বেলুড়, 26 অগস্ট: জন্মাষ্টমী মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি ৷ এই শুভক্ষণেই হয়ে গেল বেলুড় মঠের কাঠামো পুজো ৷ বেলুড় মঠে এবার চারদিন ধরেই যে পুজো হবে সেই নির্ঘণ্ট আগেই প্রকাশ হয়ে গিয়েছে ৷ এবার জন্মাষ্টমীর দিনে সোমবার কাঠামো পুজোর মধ্য দিয়ে চব্বিশের শারদোৎসবের সূচনা হল হাওড়ার বেলুড় মঠে । চিরাচরিত প্রথা মেনে প্রতিবছর জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয়ে থাকে ৷ সেই প্রথা মেনেই এবছরও দেবীর আবাহন শুরু হল ৷
বেলুড় মঠের এই পুজো 124-তম বর্ষে পদার্পণ করল । বরাবরই মূল মন্দিরে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মূর্তির ডান দিকে হয় এই কাঠামো পুজো হয়ে থাকে । চণ্ডীপাঠ পূজার্চনা ইত্যাদির মাধ্যমে হয় এই কাঠামো পুজো । তারপর সেই ফুল এনে খুঁটিপুজো করা হয় । এরপর কাঠামোয় মাটির প্রলেপ পড়ে, মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপের প্রকাশ ঘটে । রামকৃষ্ণ মিশন সদর দফতর সূত্রে জানা গিয়েছে, যেদিন থেকে এখানে দুর্গাপুজো শুরু হয়েছে, সেদিন থেকেই ঠিক এই নিয়ম মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয় । কাঠামোটি এখানে স্থায়ী । প্রতি বছর দশমীতে দেবী বিসর্জনের পর কাঠামো তুলে এনে ফের রাখা হয় । তাতেই বছর বছর মাটি দিয়ে তৈরি হয় মাতৃমূর্তি ।
বেলুড় মঠে দুর্গাপুজোর বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে । প্রতিবছর প্রায় লক্ষ লক্ষ ভক্ত পুজো দেখতে আসেন এখানে ৷ বছর চারেক আগে করোনার কারণে জনসমাগম নিষিদ্ধ হয় । সেই বছর থেকে বেলুড় মঠ নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ দুর্গাপুজো দেখানো শুরু করে ৷ আজও সশরীরে না যেতে পারলে সেই লাইভ স্ট্রিমিংয়ে বেলুড়ের দুর্গাপুজো দেখার সুযোগ পান সকলে । যদিও এই বছরেও এই সুবিধা থাকবে বলেই জানা গিয়েছে মঠ সূত্রে ।