ETV Bharat / state

যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে - SSC Bhavan Abhiyan

Job losers clash with police: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার বাঁধল ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা ৷

ETV BHARAT
ETV BHARAT (ETV BHARAT)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 1:44 PM IST

Updated : May 3, 2024, 2:27 PM IST

যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার (ETV BHARAT)

সল্টলেক, 3 মে: স্কুল সার্ভিস কমিশনের ভবনে সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অভিযানকে ঘিরে ধুন্ধুমার বাঁধল । যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার এই কর্মসূচি নেওয়া হয় ৷ বিরাট সংখ্যক বাহিনী এনেও বিক্ষোভকারীদের আটকাতে ব্যর্থ হয় পুলিশ ৷

শুক্রবার সকালে প্রথমে সল্টলেক করুণাময়ীতে জমায়েত করেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা ৷ এরপর প্ল্যাকার্ড হাতে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশে রওনা দেন ৷ তাঁদের মুখে ছিল, 'এসএসসি জবাব দাও' স্লোগান ৷ পুলিশ ব্যারিকেড করে বিক্ষোভকারীদের পথ আটকানোর চেষ্টা করে । তখনই তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে । পুলিশের বাধা অতিক্রম করে প্রথমে এগিয়ে যান মহিলা বিক্ষোভকারীরা ৷ মহিলা পুলিশ দিয়েও তাঁদের আটকানো সম্ভব হয়নি ৷ এরপর পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকানোর চেষ্টা করলেও সফল হননি ৷ ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সোজা পৌঁছে যান এসএসসি ভবনে । এরপর এসএসসি ভবনের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা ।

এই বিক্ষোভের জেরে ব্যস্ত রাস্তায় সকালে যানচলাচল বিপর্যস্ত হয় ৷ রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরে দাঁড়ানোর আর্জি জানিয়ে পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হয় ৷ আন্দোলনকারী যোগ্য প্রার্থীদের দাবি, অযোগ্যদের চাকরি বাতিল করে তাঁদের মতো যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখতে হবে ৷ যোগ্য প্রার্থীদের ওএমআর প্রকাশের জন্য স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি জানান তাঁরা ৷

উল্লেখ্য, গত 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করে বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চললেও, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কীভাবে আলাদা করা হবে, তা নিয়ে ধন্ধ রয়েছে ৷ কেন যোগ্য প্রার্থীদেরও চাকরি বাতিল হবে, এই নিয়েই সরব হয়েছে বিভিন্ন মহল ৷

আরও পড়ুন:

  1. নতুন করে হবে এসএসসি'র নিয়োগ, মাথায় হাত 2016 সালের চাকরিপ্রার্থীদের
  2. অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা দেওয়া হয়েছিল হাইকোর্টে, দাবি এসএসসির চেয়ারম্যানের
  3. এসএসসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে রাজ্য

যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার (ETV BHARAT)

সল্টলেক, 3 মে: স্কুল সার্ভিস কমিশনের ভবনে সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অভিযানকে ঘিরে ধুন্ধুমার বাঁধল । যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার এই কর্মসূচি নেওয়া হয় ৷ বিরাট সংখ্যক বাহিনী এনেও বিক্ষোভকারীদের আটকাতে ব্যর্থ হয় পুলিশ ৷

শুক্রবার সকালে প্রথমে সল্টলেক করুণাময়ীতে জমায়েত করেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা ৷ এরপর প্ল্যাকার্ড হাতে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশে রওনা দেন ৷ তাঁদের মুখে ছিল, 'এসএসসি জবাব দাও' স্লোগান ৷ পুলিশ ব্যারিকেড করে বিক্ষোভকারীদের পথ আটকানোর চেষ্টা করে । তখনই তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে । পুলিশের বাধা অতিক্রম করে প্রথমে এগিয়ে যান মহিলা বিক্ষোভকারীরা ৷ মহিলা পুলিশ দিয়েও তাঁদের আটকানো সম্ভব হয়নি ৷ এরপর পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকানোর চেষ্টা করলেও সফল হননি ৷ ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সোজা পৌঁছে যান এসএসসি ভবনে । এরপর এসএসসি ভবনের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা ।

এই বিক্ষোভের জেরে ব্যস্ত রাস্তায় সকালে যানচলাচল বিপর্যস্ত হয় ৷ রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরে দাঁড়ানোর আর্জি জানিয়ে পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হয় ৷ আন্দোলনকারী যোগ্য প্রার্থীদের দাবি, অযোগ্যদের চাকরি বাতিল করে তাঁদের মতো যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখতে হবে ৷ যোগ্য প্রার্থীদের ওএমআর প্রকাশের জন্য স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি জানান তাঁরা ৷

উল্লেখ্য, গত 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করে বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চললেও, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কীভাবে আলাদা করা হবে, তা নিয়ে ধন্ধ রয়েছে ৷ কেন যোগ্য প্রার্থীদেরও চাকরি বাতিল হবে, এই নিয়েই সরব হয়েছে বিভিন্ন মহল ৷

আরও পড়ুন:

  1. নতুন করে হবে এসএসসি'র নিয়োগ, মাথায় হাত 2016 সালের চাকরিপ্রার্থীদের
  2. অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা দেওয়া হয়েছিল হাইকোর্টে, দাবি এসএসসির চেয়ারম্যানের
  3. এসএসসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে রাজ্য
Last Updated : May 3, 2024, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.