিলের মাথায় বসে আছেন, উনি সব থেকে বড় দুর্বৃত্ত ৷ আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে সরাতে হবে ৷ জালিয়াতি করে মেডিক্যাল কাউন্সিল গঠন করা হয়েছিল ৷"

চিকিৎসক মানস গুমটা বলেন, "অপরাধীরাই এখন অপরাধের বিচার করতে বসেছেন ৷ তাঁরা থ্রেট সিন্ডিকেটের মাথা ৷ আগে এঁদের বিচার হওয়া দরকার ৷ এদের রেজিস্ট্রেশন বাতিল হওয়া দরকার ৷ সমস্ত মানুষ এঁদের ঘৃণা করছেন ৷ এরা চিকিৎসক সমাজের কলঙ্ক ৷" চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "মেডিক্যাল কাউন্সিলের ভোট লুট হয়েছিল ৷ এই অবৈধ নির্বাচিত সদস্যদের মদতেই দুর্নীতিচক্র গড়ে উঠেছে ৷ অবিলম্বে এই মেডিক্যাল কাউন্সিলটাকে বাতিল করে দেওয়া উচিত ৷"

ডক্টর ফুয়াদ হালিম বলেন, "ভোট লুট করে অবৈধভাবে মেডিক্যাল কাউন্সিল গঠন করা হয়েছিল ৷ সেই লুটের ভিডিয়ো ও ছবি সকলের কাছে আছে ৷ স্বাভাবিকভাবে এই মেডিক্যাল কাউন্সিলের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায় ৷ অবশ্যই কলঙ্ক মুক্ত করতে এই মেডিক্যাল কাউন্সিল বাতিল করে, পুনঃনির্বাচন হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.