ETV Bharat / state

বাঁশদ্রোণীতে পে লোডারের চাকায় পিষ্ট কিশোর, পথ অবরোধ স্থানীয়দের - Bansdroni Road Accident

Road Accident in Kolkata: মহালয়ার সকালেই বাঁশদ্রোণীতে কিশোরকে পিষে দিল জেসিবি । জানা যাচ্ছে, টিউশনি পড়তে যাওয়ার সময় কোচিং সেন্টারের বাইরেই জেসিবি এসে চাপা দেয় নবম শ্রেণির ওই ছাত্রকে । এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ ।

Bansdroni Road Accident
বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় কিশোরের মৃত্যু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 1:37 PM IST

Updated : Oct 2, 2024, 5:34 PM IST

কলকাতা, 2 অক্টোবর: উৎসবের আমেজ শুরু না হতে হতেই বিষাদের সুর কলকাতার বাঁশদ্রোণীতে । বুধবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু এক পড়ুয়ার । মৃত কিশোরের নাম সৌম্য শীল । গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণির পড়ুয়া সে । দীনেশ নগরের 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর খবর জানাজানি হতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

এলাকাবাসীর অভিযোগ, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে ক'দিন ধরে রাস্তায় সারাইয়ের কাজ চলছিল ৷ দ্রুতগতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি ধাক্কা মারে ওই ছাত্রকে । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি । এরপরই এলাকায় শোরগোল পড়ে যায় । ঘাতক জেসিবি ভাঙচুর করেন স্থানীয়রা ।

বাঁশদ্রোণীতে পে লোডারের চাকায় পিষ্ট কিশোর (ইটিভি ভারত)

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ । যদিও স্থানীয়দের একাংশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন । বাঁশদ্রোণী থানা ও পাটুলি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে ঘিরে নানা প্রশ্ন করতে শুরু করেছেন বিক্ষোভকারীরা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 15 বছর ধরে বেহাল দশা রাস্তার । কখনও অর্ধেক কাজ হয় । সব টাকা নিয়ে চম্পট দেয় ঠিকাদাররা । কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা । স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর অনিতা কর মজুমদারকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি ।

Road Accident in Kolkata
জেসিবিকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয়দের (নিজস্ব ছবি)

যদিও কলকাতা পুরনিগমের 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করেছেন । তবে এর জন্য পুরনিগম দায়ী নয় বলে তাঁর দাবি । কারণ, রাস্তা মেরামতির কাজ করছিল ঠিকাদার সংস্থা । তারাই এই ঘটনায় কাঠগড়ায় তুলেছেন কাউন্সিলর । দুর্ঘটনার খবর পাওয়ার দীর্ঘসময় পর পুলিশ ঘটনাস্থলে আসে বলেও স্থানীয়দের অভিযোগ ৷ যার ফলে এলাকাবাসীদের ক্ষোভ আরও চরমে ওঠে ।

Road Accident in Kolkata
পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী (নিজস্ব ছবি)

স্থানীয়দের দাবি, বহুদিন ধরে এলাকার রাস্তা খারাপ রয়েছে । মেরামতির কাজে চলছে দীর্ঘদিন ধরে । এর মাঝে বৃষ্টি ও জলজমার কারণে খানাখন্দ ভরে গিয়েছে । হেঁটে চলাফেরা করে দায় হয়ে পড়েছে । ফলে এরকম একটা জায়গায় কাজ করতে আরও সতর্কতার প্রয়োজন ছিল ৷ কিন্তু তা নেওয়া হয়নি । সেই কারণেই এই দুর্ঘটনা । ফলে সকাল থেকে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখনও অব্যাহত ৷ পরিস্থিতির মোকাবিলায় সময়ের সঙ্গে সঙ্গে পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে এলাকায় । কিন্তু স্থানীয়রা নিজেদের দাবিতে অনড় । স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে না আসা পর্যন্ত বিক্ষোভ চলতে থাকবে বলেও তাঁরা জানিয়েছেন ।

Road Accident in Kolkata
ঘাতক জেসিবি ভাঙচুর করেন স্থানীয়রা (নিজস্ব ছবি)

কলকাতা, 2 অক্টোবর: উৎসবের আমেজ শুরু না হতে হতেই বিষাদের সুর কলকাতার বাঁশদ্রোণীতে । বুধবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু এক পড়ুয়ার । মৃত কিশোরের নাম সৌম্য শীল । গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণির পড়ুয়া সে । দীনেশ নগরের 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর খবর জানাজানি হতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

এলাকাবাসীর অভিযোগ, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে ক'দিন ধরে রাস্তায় সারাইয়ের কাজ চলছিল ৷ দ্রুতগতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি ধাক্কা মারে ওই ছাত্রকে । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি । এরপরই এলাকায় শোরগোল পড়ে যায় । ঘাতক জেসিবি ভাঙচুর করেন স্থানীয়রা ।

বাঁশদ্রোণীতে পে লোডারের চাকায় পিষ্ট কিশোর (ইটিভি ভারত)

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ । যদিও স্থানীয়দের একাংশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন । বাঁশদ্রোণী থানা ও পাটুলি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে ঘিরে নানা প্রশ্ন করতে শুরু করেছেন বিক্ষোভকারীরা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 15 বছর ধরে বেহাল দশা রাস্তার । কখনও অর্ধেক কাজ হয় । সব টাকা নিয়ে চম্পট দেয় ঠিকাদাররা । কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা । স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর অনিতা কর মজুমদারকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি ।

Road Accident in Kolkata
জেসিবিকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয়দের (নিজস্ব ছবি)

যদিও কলকাতা পুরনিগমের 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করেছেন । তবে এর জন্য পুরনিগম দায়ী নয় বলে তাঁর দাবি । কারণ, রাস্তা মেরামতির কাজ করছিল ঠিকাদার সংস্থা । তারাই এই ঘটনায় কাঠগড়ায় তুলেছেন কাউন্সিলর । দুর্ঘটনার খবর পাওয়ার দীর্ঘসময় পর পুলিশ ঘটনাস্থলে আসে বলেও স্থানীয়দের অভিযোগ ৷ যার ফলে এলাকাবাসীদের ক্ষোভ আরও চরমে ওঠে ।

Road Accident in Kolkata
পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী (নিজস্ব ছবি)

স্থানীয়দের দাবি, বহুদিন ধরে এলাকার রাস্তা খারাপ রয়েছে । মেরামতির কাজে চলছে দীর্ঘদিন ধরে । এর মাঝে বৃষ্টি ও জলজমার কারণে খানাখন্দ ভরে গিয়েছে । হেঁটে চলাফেরা করে দায় হয়ে পড়েছে । ফলে এরকম একটা জায়গায় কাজ করতে আরও সতর্কতার প্রয়োজন ছিল ৷ কিন্তু তা নেওয়া হয়নি । সেই কারণেই এই দুর্ঘটনা । ফলে সকাল থেকে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখনও অব্যাহত ৷ পরিস্থিতির মোকাবিলায় সময়ের সঙ্গে সঙ্গে পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে এলাকায় । কিন্তু স্থানীয়রা নিজেদের দাবিতে অনড় । স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে না আসা পর্যন্ত বিক্ষোভ চলতে থাকবে বলেও তাঁরা জানিয়েছেন ।

Road Accident in Kolkata
ঘাতক জেসিবি ভাঙচুর করেন স্থানীয়রা (নিজস্ব ছবি)
Last Updated : Oct 2, 2024, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.