ETV Bharat / state

বঙ্গে তুঙ্গে জামাইষষ্ঠীর ব্যস্ততা! কোন বাজারে কত যাচ্ছে ইলিশের দর? - Jamai Sasthi 2024 - JAMAI SASTHI 2024

Hilsa Price In Bengal: রাজ্যের সর্বত্র বর্ষা নামতে এখনও দেরি আছে ৷ তাই কলকাতা-সহ বাংলার বাজারে এখনও টাটকা ইলিশ ওঠেনি ৷ কিন্তু জামাইষষ্ঠীর বাজার তো তার জন্য থেমে থাকতে পারে না! তাই তার আগে শিয়ালদা, মানিকতলা, পাতিপুকুর, লেকমার্কেট, গড়িয়াহাট, বালিগঞ্জ বাজারে ইলিশের দর কত যাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক...

Hilsa Price In Bengal
কোন বাজারে কত যাচ্ছে ইলিশের দর? (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 9:16 AM IST

Updated : Jun 11, 2024, 10:10 AM IST

কলকাতা, 12 জুন: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ রাজ্যের সর্বত্র বর্ষা নামতে এখনও দেরি আছে ৷ তাই ইলিশের জন্য বাঙালিকে আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ৷ কিন্তু জামাইষষ্ঠীর বাজার তো তার জন্য থেমে থাকতে পারে না! তাই এই বাজারেও ইলিশের খোঁজে ঢুঁ মেরে দেখছেন ভোজনরসিকরা ৷

কলকাতা-সহ বাংলার বাজারে এখনও ওঠেনি টাটকা ইলিশ ৷ তবে বাজারে গত মরশুমের 'রুপোলি শস্য' বিকোচ্ছে চড়া দামে ৷ কেজিতে 800 টাকা থেকে 1800 টাকা দরে তা জামাইয়ের পাতে দেওয়ার আয়োজনে ব্যস্ত আম বাঙালি ৷ জামাইষষ্ঠীর আগে শিয়ালদা, মানিকতলা, পাতিপুকুর, লেকমার্কেট, গড়িয়াহাট, বালিগঞ্জ বাজারে ইলিশের দর কত যাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক...

বাংলার বাজারে ইলিশের জোগান আর দাম প্রসঙ্গে কলকাতা-হাওড়ার পাইকারি মাছ সরবরাহকারী আদিত মজুমদার বলেন, "বাজারে এখন যা মাছ আছে, তার বেশিরভাগই বার্মার বা মায়ানমার, মুম্বই বা গুজরাতের থেকে আনা ৷ এই মাছের এক কিলো ওজনের ইলিশ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 1400 টাকা থেকে 1600 টাকা কেজি দরে৷ দেড় কিলো-দুই কিলো ওজনের মাছের পাইকারি দর মোটামুটি 2000 টাকা থেকে 2200 টাকা৷ এছাড়াও, গত মরশুমের হিমঘরের 900 গ্রাম থেকে এক কিলো ওজনের মাছ 1100 টাকা থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ৷ ছোট মাছও আছে 500-600 গ্রাম ওজনের, যার দর পাইকারি বাজারে 800-900 টাকা কেজি ৷"

আগরপাড়া স্টেশন সংলগ্ন মাছ বিক্রেতা বাবু সরকার জানান, খুচরো বাজারে ইলিশের দাম মোটামুটি 900 টাকা কেজি থেকে শুরু হচ্ছে ৷ এক কিলো বা তার বেশি ওজনের ইলিশের দর 1500 টাকা থেকে 1600 টাকা কেজি ৷ বাজারে 900-950 টাকায় মোটামুটি 600-700 গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে ৷ বালিগঞ্জের মাছ বিক্রেতা মুকুল সরকার জানান, এখন যা আছে তার প্রায় সবই হিমঘরের মাছ ৷ এই সব ইলিশের ওজন 750-900 গ্রামের মধ্যে৷ এর দাম মোটামুটি 1100-1400 টাকা কেজি বা তারও বেশি ৷ শিয়ালদা, মানিকতলা, পাতিপুকুরের বাজারে ইলিশের দাম লেকমার্কেট, গড়িয়াহাট, বালিগঞ্জ বাজারের তুলনায় কেজিতে দেড়শো-দুশো টাকা কম ৷

কলকাতা, 12 জুন: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ রাজ্যের সর্বত্র বর্ষা নামতে এখনও দেরি আছে ৷ তাই ইলিশের জন্য বাঙালিকে আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ৷ কিন্তু জামাইষষ্ঠীর বাজার তো তার জন্য থেমে থাকতে পারে না! তাই এই বাজারেও ইলিশের খোঁজে ঢুঁ মেরে দেখছেন ভোজনরসিকরা ৷

কলকাতা-সহ বাংলার বাজারে এখনও ওঠেনি টাটকা ইলিশ ৷ তবে বাজারে গত মরশুমের 'রুপোলি শস্য' বিকোচ্ছে চড়া দামে ৷ কেজিতে 800 টাকা থেকে 1800 টাকা দরে তা জামাইয়ের পাতে দেওয়ার আয়োজনে ব্যস্ত আম বাঙালি ৷ জামাইষষ্ঠীর আগে শিয়ালদা, মানিকতলা, পাতিপুকুর, লেকমার্কেট, গড়িয়াহাট, বালিগঞ্জ বাজারে ইলিশের দর কত যাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক...

বাংলার বাজারে ইলিশের জোগান আর দাম প্রসঙ্গে কলকাতা-হাওড়ার পাইকারি মাছ সরবরাহকারী আদিত মজুমদার বলেন, "বাজারে এখন যা মাছ আছে, তার বেশিরভাগই বার্মার বা মায়ানমার, মুম্বই বা গুজরাতের থেকে আনা ৷ এই মাছের এক কিলো ওজনের ইলিশ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 1400 টাকা থেকে 1600 টাকা কেজি দরে৷ দেড় কিলো-দুই কিলো ওজনের মাছের পাইকারি দর মোটামুটি 2000 টাকা থেকে 2200 টাকা৷ এছাড়াও, গত মরশুমের হিমঘরের 900 গ্রাম থেকে এক কিলো ওজনের মাছ 1100 টাকা থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ৷ ছোট মাছও আছে 500-600 গ্রাম ওজনের, যার দর পাইকারি বাজারে 800-900 টাকা কেজি ৷"

আগরপাড়া স্টেশন সংলগ্ন মাছ বিক্রেতা বাবু সরকার জানান, খুচরো বাজারে ইলিশের দাম মোটামুটি 900 টাকা কেজি থেকে শুরু হচ্ছে ৷ এক কিলো বা তার বেশি ওজনের ইলিশের দর 1500 টাকা থেকে 1600 টাকা কেজি ৷ বাজারে 900-950 টাকায় মোটামুটি 600-700 গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে ৷ বালিগঞ্জের মাছ বিক্রেতা মুকুল সরকার জানান, এখন যা আছে তার প্রায় সবই হিমঘরের মাছ ৷ এই সব ইলিশের ওজন 750-900 গ্রামের মধ্যে৷ এর দাম মোটামুটি 1100-1400 টাকা কেজি বা তারও বেশি ৷ শিয়ালদা, মানিকতলা, পাতিপুকুরের বাজারে ইলিশের দাম লেকমার্কেট, গড়িয়াহাট, বালিগঞ্জ বাজারের তুলনায় কেজিতে দেড়শো-দুশো টাকা কম ৷

Last Updated : Jun 11, 2024, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.