আসানসোল, 11 এপ্রিল: সকলে ধরেই নিয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে জিতেন্দ্র তিওয়ারিকে ৷ কিন্তু বিজেপি তার বদলে নাম ঘোষণা করেছে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ৷ মনোমালিন্য সরিয়ে সুরিন্দরের হয়ে ভোট প্রচারে নামলেন জিতেন্দ্র ৷ দেওয়াল লিখে আর প্রচার সভা করে জোরদার ভোট প্রচারে নেমেছেন জিতেন্দ্র।
এই বিষয়ে বিজেপি নেতা বলেন, "কার্যকর্তা তো অনেকেই রয়েছেন। প্রত্যেককেই কি প্রার্থী করা সম্ভব? আমরা এখন সবাই আলুওয়ালিয়াকে জেতাতে প্রচারে নামব ৷ তাঁকে জেতানোই আমাদের মূল লক্ষ্য ৷" সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে দেখা গিয়েছে অর্জুন সিং থেকে শুরু করে তাপস রায়ের মতো নেতারা তৃণমূলে টিকিট না পেয়ে দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েই প্রার্থী হয়েছেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম জিতেন্দ্র তিওয়ারি।
গত আসানসোল লোকসভা উপনির্বাচনেই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু উপনির্বাচনে বিজেপি জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করেনি। সেই সময় বিজেপি সূত্রে জানা গিয়েছিল, উপনির্বাচনকে বেশি গুরুত্ব দিতে চাইছে না বলেই জিতেন্দ্রকে প্রার্থী করেনি বিজেপি। দলেরই একাংশ তখনও বলেছিল যে জিতেন্দ্র তিওয়ারি প্রার্থী না হতে পারলে হয়তো তিনি দল ছেড়ে দেবেন। কিন্তু লোকসভা উপনির্বাচনে জিতেন্দ্র তিওয়ারি বিজেপির হয়েই প্রচার শুরু করেন।
এবারের লোকসভা নির্বাচনে প্রথম থেকেই আলোচনায় ছিলেন জিতেন্দ্র। কিন্তু মাঝখানে পবন সিংয়ের নাম ঘোষণা হওয়ায় খানিকটা হলেও জিতেন্দ্র অনুগামীদের শিবিরে কালো মেঘের ছায়া দেখা গিয়েছিল। তবে মন খারাপের মেঘ সরিয়ে আবারও ভোটের ময়দানে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হয়ে প্রচার শুরু করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ সবমিলিয়ে এবার আসানসোলে বিজেপি পদ্ম ফোটাতে পারে কি না, তা জানা যাবে 4 জুন ৷
আরও পড়ুন
1. প্রথম দফায় সর্বাধিক মহিলা পরিচালিত বুথ আলিপুরদুয়ারে
2. 'সেলফি লে লে রে..' তৃণমূল কর্মীদের ক্যাম্পে দিলীপ ঘোষ, ঈদে অন্যরকম ছবি
3. 'ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেননি মোদি', শুক্রে ঝড়-বিধ্বস্ত এলাকায় অভিষেক