কলকাতা, 1 অগস্ট: ব়্যাগিং রুখতে তৎপর যাদবপুর বিশ্ববিদ্যালয় । প্রথম বর্ষের পাশাপাশি দ্বিতীয় বর্ষের পড়ুয়াদেরও আলাদা রাখার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ নয়া এই নিয়ম চালু হল এই বছর থেকে ।
এই দুই বর্ষের পড়ুয়াদেরই ক্যাম্পাসের ভিতরে থাকার ব্যবস্থা করা হয়েছে । দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা থাকবেন নিউ বয়েজ হস্টেলে । অন্যদিকে, প্রথম বর্ষের ছাত্রদের জন্য থাকছে ওল্ড পিজি এবং নিউ ব্লক হস্টেল । সেখানে মোট 160 জনের থাকার ব্যবস্থা করা হয়েছে । ইউজিসির নিয়ম মেনেই গতবারের মতো প্রথম বর্ষের ছাত্রদের থাকার ব্যবস্থা আলাদা করা হয়েছে ।
গতবছর এই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা । হস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যুকে ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্যজুড়ে । সেই মৃত্যুর নেপথ্যে অভিযোগ উঠেছিল ব়্যাগিংয়ের । এই ঘটনার পরেই কড়া পদক্ষেপ করতে দেখা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ।
সেই সময়ই প্রথম বর্ষের সকল ছাত্রকে আলাদা করে রাখা হয়েছিল নিউ বয়েজ হস্টেলে, যেটি রয়েছে ক্যাম্পাসের ভিতরেই । ওই হস্টেলে শুধুমাত্র শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম কিছু ছাত্র ছাড়া আর কেউ থাকত না । কেন এই পদক্ষেপ আগে করা হয়নি, সেই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল ইউজিসি ।
সেই সবকিছু থেকেই এ বছরে আগাম ব্যবস্থা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন প্রথম বর্ষের ছাত্ররা । পরবর্তী সময়ে কলা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন বিভাগের ছাত্ররাও প্রবেশ করবেন । যাতে তাঁদের কোনও ধরনের সমস্যায় পড়তে না-হয়, সেই জন্য গতবারের নিয়মকেই বহাল রাখল কর্তৃপক্ষ ।
তবে এই বছর কেন আলাদা রাখা হল দ্বিতীয় বর্ষে ছাত্রদের ? সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, "দ্বিতীয় বর্ষের ছাত্ররাও এখনও নতুন । তাঁদের আরও কিছুটা সময় লাগবে । সেইসব দিক বিবেচনা করে তাঁদেরকে নিউ বয়জ হস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।" এরপরে তৃতীয় বর্ষ থেকে সকল ছাত্ররাই প্রবেশ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ।