ভাঙড়, 6 জুন: লোকসভা নির্বাচনের আগে থেকেই কার্যত বারুদের স্তুপের উপর দাঁড়িয়েছিল ভাঙড় । দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষ যেন ভাঙড়ে নিত্যদিনের সঙ্গী । লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরও যেন ছবিটার বদল নেই ৷ মঙ্গলবার থেকে ভাঙড়ের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছে । বুধবার রাতে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে ৷ উদ্ধার হয় বোমাও ।
স্থানীয় সূত্রে খবর, কিছু তৃণমূল কর্মী এ দিন আবির খেলার পর ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের ভুমরু এলাকায় পার্টি অফিসে বসেছিলেন । অভিযোগ, সেই সময় আইএসএফের লোকজন ওই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় । বেধড়ক মারধর করা হয় তাঁদের । এতেই রক্তাক্ত হন বেশ কিছু তৃণমূল কর্মী । স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করে । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । রাজনৈতিক মহলেও শুরু হয়ে যায় শোরগোল । এ দিকে ঘটনার খবর পেয়ে সেখানে আসে উত্তর কাশিপুর থানার পুলিশ । শুরু হয় জিজ্ঞাসাবাদ । তপ্ত এলাকাকে শান্ত করার চেষ্টা চলে পুলিশের তরফে । যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় আইএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
অন্যদিকে লোকসভা নির্বাচনে ভোট গণনার দিন ভাঙড় বিধানসভা থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা । আবারও ভোট মিটে যাওয়ার পর হাতিশালা মিদ্দেপাড়া এলাকায় ভাঙড়ের আইএসএফ নেতা লালচাঁদ মোল্লার কাঠের ঘর থেকে 12টি তাজা বোমা উদ্ধার হল ৷ স্থানীয়দের দাবি, বোমাগুলি তারা প্রথমে দেখতে পায় । এরপর স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেয় পোলেরহাট থানাতে । ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ পৌঁছয় । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ তৃণমূলের দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বোমা মজুত করছিল আইএসএফের নেতারা । ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পোলেরহাট থানার পুলিশ ।