ETV Bharat / state

সংবিধানের আদলে বইমেলায় জাগোবাংলার স্টল, দেশ ও সংবিধান রক্ষায় নীরব প্রতিবাদ বলছে তৃণমূল - Indian Constitution

Jago Bangla Stall at Kolkata Book Fair: কলকাতা বইমেলায় জাগোবাংলার স্টল এবার সংবিধানের আদলে তৈরি করা হয়েছে ৷ তৃণমূলের তরফে বলা হচ্ছে, সংবিধান রক্ষার বার্তা দিতেই জাগোবাংলার স্টলকে সংবিধানের রূপ দেওয়া হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 10:34 PM IST

জাগো বাংলার স্টল ঘিরে উন্মাদনা বইমেলায়

কলকাতা, 21 জানুয়ারি: বইপ্রেমীদের কাছে কলকাতা বইমেলা দুর্গোৎসবের সমান ৷ সেখানেই তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার স্টল প্রতিবারের মতো এবারেও নজর কেড়েছে ৷ অন্যবার গ্রাম বাংলা থেকে শুরু করে লোক সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয় ৷ এ বছর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ ও সংবিধান বাঁচানোর লড়াইয়ের বার্তা দিতে চেয়েছে তৃণমূলের মুখপত্র জাগোবাংলা ৷ বইমেলায় সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড না করেও, পরোক্ষে বার্তা দেওয়ার লক্ষ্যে পুরো স্টলটাই সংবিধানের আদলে তৈরি করেছে জাগোবাংলা ৷

প্রায় 30 ফুট উঁচু একটি বিরাট সংবিধানের আদলে তৈরি জাগোবাংলার বুক স্টল ৷ আর তার সঙ্গে রয়েছে হিন্দি বাংলা ও ইংরেজি ভাষায় লেখা সংবিধান প্রস্তাবনা ৷ 2022 সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ৷ সেই স্বীকৃতিকে সম্মান জানিয়ে গতবছর জাগোবাংলার স্টল সাজানো হয়েছিল ৷ এবার দেশের সংবিধানের আদলে তৈরি করা হয়েছে তৃণমূলের মুখপত্রের বইমেলার স্টল ৷

এই পরিকল্পনা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ৷ বাস্তবায়ন করেছেন সাংসদ দোলা সেন ৷ তিনি জানিয়েছেন প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা ঠিক করেন ৷ দিল্লি সফরে গিয়ে দোলা সেনকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার সংবিধানের আকারে জাগোবাংলার স্টল তৈরি করতে ৷ তিনি বলেন, "সংবিধান আমাদের দেশের রক্ষাকর্তা ৷ হিন্দি, বাংলা ও ইংরেজি প্রস্তাবনা তুলে ধরবে ৷ সেই মতোই এবারের এই চমক ৷"

তৃণমূল সাংসদ ও জাগো বাংলা স্টলের ভারপ্রাপ্ত নেত্রী দোলা সেন বলেন, "বিজেপি 303টি আসন পেয়ে ভেবেছে ভারত তার নিজের হাতে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের, সাংবাদিকদের বা সংসদে কোনও জবাব দিহি করেন না, এতটাই ঔদ্ধত্য ৷ বিরোধী শূন্য করে লোকসভায় একাধিক জনস্বার্থ বিরোধী বিল পাস করিয়ে নেয় ৷ সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটাই মুছে ফেলেছিল এই সরকার ৷ দেশ আক্রান্ত, দেশের নানা মত, নানা ধর্ম, নানা জাতের মানুষকে এক সূত্রে গেঁথে রেখেছে আমাদের সংবিধান ৷ সেই সংবিধান আক্রান্ত ৷ তাই বই মেলার মত একটি বড় মঞ্চে নীরবে প্রতিবাদ ৷ বইমেলায় সরাসরি রাজনৈতিকভাবে সোচ্চার হতে পারব না ৷"

তিনি আরও জানান, "আমরা মনে করি, আমরা এমন এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের সংবিধানকে কেউ ছিন্নভিন্ন করে দিতে চাইছে ৷ যাতে সেই কাজ কেউ করতে না পারে, যাতে আমরা সংবিধানকে রক্ষা করতে পারি ৷ আমরা সংসদ ভবন থেকে শুরু করে মাঠে ময়দানে সব জায়গায় স্লোগান দিই সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও ৷ সেই চিন্তা ভাবনা থেকেই জাগোবাংলার স্টল ৷ এবার আকাশচুম্বী সংবিধান বইয়ের আদলে তৈরি করা হয়েছে বুক স্টল ৷ সংবিধান প্রস্তাবনা বাংলা, হিন্দি এবং ইংরেজি এই তিন ভাষাতেই আমরা তুলে ধরেছি এই মণ্ডপের মধ্যে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংবিধান রক্ষা করার আন্দোলনে আমরা শামিল হয়েছি ৷ এটা তারই একটি বহিঃপ্রকাশ ৷"

