সল্টলেক, 3 মে: স্কুল সার্ভিস কমিশনের ভবনে সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অভিযানকে ঘিরে ধুন্ধুমার বাঁধল । যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার এই কর্মসূচি নেওয়া হয় ৷ বিরাট সংখ্যক বাহিনী এনেও বিক্ষোভকারীদের আটকাতে ব্যর্থ হয় পুলিশ ৷
শুক্রবার সকালে প্রথমে সল্টলেক করুণাময়ীতে জমায়েত করেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা ৷ এরপর প্ল্যাকার্ড হাতে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশে রওনা দেন ৷ তাঁদের মুখে ছিল, 'এসএসসি জবাব দাও' স্লোগান ৷ পুলিশ ব্যারিকেড করে বিক্ষোভকারীদের পথ আটকানোর চেষ্টা করে । তখনই তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে । পুলিশের বাধা অতিক্রম করে প্রথমে এগিয়ে যান মহিলা বিক্ষোভকারীরা ৷ মহিলা পুলিশ দিয়েও তাঁদের আটকানো সম্ভব হয়নি ৷ এরপর পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকানোর চেষ্টা করলেও সফল হননি ৷ ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সোজা পৌঁছে যান এসএসসি ভবনে । এরপর এসএসসি ভবনের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা ।
এই বিক্ষোভের জেরে ব্যস্ত রাস্তায় সকালে যানচলাচল বিপর্যস্ত হয় ৷ রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরে দাঁড়ানোর আর্জি জানিয়ে পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হয় ৷ আন্দোলনকারী যোগ্য প্রার্থীদের দাবি, অযোগ্যদের চাকরি বাতিল করে তাঁদের মতো যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখতে হবে ৷ যোগ্য প্রার্থীদের ওএমআর প্রকাশের জন্য স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি জানান তাঁরা ৷
উল্লেখ্য, গত 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করে বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চললেও, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কীভাবে আলাদা করা হবে, তা নিয়ে ধন্ধ রয়েছে ৷ কেন যোগ্য প্রার্থীদেরও চাকরি বাতিল হবে, এই নিয়েই সরব হয়েছে বিভিন্ন মহল ৷
আরও পড়ুন: