ETV Bharat / state

ভোট নামল 5 শতাংশের নীচে, জামানত বাজেয়াপ্ত জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের বাম প্রার্থীদের - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Left candidates lost security deposit: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হল ৷ শুধু তাই নয়, ভোটের হার কমে গেল পাঁচ শতাংশের নীচে ৷

ETV BHARAT
জামানত বাজেয়াপ্ত জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের বাম প্রার্থীদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 12:40 PM IST

জলপাইগুড়ি, 5 জুন: জামানত বাজেয়াপ্ত হল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীদের । এই দুই আসনে বামেদের ভোট কমে এল 5 শতাংশেরও নীচে । জলপাইগুড়ির জয়ী প্রার্থীর থেকে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন 6 লক্ষ 92 হাজার 476 ভোট কম পেয়েছেন । অন্যদিকে, আলিপুরদুয়ারে জয়ী প্রার্থীর থেকে বামফ্রন্টের আরএসপি প্রার্থী মিলি ওড়াও 6 লক্ষ 55 হাজার 605 ভোট কম পেয়েছেন । এ বারের ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও, এ বারও খাতা খুলতে পারেনি বামেরা ৷

জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের কথায়, "কেন আমরা কম ভোট পেলাম তা পর্যালোচনা করলেই জানা যাবে ।" অন্যদিকে মিলি ওড়াও বলেছেন, "মানুষ আমাদের উপর ভরসা রাখতে পারেননি বলেই এই ফল ।"

2019 সালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডা. জয়ন্ত কুমার রায় যেখানে পেয়েছিলের 7 লক্ষ 60 হাজার 145 ভোট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়চন্দ্র বর্মন পেয়েছিলেন 5 লক্ষ 76 হাজার 141 ভোট, সেখানে সিপিআইএম প্রার্থী ভগীরথ রায় পেয়েছিলেন 76 হাজার 166 ভোট । কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল পেয়েছিলেন 28 হাজার 562 ভোট । মোট ভোট পড়েছিল 15 লক্ষ 1 হাজার 379 টি।

ভোট-ফলাফলে প্রভাব ফেলল না সন্দেশখালি ইস্যু ! হাজি নুরুলেই আস্থা রাখল বসিরহাট

2024 সালে বিজেপি প্রার্থী ডা. জয়ন্তকুমার রায় পেয়েছেন 7 লক্ষ 66 হাজার 568টি ভোট ৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় পেয়েছেন 6 লক্ষ 9 হাজার 875টি ভোট ৷ সেখানে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন পেয়েছেন 74 হাজার 92 ভোট । মোট ভোট পড়েছিল 15 লক্ষ 80 হাজার 55টি । 86 হাজার 693 ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী । গত লোকসভা ভোটের তুলনার এ বার 2074 ভোট কম পেলেন বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন । 2019 সালে বামেদের ভোট ছিল 5% । এ বার তা 5 শতাংশের নীচে নেমে গেল ।

অন্যদিকে, 2024 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বড়াইক পেয়েছেন 6 লক্ষ 19 হাজার 867 ভোট ৷ বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা পেয়েছেন 6 লক্ষ 95 হাজার 314 ভোট । বামফ্রন্ট প্রার্থী মিলি ওড়াও 39 হাজার 709টি ভোট পেয়েছেন । মোট ভোট পড়েছে 14 লক্ষ 22 হাজার 285 টি । 75 হাজার 447 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বড়াইককে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা । জয়ী প্রার্থীর থেকে বাম প্রার্থী মিলি ওড়াও 6 লক্ষ 55 হাজার 605 ভোট কম পেয়েছেন । মিলি ওড়াও গত 2019 সালের তুলনায় 14 হাজার 301 ভোট কম পেয়েছেন ।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 2019 সালে বিজেপি প্রার্থী জন বারলা 7 লক্ষ 50 হাজার 804 ভোট পেয়েছিলেন ৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তিরকে পেয়েছিলেন 5 লক্ষ 6 হাজার 815টি ভোট ৷ বামফ্রন্ট প্রার্থী মিলি ওড়াও পেয়েছিলেন 54 হাজার 10 ভোট । মোট পড়েছিল 13 লক্ষ 81 হাজার 176 ভোট ।