আরও পড়ুন:

  1. ছিন্নভিন্ন মণিপুরে যাননি প্রধানমন্ত্রী, রাম মন্দির উদ্বোধনের আগের দিন তোপ ডেরেকের
  2. রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী
  3. বইমেলায় রামমন্দিরের স্ট্যাম্প না-পেয়ে চটলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

জাগো বাংলার স্টল ঘিরে উন্মাদনা বইমেলায়

কলকাতা, 21 জানুয়ারি: বইপ্রেমীদের কাছে কলকাতা বইমেলা দুর্গোৎসবের সমান ৷ সেখানেই তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার স্টল প্রতিবারের মতো এবারেও নজর কেড়েছে ৷ অন্যবার গ্রাম বাংলা থেকে শুরু করে লোক সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয় ৷ এ বছর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ ও সংবিধান বাঁচানোর লড়াইয়ের বার্তা দিতে চেয়েছে তৃণমূলের মুখপত্র জাগোবাংলা ৷ বইমেলায় সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড না করেও, পরোক্ষে বার্তা দেওয়ার লক্ষ্যে পুরো স্টলটাই সংবিধানের আদলে তৈরি করেছে জাগোবাংলা ৷

প্রায় 30 ফুট উঁচু একটি বিরাট সংবিধানের আদলে তৈরি জাগোবাংলার বুক স্টল ৷ আর তার সঙ্গে রয়েছে হিন্দি বাংলা ও ইংরেজি ভাষায় লেখা সংবিধান প্রস্তাবনা ৷ 2022 সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ৷ সেই স্বীকৃতিকে সম্মান জানিয়ে গতবছর জাগোবাংলার স্টল সাজানো হয়েছিল ৷ এবার দেশের সংবিধানের আদলে তৈরি করা হয়েছে তৃণমূলের মুখপত্রের বইমেলার স্টল ৷

এই পরিকল্পনা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ৷ বাস্তবায়ন করেছেন সাংসদ দোলা সেন ৷ তিনি জানিয়েছেন প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা ঠিক করেন ৷ দিল্লি সফরে গিয়ে দোলা সেনকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার সংবিধানের আকারে জাগোবাংলার স্টল তৈরি করতে ৷ তিনি বলেন, "সংবিধান আমাদের দেশের রক্ষাকর্তা ৷ হিন্দি, বাংলা ও ইংরেজি প্রস্তাবনা তুলে ধরবে ৷ সেই মতোই এবারের এই চমক ৷"

তৃণমূল সাংসদ ও জাগো বাংলা স্টলের ভারপ্রাপ্ত নেত্রী দোলা সেন বলেন, "বিজেপি 303টি আসন পেয়ে ভেবেছে ভারত তার নিজের হাতে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের, সাংবাদিকদের বা সংসদে কোনও জবাব দিহি করেন না, এতটাই ঔদ্ধত্য ৷ বিরোধী শূন্য করে লোকসভায় একাধিক জনস্বার্থ বিরোধী বিল পাস করিয়ে নেয় ৷ সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটাই মুছে ফেলেছিল এই সরকার ৷ দেশ আক্রান্ত, দেশের নানা মত, নানা ধর্ম, নানা জাতের মানুষকে এক সূত্রে গেঁথে রেখেছে আমাদের সংবিধান ৷ সেই সংবিধান আক্রান্ত ৷ তাই বই মেলার মত একটি বড় মঞ্চে নীরবে প্রতিবাদ ৷ বইমেলায় সরাসরি রাজনৈতিকভাবে সোচ্চার হতে পারব না ৷"

তিনি আরও জানান, "আমরা মনে করি, আমরা এমন এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের সংবিধানকে কেউ ছিন্নভিন্ন করে দিতে চাইছে ৷ যাতে সেই কাজ কেউ করতে না পারে, যাতে আমরা সংবিধানকে রক্ষা করতে পারি ৷ আমরা সংসদ ভবন থেকে শুরু করে মাঠে ময়দানে সব জায়গায় স্লোগান দিই সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও ৷ সেই চিন্তা ভাবনা থেকেই জাগোবাংলার স্টল ৷ এবার আকাশচুম্বী সংবিধান বইয়ের আদলে তৈরি করা হয়েছে বুক স্টল ৷ সংবিধান প্রস্তাবনা বাংলা, হিন্দি এবং ইংরেজি এই তিন ভাষাতেই আমরা তুলে ধরেছি এই মণ্ডপের মধ্যে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংবিধান রক্ষা করার আন্দোলনে আমরা শামিল হয়েছি ৷ এটা তারই একটি বহিঃপ্রকাশ ৷"

আরও পড়ুন:

  1. ছিন্নভিন্ন মণিপুরে যাননি প্রধানমন্ত্রী, রাম মন্দির উদ্বোধনের আগের দিন তোপ ডেরেকের
  2. রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী
  3. বইমেলায় রামমন্দিরের স্ট্যাম্প না-পেয়ে চটলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.