ETV Bharat / state

সব হাতে কাজ-ন্যায্য মজুরি-নারীর ক্ষমতায়ন, তিন ইস্যুকে সামনে রেখে প্রচারে ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী সোনামণি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ঝাড়গ্রাম লোকসভা আসনে এবার সিপিএম প্রার্থী করেছে আদিবাসী কন্যা সোনামণি টুডুকে ৷ যিনি আবার প্যাড ওম্যান নামেও পরিচিত ৷ তিনি কি পারবেন তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে ঝাড়গ্রামে আবার লাল পতাকা ওড়াতে ? কী বলছেন স্বয়ং সোনামণি ? ইটিভি ভারতকে জানালেন প্রার্থী ৷

Sonamani Tudu
তিন ইস্যুকে সামনে রেখে প্রচারে ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী সোনামণি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 9:40 PM IST

তিন ইস্যুকে সামনে রেখে প্রচারে ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী সোনামণি

কলকাতা, 20 এপ্রিল: ঝাড়গ্রামে একসময় ছিল সিপিএমের দুর্গ । মাওবাদীদের দৌরাত্ম্য যখন জঙ্গলমহলে প্রবল, সেই সময় সেখানে এক সময় সিপিএম কর্মীদের একের পর এক ক্ষতবিক্ষত দেহ মিলেছে । এর পর ক্ষমতায় এসেছে তৃণমূল । লাল দুর্গ হয়েছে সবুজ । কিন্তু মাওবাদীদের সময়ের মতো তৃণমূল জমানাতেও সিপিএম কর্মীদের ঘরছাড়া হতে হয়েছে বলেও অভিযোগ উঠেছে বারবার । এদিকে গত লোকসভায় এই আসনে পদ্ম ফোটে ৷ এই প্রেক্ষাপটে লাল ঝান্ডা ভরসা রেখেছে প্যাড ওম্যান আদিবাসী কন্যা সোনামণি টুডুর উপর ।

SONAMANI TUDU
ঝাড়গ্রামে প্রচারে সিপিএম প্রার্থী সোনামণি টুডু

তিনি কি পারবেন ? ইটিভি ভারতের সামনে আত্মবিশ্বাসী শোনা গেল এবার লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে সিপিএম প্রার্থী সোনামণি টুডুর গলায় ৷ তিনি বলেন, ‘‘ঝাড়গ্রাম জুড়ে মাওবাদীদের প্রভাব ছিল । একসময় সিপিএম নেতা কর্মীদের বেছে বেছে খুন করেছে । প্রচারে বেরিয়ে সেই সন্ত্রাসের কথা আমজনতার মুখে শুনেছি । এখন দিদি আর মোদির অত্যাচারে অতিষ্ট মানুষ । মুখ খুলছেন । তাঁরা আবার লাল ঝান্ডাকেই ফেরাতে চাইছে ।’’

তিনি দাবি করলেও সবুজ থেকে শেষবার ঝাড়গ্রাম গেরুয়া হয়েছে । উড়েছে পদ্ম শিবিরের গেরুয়া পতাকা । উত্তরে সোনামণি টুডু বলেন, ‘‘এটা সত্যি যে আমাদের ভোট কমেছে । অন্যদিকে বিজেপি অর্থ বলে লড়াই করছে । সংবিধান মেনে স্বচ্ছতার সঙ্গে ভোট করলে মোদি 400 পার নয়, 40 পার করবে না দেশে । আমজনতা সঠিক ভাবে বিনাবাধায় তাঁর ভোট দিতে পারুক । পুলিশ-প্রশাসন নজর রাখুক ।’’

মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন তিনি ৷ তবে মানুষের কী কী সমস্যা তাঁর চোখে পড়ছে ? তিনি বলেন, ‘‘ঝাড়গ্রাম লোকসভায় মানুষের সমস্যা দিনের আলোর মতো পরিষ্কার । সবার আগে মানুষের দু’বেলা দু’মুঠো ভাত দরকার । এখানে প্রান্তিক মানুষের দরিদ্র মানুষের হাতে কাজ নেই । 2021 থেকে 100 দিনের প্রকল্পের কাজও বন্ধ । জঙ্গলমহলে মানুষ কৃষির উপর বেশি ভরসা করেন । চাষ যাঁরা করেন এখন সার, বীজ, কীটনাশকের দাম যা, সেটায় খুব লাভ হয় না । ফসলের ন্যূনতম দাম সরকারের তরফে দেওয়া উচিত ।’’

তিনি আরও বলেন, ‘‘শিক্ষার হল খারাপ । তবু বাবা মায়েরা ছেলে মেয়েকে কষ্ট করে পড়ান । বিদ্যালয়ের অবস্থা খারাপ, বাড়ির শিক্ষকের উপর নির্ভর করতে হচ্ছে । যারা এখানে কষ্ট করে পড়ছে তাদের চাকরি জুটছে না । এটার জন্য আমার লড়াই । একটা চাকরি পাক, পেট চালাতে পারুক । এসসি, এসটির আবাস বন্ধ হয়ে যাচ্ছে । এটার বিরুদ্ধে লড়াই ।’’

কোন কোন দাবিকে সামনে রেখে ভোট প্রচার করছেন সোনামণি ? তিনি বলেন, ‘‘আমি চাই সকলের হতে কাজ হোক । 100 দিনের কাজ 200 দিন হোক । নূন্যতম মজুরি পাক মানুষ । নিয়োগ হচ্ছে না শিক্ষাক্ষেত্রে নিয়োগ ঠিক করে হোক । কাজের জন্য বাইরে যেতে না হয় । শিক্ষা, কাজ থেকে পেটের ভাত সকলের অধিকার । মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমার লড়াই । সন্দেশখালি একটা উদাহরণ ৷ রাজ্যের আরও বহু জায়গায় মহিলারা অত্যাচারিত হচ্ছেন । অনেক জায়গায় অভিযোগ পর্যন্ত দায়ের হচ্ছে না ।’’

আরও পড়ুন:

  1. বিজেপি ফ্যাক্টর নয়, তৃণমূল নতুন মুখ খুঁজে পায়নি; জয়ের ব্যাপারে 'নিরাপদ' সর্দার
  2. 'মানুষের অধিকার রক্ষায় লড়াই', দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর
  3. ভোট চাইতে মমতার দুয়ারে যেতে চান বামপ্রার্থী সায়রা

তিন ইস্যুকে সামনে রেখে প্রচারে ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী সোনামণি

কলকাতা, 20 এপ্রিল: ঝাড়গ্রামে একসময় ছিল সিপিএমের দুর্গ । মাওবাদীদের দৌরাত্ম্য যখন জঙ্গলমহলে প্রবল, সেই সময় সেখানে এক সময় সিপিএম কর্মীদের একের পর এক ক্ষতবিক্ষত দেহ মিলেছে । এর পর ক্ষমতায় এসেছে তৃণমূল । লাল দুর্গ হয়েছে সবুজ । কিন্তু মাওবাদীদের সময়ের মতো তৃণমূল জমানাতেও সিপিএম কর্মীদের ঘরছাড়া হতে হয়েছে বলেও অভিযোগ উঠেছে বারবার । এদিকে গত লোকসভায় এই আসনে পদ্ম ফোটে ৷ এই প্রেক্ষাপটে লাল ঝান্ডা ভরসা রেখেছে প্যাড ওম্যান আদিবাসী কন্যা সোনামণি টুডুর উপর ।

SONAMANI TUDU
ঝাড়গ্রামে প্রচারে সিপিএম প্রার্থী সোনামণি টুডু

তিনি কি পারবেন ? ইটিভি ভারতের সামনে আত্মবিশ্বাসী শোনা গেল এবার লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে সিপিএম প্রার্থী সোনামণি টুডুর গলায় ৷ তিনি বলেন, ‘‘ঝাড়গ্রাম জুড়ে মাওবাদীদের প্রভাব ছিল । একসময় সিপিএম নেতা কর্মীদের বেছে বেছে খুন করেছে । প্রচারে বেরিয়ে সেই সন্ত্রাসের কথা আমজনতার মুখে শুনেছি । এখন দিদি আর মোদির অত্যাচারে অতিষ্ট মানুষ । মুখ খুলছেন । তাঁরা আবার লাল ঝান্ডাকেই ফেরাতে চাইছে ।’’