জলপাইগুড়ি, 5 জুন: জামানত বাজেয়াপ্ত হল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীদের । এই দুই আসনে বামেদের ভোট কমে এল 5 শতাংশেরও নীচে । জলপাইগুড়ির জয়ী প্রার্থীর থেকে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন 6 লক্ষ 92 হাজার 476 ভোট কম পেয়েছেন । অন্যদিকে, আলিপুরদুয়ারে জয়ী প্রার্থীর থেকে বামফ্রন্টের আরএসপি প্রার্থী মিলি ওড়াও 6 লক্ষ 55 হাজার 605 ভোট কম পেয়েছেন । এ বারের ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও, এ বারও খাতা খুলতে পারেনি বামেরা ৷

জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের কথায়, "কেন আমরা কম ভোট পেলাম তা পর্যালোচনা করলেই জানা যাবে ।" অন্যদিকে মিলি ওড়াও বলেছেন, "মানুষ আমাদের উপর ভরসা রাখতে পারেননি বলেই এই ফল ।"

2019 সালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডা. জয়ন্ত কুমার রায় যেখানে পেয়েছিলের 7 লক্ষ 60 হাজার 145 ভোট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়চন্দ্র বর্মন পেয়েছিলেন 5 লক্ষ 76 হাজার 141 ভোট, সেখানে সিপিআইএম প্রার্থী ভগীরথ রায় পেয়েছিলেন 76 হাজার 166 ভোট । কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল পেয়েছিলেন 28 হাজার 562 ভোট । মোট ভোট পড়েছিল 15 লক্ষ 1 হাজার 379 টি।

ভোট-ফলাফলে প্রভাব ফেলল না সন্দেশখালি ইস্যু ! হাজি নুরুলেই আস্থা রাখল বসিরহাট

2024 সালে বিজেপি প্রার্থী ডা. জয়ন্তকুমার রায় পেয়েছেন 7 লক্ষ 66 হাজার 568টি ভোট ৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় পেয়েছেন 6 লক্ষ 9 হাজার 875টি ভোট ৷ সেখানে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন পেয়েছেন 74 হাজার 92 ভোট । মোট ভোট পড়েছিল 15 লক্ষ 80 হাজার 55টি । 86 হাজার 693 ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী । গত লোকসভা ভোটের তুলনার এ বার 2074 ভোট কম পেলেন বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন । 2019 সালে বামেদের ভোট ছিল 5% । এ বার তা 5 শতাংশের নীচে নেমে গেল ।

অন্যদিকে, 2024 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বড়াইক পেয়েছেন 6 লক্ষ 19 হাজার 867 ভোট ৷ বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা পেয়েছেন 6 লক্ষ 95 হাজার 314 ভোট । বামফ্রন্ট প্রার্থী মিলি ওড়াও 39 হাজার 709টি ভোট পেয়েছেন । মোট ভোট পড়েছে 14 লক্ষ 22 হাজার 285 টি । 75 হাজার 447 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বড়াইককে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা । জয়ী প্রার্থীর থেকে বাম প্রার্থী মিলি ওড়াও 6 লক্ষ 55 হাজার 605 ভোট কম পেয়েছেন । মিলি ওড়াও গত 2019 সালের তুলনায় 14 হাজার 301 ভোট কম পেয়েছেন ।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 2019 সালে বিজেপি প্রার্থী জন বারলা 7 লক্ষ 50 হাজার 804 ভোট পেয়েছিলেন ৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তিরকে পেয়েছিলেন 5 লক্ষ 6 হাজার 815টি ভোট ৷ বামফ্রন্ট প্রার্থী মিলি ওড়াও পেয়েছিলেন 54 হাজার 10 ভোট । মোট পড়েছিল 13 লক্ষ 81 হাজার 176 ভোট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.