তিনি দাবি করলেও সবুজ থেকে শেষবার ঝাড়গ্রাম গেরুয়া হয়েছে । উড়েছে পদ্ম শিবিরের গেরুয়া পতাকা । উত্তরে সোনামণি টুডু বলেন, ‘‘এটা সত্যি যে আমাদের ভোট কমেছে । অন্যদিকে বিজেপি অর্থ বলে লড়াই করছে । সংবিধান মেনে স্বচ্ছতার সঙ্গে ভোট করলে মোদি 400 পার নয়, 40 পার করবে না দেশে । আমজনতা সঠিক ভাবে বিনাবাধায় তাঁর ভোট দিতে পারুক । পুলিশ-প্রশাসন নজর রাখুক ।’’

মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন তিনি ৷ তবে মানুষের কী কী সমস্যা তাঁর চোখে পড়ছে ? তিনি বলেন, ‘‘ঝাড়গ্রাম লোকসভায় মানুষের সমস্যা দিনের আলোর মতো পরিষ্কার । সবার আগে মানুষের দু’বেলা দু’মুঠো ভাত দরকার । এখানে প্রান্তিক মানুষের দরিদ্র মানুষের হাতে কাজ নেই । 2021 থেকে 100 দিনের প্রকল্পের কাজও বন্ধ । জঙ্গলমহলে মানুষ কৃষির উপর বেশি ভরসা করেন । চাষ যাঁরা করেন এখন সার, বীজ, কীটনাশকের দাম যা, সেটায় খুব লাভ হয় না । ফসলের ন্যূনতম দাম সরকারের তরফে দেওয়া উচিত ।’’

তিনি আরও বলেন, ‘‘শিক্ষার হল খারাপ । তবু বাবা মায়েরা ছেলে মেয়েকে কষ্ট করে পড়ান । বিদ্যালয়ের অবস্থা খারাপ, বাড়ির শিক্ষকের উপর নির্ভর করতে হচ্ছে । যারা এখানে কষ্ট করে পড়ছে তাদের চাকরি জুটছে না । এটার জন্য আমার লড়াই । একটা চাকরি পাক, পেট চালাতে পারুক । এসসি, এসটির আবাস বন্ধ হয়ে যাচ্ছে । এটার বিরুদ্ধে লড়াই ।’’

কোন কোন দাবিকে সামনে রেখে ভোট প্রচার করছেন সোনামণি ? তিনি বলেন, ‘‘আমি চাই সকলের হতে কাজ হোক । 100 দিনের কাজ 200 দিন হোক । নূন্যতম মজুরি পাক মানুষ । নিয়োগ হচ্ছে না শিক্ষাক্ষেত্রে নিয়োগ ঠিক করে হোক । কাজের জন্য বাইরে যেতে না হয় । শিক্ষা, কাজ থেকে পেটের ভাত সকলের অধিকার । মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমার লড়াই । সন্দেশখালি একটা উদাহরণ ৷ রাজ্যের আরও বহু জায়গায় মহিলারা অত্যাচারিত হচ্ছেন । অনেক জায়গায় অভিযোগ পর্যন্ত দায়ের হচ্ছে না ।’’

আরও পড়ুন:

  1. বিজেপি ফ্যাক্টর নয়, তৃণমূল নতুন মুখ খুঁজে পায়নি; জয়ের ব্যাপারে 'নিরাপদ' সর্দার
  2. 'মানুষের অধিকার রক্ষায় লড়াই', দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর
  3. ভোট চাইতে মমতার দুয়ারে যেতে চান বামপ্রার্থী সায়রা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.